alternatetext
সারাহ রিসোর্ট

সারাহ রিসোর্ট, গাজীপুর

সারাহ রিসোর্ট (Sarah Resort) গাজীপুর জেলার রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এর পাশে রাজাবাড়ি এলাকায় প্রায় ২০০ বিঘা জায়গায় অবস্থিত। এই রিসোর্টের পশ্চিমে ভাওয়াল জাতীয় উদ্যান এবং পূ্র্ব দিকে শীতলক্ষা নদী।

বর্তমানে বাংলাদেশের লাক্সারি রিসোর্ট গুলোর মধ্যে এটি অন্যতম। এই রিসোর্ট সম্পূর্ণ প্রকৃতি বান্ধব, আধুনিক সরঞ্জাম এবং বিলাসবহুল সকল সুযোগ সুবিধা এখানে পাবেন।

রাজধানী ঢাকার খুব কাছে হওয়ায় বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন বা প্রিয়জন নিয়ে আনন্দময় সময় কাটানোর আদর্শ একটি স্থান এই সাহা রিসোর্ট। চমৎকার প্রাকৃতিক পরিবেশ ও শিশুদের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গির কারণে খুবই অল্প সময়ের মধ্যে অতিথিদের  মন জয় করেছে।

সারাহ রিসোর্টে রাত্রিযাপন করার জন্য ৬ টি বাংলো, রাজা ভিউ টাওয়ার, ৯ডি মুভি থিয়েটার, ওয়াটার লজ, সুইমিং পুল, জিম সেন্টার, মিনি বার, ভিআর গেইমস, জাকোজি, কিডস জোন, বোড রাইডিং, কায়াকিং, সাইকেল রাইডিং মাড হাউজ, ইনডোর ও আউটডোর গেইম, মিনি চিড়িয়াখানা ইত্যাদি রয়েছে।

BM Khalid Hasan Sujon

এছাড়া অতিথিরা চাইলে ঘুড়ি ও ফানুস উড়াতে পারবেন। যেকোনো সভা-সেমিনার, পিকনিক, জন্মদিন, এনিভার্সারি আয়োজন করার সুব্যবস্থা রয়েছে।

সারাহ রিসোর্ট কিভাবে যাবেন

রাজধানী ঢাকার বিমানবন্দর, মহাখালী বাস স্টেশন থেকে ময়মনসিংহ রোড ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে  রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টগামী বাসে রাজাবাড়ী বাস স্টেশনে নেমে যাবেন।

রাজাবাড়ী বাস স্টেশন থেকে ডান দিকে মোড় নিয়ে ২ কিলোমিটার দূরে বাম দিকের রাস্তায় কিছু দুর এগিয়ে গেলে সারা রিসোর্ট পৌঁছে যাবেন।

BM Khalid Hasan Sujon

আপনি চাইলে রাজধানী ঢাকা থেকে উবার কার সার্ভিস নিয়ে সরাসরি সারাহ রিসোর্ট গাজীপুর আসতে পারবেন। পরিবার নিয়ে আসার জন্য উবার কার সার্ভিস বেস্ট।

এছাড়া রাজধানী ঢাকার উত্তরা ও মহাখালী থেকে কাপাসিয়া, টোক গামী পাবলিক বাসে করে পাবুর রাস্তা বাস স্টেশনে নেমে যাবেন। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া নিয়ে সরাসরি সারা রিসোর্ট যেতে পারবেন।

কোথায় খাবেন

সারা রিসোর্টে খাবার জন্য দ্যা ট্যারেস রেস্টুরেন্ট, ক্লাব হাউজ রেস্টুরেন্ট ও ওয়াটার লজ রেস্টুরেন্ট নামে ৩ টি উন্নতমানের রেস্টুরেন্ট, পেস্ট্রি শপ ও আইসক্রিম শপ রয়েছে। ক্লাব হাউজ রেস্টুরেন্টে বাফেট ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা রয়েছে। 

এছাড়া পুলের সাথে বারবিকিউ ব্যবস্থা রয়েছে। ক্লাব হাউজ রেস্টুরেন্ট সকাল ৭:৩০ মিনিট থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে।

BM Khalid Hasan Sujon

দ্যা ট্যারেস রেস্টুরেন্টে দেশি-বিদেশি সব ধরনের খাবার পাবেন। এই রেস্টুরেন্ট দুপুর ১২ টা থেকে রাত ১ টা পর্যন্ত খোলা থাকে। ওয়াটার লজ রেস্টুরেন্টে ইতালিয়ান খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্ট দুপুর ১২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে।

সারা রিসোর্ট গাজীপুর রুম ভাড়া ও প্যাকেজ

সারাহ রিসোর্টে আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে। এখানে থাকার জন্য প্রসিডেন্সিয়াল কিং ক্যাটাগরির প্রসিডেন্সিয়াল ভিলা, প্রিমিয়াম ভিলা, স্যুপেরিয়র কিং ও স্যুপেরিয়র টুইন সুবিধা সম্পূর্ণ রাজা ভিউ টাওয়ার, ওয়াটার লজ এবং ডিলাক্স কিং ও ডিলাক্স টুইন সুবিধার মাড হাউজ রয়েছে।

বিভিন্ন ক্যাটাগরির রুমে থাকতে খরচ হবে ৮,৫০০ টাকা থেকে ৬৬,০০০ টাকা। ভিলা ও রুমের সাথে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন কমপ্লিমেন্ট ব্রেকফাস্ট, ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ওয়াই-ফাই, রুম সার্ভিস, চা/কফি, এলইডি টিভি, টেলিফোন, সর্বক্ষানিক বিদ্যুৎ সেবা, হেয়ার ড্রাইয়ার, লন্ড্রী, ঠান্ডা ও গরম পানি, রুমের প্রয়োজনীয় আসবাবপত্র ও গাড়ি পাকিং সুবিধা।

ভিলা ও রুমখরচ (টাকা)
রেসিডেন্সিয়াল ভিলা৬৬,০০০ টাকা
লেক সাইড ভিলা২৬,৪৮২ টাকা
টু বেড রুম স্যুট২৫,৫০০ টাকা
ওয়াটার ফ্রন্ট ভিলা১৪,৫০০ টাকা
ভিলা স্যুট১৪,০০০ টাকা
প্রিমিয়াম ভিলা১৩,০০০ টাকা
রাজা ভিউ টাওয়ার১১,৫০০ টাকা
ওয়াটার লজ১১,০০০ টাকা
এনসিয়েন্ট মড হাউস৮,৫০০ টাকা

প্রত্যেক রুমে ২ জন করে অতিথি থাকতে পারবেন। কয়েকটি ভিলায় আরো বেশি অতিথি থাকতে পারবেন। সকল খরচের সাথে ৫% ভ্যাট ও ১০% সার্ভিস চার্জ যোগ করা হবে। ভিলা বা রুম বুকিং দেওয়ার সময় বিস্তারিত তথ্য জেনে নিবেন।

ডে লং প্যাকেজ: এই রিসোর্টে রাত্রিযাপন করার পাশাপাশি ডে লং প্যাকেজের ব্যবস্থা রয়েছে। ডে লং প্যাকেজের জনপ্রতি খচর ৩,০০০ টাকা। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রিসোর্টে থাকতে পারবেন। সাথে লাঞ্চ, বোড রাইডিং, জিম, সুইমিং পুল, ওয়াই-ফাই নেটওয়ার্ক সহ অন্যান্য সুবিধা পাবেন।

যোগাযোগের ঠিকানা

  • ঠিকানা: সারাহ রিসোর্ট, রাজাবাড়ি, রাজেন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ।
  • কর্পোরেট অফিস: ফটিস স্পোর্টস ক্লাব, নতুন বাজার, বড় বেরাইদ (এ কে এম রহমতউল্লাহ ইউনিভার্সিটি কলেজ সংলগ্ন), ঢাকা ১২১২
  • কন্টাক্ট নম্বর: ০১৩৩২-৫৫৬২৭৬
  • রিজার্ভেশন: ০১৯৬৯-৯০৯০০০
  • ইমেইল: reservation@sarahresort.com
  • ফেসবুক পেজ
  • ওয়েবসাইট

গাজীপুর জেলার অবস্থিত আরো রিসোর্ট সমূহ

Similar Posts