alternatetext
সরল বাড়ি রিসোর্ট

সরল বাড়ি রিসোর্ট, গাজীপুর

সরল বাড়ি রিসোর্ট (Shorol bare resort) গাজীপুর জেলার রাজেন্দ্রপুরের ধলাদিয়া বাজারের পাশে গিধরিয়া গ্রামে অবস্থিত। আনুশেহ আনাদিল নামের একজন ভদ্র মহিলা এই রিসোর্টটি প্রতিষ্ঠিত করেন।

ঢাকা বিভাগের গাজীপুর জেলায় শহরের কোলাহল মুক্ত নিরিবিলি শান্ত গ্রামীন পরিবেশ আর সবুজে ঘেরা অপরুপ সৌন্দর্যকে ধারণ করে এই সরল বাড়ি রিসোর্ট গড়ে তোলা হয়েছে।

ঢাকার কাছাকাছি হওয়ায় এক দিনে ঘুরে আসতে পারেন এই রিসোর্ট থেকে। এই রিসোর্টের ভিতর প্রবেশের সাথে সাথে গ্রামীণ প্রকৃতি দেখে আপনি মুগ্ধ হবেন। চারিদিকে সবুজ গাছগাছালি আর পাখিদের কলকাকলিতে মুখর হয়ে আছে রিসোর্টটি।

এখানে গ্রামীণ পরিবেশে বাঁশ ও কাঠের ঘরে সুন্দর পরিবেশে রাত্রিযাপন করতে পারবেন। রাত্রিযাপন করার জন্য একটি দ্বিতলা কাঠের বাড়ি ও একটি বাঁশের বাড়ি রয়েছে।

BM Khalid Hasan Sujon

কাঠের বাড়ির নিচতলায় একটি বৈঠকঘর রয়েছে। যেখানে গ্রাম বাংলার ঐতিহ্য ধারণ করে নানা ধরনের উপকরণ দিয়ে সাজানো বৈঠকঘরের অন্দরমহল। সামনেই টানা বারান্দা, বারান্দায় রয়েছে নানা ধরনের গাছ। বৈঠকঘরের পাশ দিয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে শোবার ঘর। সেখানে ৪-৫ জন খুব সহজে রাত্রিযাপন করতে পারবেন।

কাঠের বাড়ির সামনে বাঁশের বাড়ির অবস্থান। বাঁশ আর বেত দিয়ে গড়ে তোলা হয়েছে এই বাড়িটি। এই বাড়ির নীচতলা ফাঁকা। সেখানে কয়েকটি আসন পাতা রয়েছে। সামনে সবুজ ঘাসের খোলা মাঠ। দ্বিতলায় রাত্রিযাপন করার জন্য ২ টি রুম রয়েছে। রুম গুলো সুন্দর সাজানো গোছানো।

বাঁশের বাড়ির সামনে খোলা মাঠে বিশ্রাম নেওয়ার জন্য একটি বসার ছাউনি রয়েছে। তার পিছনে পুকুর। সেখানে হাঁসের দল সাঁতার কাটছে। পুকুরে কাঠের তৈরি একটি ঘাট আছে। পুকুরের পাশে কাঠ, বাঁশ ও দড়ির সাহায্যে কয়েকটি দোলনা রয়েছে। দোলনায় বসে সবুজ গাছগাছালি, মাঠ ও ধান ক্ষেত দেখতে পাবেন।

রিসোর্টে প্রত্যেক দিন রাতে বাউল গানের আসর বসে। গেস্টরা সবাই এক সাথে বাউল গানের আড্ডায় মেতে উঠে। 

BM Khalid Hasan Sujon

সরল বাড়ি রিসোর্ট কিভাবে যাবেন

ঢাকা থেকে সরল বাড়ি রিসোর্টে যেতে বাসে ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোড ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা  নামতে হবে। রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সিএনজি করে জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে ধলাদিয়া বাজার আসতে হবে।

ধলাদিয়া বাজার থেকে সরাসরি গিধরিয়া গ্রামে অবস্থিত সরল বাড়ি রিসোর্টে যেতে পারবেন। সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি ভাড়া লাগবে ১০ টাকা। ধলাদিয়া বাজার থেকে ২ কিলোমিটার দূরে সরল বাড়ি রিসোর্ট অবস্থিত।

খাওয়া খাওয়া

সরল বাড়িতে খাবার জন্য আলাদা টিনের চাল দিয়ে তৈরি কাঠের ঘর রয়েছে। এখানে বাংলা খাবার সাদা ভাত, বিভিন্ন ধরনের ভর্তা, তরকারি, দেশি মুরগী, ডাল, মাছ, অর্গানিক উপায় চাষ করা শাক খেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

দেশীয় খাবারের স্বাদ আপনাকে গ্রাম বাংলার প্রাচীনের কথা মনে করিয়ে দিবে। আপনাকে খাবার পরিবেশন করা হবে মাটির পাত্রে। খাবার শেষে টিস্যু পেপারের পরিবর্তে দেওয়া হবে গামছার ন্যাপকিন।

এখানে অন্নপূর্ণা ফুড জোন রয়েছে। ফুড জোনের খাবারের তালিকা নিচে উল্লেখ করা হল।

জলখাবার: মৌসুমি সবজি পাকোড়া থালি ৭০ টাকা, মাশরুম পাকোড়া থালি ১২০ টাকা, কলার চিপস থালি  ৩০ টাকা, আলুপুরি থালি ১০০ টাকা, ডালপুরি থালি ১০০ টাকা, মোগলাই ৪০ টাকা, ফুচকা থালি ১০০ টাকা, চটপটি ৪০ টাকা, ভেজিটেবল মমো থালি ১৪০ টাকা, ভেজিটেবল রোল ১০০ টাকা, সিঙ্গরা থালি ৪০ টাকা, পাস্তা ১৪০ টাকা, নুডলস ১৫০ টাকা।

পিঠা: দুধ পাকন পিঠা ২০০ টাকা, চিতই পিঠা ৭০ টাকা, দুধ চিতই ১৪০ টাকা, নারকেলপুলি পিঠা ১৪০ টাকা, ঝালপুলি পিঠা ৪০ টাকা, ক্ষীরপুলি পিঠা ২০০ টাকা, রকমারি পাটিসাপটা পিঠা ২০০ টাকা।

মিষ্টান্ন: খেজুরের গুড়ের দই ১০০ টাকা, গাজরের ফিরনি ১০০ টাকা, কাপ কেক ৭৫ টাকা।

পানীয়: লাচ্ছি ১২০ টাকা, লেবুর শরবত ৪০ টাকা, লেবু পুদিনার শরবত ১০০ টাকা, মৌসুমি ফলের শরবত ১৫০ টাকা, দুধ কফি ১০০ টাকা, মশলা দুধ চা ৭০ টাকা, আদা মশলা চা ৪০ টাকা।

স্যুপ: মিক্সড ভেজিটেবল স্যুপ ১৫০ টাকা, টমেটো স্যুট ১৫০ টাকা।

সরল বাড়ি রিসোর্ট রুম ভাড়া

এই রিসোর্টে রাত্রিযাপন করার জন্য কাঠ ও বাঁশের তৈরি দ্বিতলা কজেট রয়েছে। নিচে কটেজ গুলোর রুম ভাড়া উল্লেখ করা হল।

রুমের ধরনরুম ভাড়া
ইড়া২,৫০০ টাকা
পিঙ্গলা২,৫০০ টাকা
সুশুস্না৫,০০০ টাকা

রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, ফ্যান, লাইট, প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। এছাড়া বাচ্চাদের আর্ট ওয়ার্ক ও গাড়ি পাকিং সুবিধা রয়েছে। 

রিসোর্টে চেকইন করার সময় দুপুর ১২ টা এবং চেক আউট করার সময় সকাল ১১ টা।

রিসোর্টে রাত্রিযাপন করার পাশাপাশি ডেট্যুরে জনপ্রতি ৪০ টাকা টিকিট মূল্য দিয়ে রিসোর্টে প্রবেশ করতে পারবেন।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: গাজীপুর, রাজেন্দ্রপুর, ধলাদিয়া বাজার হয়ে গিধরিয়া গ্রাম।
  • হেড অফিস: গাজীপুর, ঢাকা, বাংলাদেশ ১৭৪০
  • মোবাইল নাম্বার: ০১৯৯৯-৩৩৩৩০৩, ০১৯৭৩-৫৪৬৫৩৭ (কমপক্ষে ৭ দিন আগে বুকিং দিবেন)
  • ইমেইল: gidoriyahome@gmail.com
  • ফেসবুক পেজ
  • ওয়েবসাইট

আরো পড়ুন

Similar Posts