alternatetext
শ্যামলী পরিবহন অনলাইন টিকিট

শ্যামলী পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

বর্তমানে বাংলাদেশের ৪০ টির বেশি জেলায় নিয়মিত পরিবহন সেবা দিয়ে আসছে শ্যামলী পরিবহন। শ্যামলী পরিবহনের টিকিট কাটতে এখন থেকে আপনাকে আর কাউন্টারে যেতে হবে না। আপনি চাইলে এখন থেকে ঘরে বসে শ্যামলী পরিবহন অনলাইন টিকিট (Shyamoli paribahan online ticket) বুকিং করতে পারবেন।

বর্তমানে শ্যামলী পরিবহন বাংলাদেশের বাস পরিবহন জগৎতে উন্নত পরিবহন এবং যাত্রীদের কাছে এক আস্তার নাম। শ্যামলী পরিবহন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করার জন্য আরামদায়ক সিট প্রদান করে এবং নিরাপদে পৌঁছে দেয়।

শ্যামলী পরিবহনের এসি, নন-এসি ও স্লিপার বিভিন্ন ধরনের বাস সার্ভিস রয়েছে। সময়, স্থান ও কাল ভেদে ভাড়া ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ভাড়ার পরিমান টিকিট বুকিং করার সময় জানতে পারবেন।

শ্যামলী পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

বর্তমানে অনলাইনের মাধ্যমে শ্যামলী পরিবহনের টিকিট বুকিং করার সিস্টেম চালু হয়েছে। যার মাধ্যমে যেকোনো সময় ঘরে বসে মাত্র কয়েক মিনিট খুব সহজে টিকিট বুকিং করতে পারবেন।

অনলাইনে শ্যামলী পরিবহনের টিকিট বুকিং করতে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করুন shyamoliparibahan ওয়েবসাইট।

এরপর From অপশনে কোথায় থেকে যাত্রা শুরু করবেন সিলেক্ট করুন। এরপর Going To অপশনে কোথায় যেতে যান সিলেক্ট করুন। এরপর Departing On অপশনে কত তারিখ যেতে চান উক্ত তারিখ সিলেক্ট করুন। এরপর Coach Type অপশনে এসি, নন-এসি কোন পরিবহনে যেতে চান সিলেক্ট করুন।

এরপর আপনি কয়েকটি পরিবহনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। আপনি যে পরিবহনে যেতে চাচ্ছেন সেটা সিলেক্ট করুন। এখানে সময়সূচী সহ টিকিট মূল্য বিস্তারিত দেখতে পাবেন।

BM Khalid Hasan Sujon

এরপর সিট সিলেক্ট করে নাম, মোবাইল নাম্বার, ইমেল, জেন্ডার, বয়স, ঠিকানা, জাতীয়তা, বোর্ডিং পয়েন্ট, ড্রপিং পয়েন্ট ও পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট কনফার্ম করুন।

পেমেন্ট কনফার্ম করার পর অনলাইন টিকিট ডাউনলোড করুন। যেকোনো কম্পিউটার দোকান থেকে টিকিট প্রিন্ট করে নিতে পারেন। এরপর আপনার ভ্রমণের তারিখে কাউন্টারে গিয়ে টিকিট বুঝে নিতে হবে।

সহজ ডটকম থেকে টিকিট বুকিং

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন ই-টিকেট ওয়েবসাইট সহজ ডটকম থেকে আপনি ঘরে বসে শ্যামলী পরিবহন অনলাইন টিকিট বুকিং করতে পারবেন।

অনলাইন থেকে টিকিট বুকিং করলে অতিরিক্ত কনভিনিয়েন্স চার্জ প্রদান করতে হবে।

BM Khalid Hasan Sujon

শ্যামলী পরিবহন টিকিট মূল্য

শ্যামলী পরিবহনের টিকিট মূল্য কত টাকা আপনি অনলাইন থেকে টিকিট বুকিং করার সময় জানতে পারবেন। অনলাইন থেকে টিকিট বুকিং করার ক্ষেত্রে অতিরিক্ত কনভিনিয়েন্স চার্জ প্রদান করতে হয়।

শ্যামলী পরিবহন নাম্বার

শ্যামলী পরিবহন বাংলাদেশের সকল কাউন্টারের মোবাইল নাম্বার ও ফোন নাম্বার জানতে “শ্যামলী পরিবহন সকল কাউন্টার নাম্বার” আর্টিকেলটি পড়ুন। শ্যামলী পরিবহনের কাউন্টার নাম্বারে ফোন করে টিকিট বুকিং করতে পারবেন।

আরো পড়ুন

Similar Posts