alternatetext
শ্রীমঙ্গল হোটেল ভাড়া

শ্রীমঙ্গল হোটেল ভাড়া ও যোগাযোগ তথ্য

প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সিলেটের শ্রীমঙ্গল, যাকে বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয়। শ্রীমঙ্গলের চা বাগান, হাওড়, পাহাড়, টিলা ও প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখার জন্য অনেক আবাসিক হোটেল ও রিসোর্ট গড়ে তুলেছে। আজকের ভ্রমণ টিপসে জানাবো শ্রীমঙ্গল হোটেল ভাড়া ও যোগাযোগ তথ্য সম্পর্কে।

শ্রীমঙ্গল হোটেল ভাড়া ও যোগাযোগ তথ্য

নিচে উল্লেখ করা শ্রীমঙ্গল হোটেল (Sreemangal hotel) গুলোর নাম, ঠিকানা, রুম ভাড়া ও যোগাযোগ তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ট্যুরিস্ট রিভিউ থেকে সংগ্রহ করা হয়েছে।

তাই অগ্রিম হোটেল বুকিং করার ক্ষেত্রে নিজ দ্বায়িত্ব জেনে বুঝে বুকিং করবেন। আর যাদের অগ্রিম রুম বুকিং করার প্রয়োজন নেই তারা হোটেলে গিয়ে রুম দেখে পছন্দ হলে দামাদামি করে ভাড়া ঠিক করবেন।

হোটেল মেরিনা (Hotel Merina)

শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডে অবস্থিত হোটেল মেরিনা। হোটেলটি শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ১ কিলোমিটার, কালীঘাট রাবার বাগান থেকে ৩ কিলোমিটার এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ৯ কিলোমিটার দূরে গড়ে তোলা হয়েছে।

এখানে রুমের সাথে ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক, এয়ারকন্ডিশন, ফ্যান, বিনামূল্যে সকালের নাস্তা, ২৪ ঘন্টা রুম সার্ভিস, লন্ড্রি, রেস্টুরেন্ট এবং গাড়ি পাকিং সুবিধা রয়েছে। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৬০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ- মোবাইল নাম্বার: 01787-333544, ফেসবুক পেজ

হোটেলে চেক ইন সময় দুপুর ১২ টা এবং চেক আউট করার সময় দুপুর ১২ টা।

হোটেল মহাসিন প্লাজা (Hotel Mohsin Plaza)

শ্রীমঙ্গল কলেজ রোডে অবস্থিত হোটেল মহাসিন প্লাজা। এখানে রুমের সাথে এয়ারকন্ডিশন, ফ্যান, ওয়াই-ফাই, প্রয়োজনীয় আসবাবপত্র, বিনামূল্যে সকালের নাস্তা, ২৪ ঘন্টা রুম সার্ভিস, প্রাইভেট বাথরুম সহ গাড়ি পাকিং সুবিধা পাবেন।

হোটেলে চেক ইন করার সময় ১২:৩০ মিনিট এবং চেক আউট করার সময় সকাল ১১:০০ টা। রুম ভাড়া ২,৫০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ- মোবাইল নাম্বার 01711-390039, ফেসবুক পেজ

টি টাউন রেস্ট হাউজ (Tea Town Rest House)

শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডে অবস্থিত টি টাউন রেস্ট হাউজ। এখানে রুমের সাথে এয়ারকন্ডিশন, ফ্যান, ওয়াই-ফাই, এলইডি টিভি, প্রাইভেট বাথরুম, ২৪ ঘন্টা রুম সার্ভিস সহ প্রয়োজনীয় আরো সুবিধা পাবেন।

রুম ভাড়া প্রত্যেক রাতের জন্য ১,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ করুন- মোবাইল নাম্বার 01718-316202

হোটেল আল রহমান (Hotel All Rahman)

হোটেল আল রহমান শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডে অবস্থিত। কম খরচে শ্রীমঙ্গলে থাকার জন্য আদর্শ একটি স্থান। এখানে রুমের সাথে এয়ারকন্ডিশন, ফ্যান, প্রাইভেট বাথরুম, এলইডি টিভি, ওয়াই-ফাই, রুম সার্ভিস ও গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা রয়েছে।

এখানে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৮০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ করুন – মোবাইল নাম্বার 01712-317515, 01611-602108

হোটেল স্কাইপার্ক (Hotel Skypark)

শ্রীমঙ্গলের মধ্যস্থানে ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের পাশে অবস্থিত আধুনিক বিজনেস ক্লাস হোটেল স্কাইপার্ক। এখানে রুমের সাথে প্রাইভেট বাথরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, ওয়াই-ফাই, এলইডি টিভি, রেস্তোরাঁ, রুমের প্রয়োজনীয় আসবাবপত্র, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা রয়েছে।

এখানে এসি নন এসি সিঙ্গেল, ডাবল, ডিলাক্স ও ফ্যামেলি রুমের ভাড়া ১,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ করুন – মোবাইল নাম্বার 01711-966903

হার্মিটেজ গেস্ট হাউজ (Hermitag Gegust House)

শ্রীমঙ্গল রাধানগর রোডে হার্মিটেজ গেস্ট হাউজ অবস্থিত। এখানে রুমের সাথে প্রাইভেট বাথরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, এলইডি টিভি, ওয়াই-ফাই, রেস্তোরাঁ, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা ও গাড়ি পাকিং সুবিধা রয়েছে।

প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ করুন – মোবাইল নাম্বার 01711-595265

হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়াল (Hotel United Residencial)

হোটেল ইউনাইটেড রেসিডেন্সিয়াল ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। এখানে এসি নন এসি সব ধরনের রুম ভাড়া পাবেন। রুমের সাথে এয়ারকন্ডিশন, ফ্যান, ওয়াই-ফাই, প্রয়োজনীয় আসবাবপত্র, প্রাইভেট বাথরুম সহ অন্যান্য সুবিধা পাবেন।

যারা কম খরচে শ্রীমঙ্গল রাত্রিযাপন করতে যাচ্ছেন তারা এই হোটেলে থাকতে পারেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত। যোগাযোগ করুন- মোবাইল নাম্বার 01785-509564

গ্রীন লিফে গেস্ট হাউজ (Green Leaf Guest House)

শ্রীমঙ্গল উপজেলা সদরে অবস্থিত গ্রীন লিফে গেস্ট হাউজ। যাদের বাজেট কম তারা এই গেস্ট হাউজে রাত্রিযাপন করতে পারবেন। এখানে এসি নন এসি সিঙ্গেল, ডাবল, ফ্যামেলি বেডরুম পাবেন।

রুমের সাথে প্রাইভেট বাথরুম, ওয়াই-ফাই, ২৪ ঘন্টা রুম সার্ভিস, এয়ারকন্ডিশন, ফ্যান, গাড়ি পাকিং সুবিধা রয়েছে। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৮০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। যোগাযোগ করুন- মোবাইল নাম্বার 01711-240801

আরো পড়ুন

Similar Posts