সিলেট থেকে জাফলং কত কিলোমিটার
আপনারা যারা সিলেট ভ্রমণে গিয়ে জাফলং যাবেন না তাদের সিলেট ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। কারণ জাফলং সিলেটের সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। সিলেট শহর থেকে যারা সরাসরি জাফলং যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন সিলেট থেকে জাফলং কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে।
সিলেট থেকে জাফলং কত কিলোমিটার
গুগল ম্যাপের তথ্য অনুযায়ী সিলেট থেকে জাফলং প্রায় ৫০ কিলোমিটার। মাইল হিসাবে সিলেট থেকে জাফলং প্রায় ৩১ মাইল এবং নটিক্যাল মাইল হিসাবে প্রায় ২৬ নটিক্যাল মাইল।
সিলেট থেকে জাফলং যেতে কত সময় লাগে
সিলেট শহর থেকে সরাসরি জাফলং যেতে প্রায় দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লাগে। বাস, সিএনজি, লেগুনা ও প্রাইভেটকারে সরাসরি সিলেট থেকে জাফলং যেতে পারবেন।
সিলেট কদমতলী থেকে জাফলংগামী বাস ছেড়ে যায়। লোকাল বাসে জনপ্রতি ভাড়া ৯০ টাকা এবং গেইটলক বিরতিহীন বাসে জনপ্রতি ভাড়া ১২০ টাকা।
সিলেট শহর থেকে সারা দিনের জন্য রিজার্ভ সিএনজি ভাড়া নিলে ১,৩০০ টাকা থেকে ১,৫০০ টাকা এবং প্রাইভেটকার রিজার্ভ ভাড়া নিলে ৩,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা। যাত্রাপথে অন্যান্য দর্শনীয় স্থান সমূহ দেখে যেতে পারবেন।
আরো পড়ুন