alternatetext
সাজেক ভ্যালি কোথায় অবস্থিত
|

সাজেক ভ্যালি কোথায় অবস্থিত

সাকেজ ভ্যালি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর অবস্থান চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। রাঙ্গামাটি জেলার অনেকটা অংশ সাজেক উপত্যকা থেকে দেখা যায় বলে সাজেকে রাঙ্গামাটি জেলার ছাদ বলা হয়।

এর পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা, উত্তরে ভারতের ত্রিপুরা ও দক্ষিণে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা অবস্থিত। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন ৭০২ বর্গমাইল।

সাজেক ভ্যালি ইউনিয়নটি তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত হয়েছে। এগুলো হল রুইলই, হামারিপাড়া ও কংলাক। ১,৭২০ ফুট উচ্চতায় ১,৮৮০ সালে রুইলুই  এবং ১,৮০০ ফুট উচ্চতায় কংলাক পাড়া অবস্থিত।

খাগড়াছড়ি সদর জেলা শহর থেকে সাজেকের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার এবং দীঘিনালা থেকে দূরত্ব প্রায় ৪৯ কিলোমিটার। যদিও সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার অন্তর্গত কিন্তু খাগড়াছড়ি থেকে সাজেক যাতায়াত সুবিধাজনক।

BM Khalid Hasan Sujon

সহজে সাজেক ভ্যালি যাওয়ার জন্য খাগড়াছড়ি সদর বা দীঘিনালা হতে জিপ গাড়ি (চাঁদের গাড়ি) বা মোটরসাইকেল করে সাজেক যেতে পারবেন। যাত্রা পথে ১০ নং বাঘাইহাট পুলিশ ও আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিতে হবে।

পর্যটকদের নিরাপত্তার জন্য তাদের গাড়িবহর গুলো সেনাবাহিনী কতৃক সাজেক পৌঁছে দেওয়া হয়। দিনে নিদিষ্ট সময় আর্মি ক্যাম্প থেকে সাজেক যাওয়ার অনুমতি দেওয়া হয়। যাত্রাপথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সাজেক পৌঁছে যাবেন।

সাজেক ভ্যালি কোথায় অবস্থিত

সাজেক ভ্যালি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে অবস্থিত। সাজেক ভ্যালিকে বলা হয় মেঘের উপত্যকা। সাজেক উপত্যকা থেকে রাঙ্গামাটি জেলার অনেকটা অংশ দেখা যায় বলে সাজেক ভ্যালিকে রাঙ্গামাটি জেলার ছাদ বলা হয়।

BM Khalid Hasan Sujon

সাজেক কোন জেলায় অবস্থিত

সাজেক বাংলাদেশের রাঙ্গামাটি জেলার অবস্থিত। সাজেক রাঙ্গামাটি জেলার অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে যাতায়াত করা সহজ।

আরো পড়ুন

Similar Posts