alternatetext
সিলেট থেকে বিছনাকান্দি টুরিস্ট স্পট কত কিলোমিটার
|

সিলেট থেকে বিছনাকান্দি টুরিস্ট স্পট কত কিলোমিটার

আপনারা যারা সিলেট ভ্রমণে গিয়ে সিলেটের অন্যতম জনপ্রিয় বিছনাকান্দি ট্যুরিস্ট স্পট যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন সিলেট থেকে বিছনাকান্দি টুরিস্ট স্পট কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে। 

বিছনাকান্দি টুরিস্ট স্পট মূলত একটি পাথর কোয়েরি, যেখানে নদী থেকে পাথর সংগ্রহ করা হয়। দুপাশের পাহাড় আর মধ্যেখানে স্বচ্ছ জলের নিচে পাথর যেকোনো মানুষের মন কেড়ে নেয়। সাম্প্রতিক বছর গুলোতে এখানকার নদীতে দেশি বিদেশি প্রচুর পর্যটকদের ভীড় জমাচ্ছে। 

আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো সিলেট শহর থেকে বিছানাকান্দি দূরত্ব কত কিলোমিটার এবং বাসে যেতে কত সময় লাগে।

সিলেট থেকে বিছনাকান্দি টুরিস্ট স্পট কত কিলোমিটার

সিলেট শহর থেকে বিছনাকান্দি পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য কয়েকটি রোড রয়েছে। একেক রোড দিয়ে সিলেট শহর থেকে বিছনাকান্দি পর্যটন কেন্দ্রের দূরত্ব একেক রকম।

গুগল ম্যাপের তথ্য অনুযায়ী সিলেট শহর থেকে বিছনাকান্দি টুরিস্ট স্পটের দূরত্ব ৩৯.৭ কিলোমিটার (গোয়াইনহাট রাস্তা হয়ে)। আবার কোম্পানীগঞ্জ রাস্তা হয়ে সিলেট সিলেট শহর থেকে বিছানাকান্দি দূরত্ব ৫৩ কিলোমিটার এবং পিরেরবাজার রাস্তা হয়ে দূরত্ব ৪৬.৫ কিলোমিটার।

সিলেট থেকে বিছানাকান্দি যেতে কত সময় লাগে

সিলেট শহর থেকে বাসে বিছানাকান্দি যেতে প্রায় ১ ঘন্টা ৪৬ মিনিট সময় লাগে।

আরো পড়ুন

BM Khalid Hasan Sujon

Similar Posts