সিলেট থেকে রাতারগুল কত কিলোমিটার
সিলেটের দর্শনীয় স্থানগুলো মধ্যে রাতারগুল জলাবন একটি আকর্ষণীয় পর্যটন স্পট। সিলেট ভ্রমণে এসে যারা রাতারগুল যেতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছেন সিলেট থেকে রাতারগুল কত কিলোমিটার এবং যেতে কত সময় লাগে।
সিলেট জেলার গোয়ািনঘাট ফতেহপুর ইউনিয়নের গুয়াইন নদীর দক্ষিণ পাশে এই জলাবন অবস্থিত। সিলেটের স্থানীয় মুর্তা গাছ রাতা গাছ নামে পরিচিত। এই রাতা গাছের নামানুসারে এই বনের নামকরণ করা হয় রাতারগুল।
রাতারগুলকে বলা হয় সিলেটের সুন্দর বন ও বাংলাদেশের আমাজন। বছরের ৪-৫ মাস এই বনের গাছপালা পানির নিচে ডুবে থাকে। তখন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার পর্যটক এখানে ভিড় জমায়। সাধারণত বর্ষা মৌসুমের শেষের দিকে রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়।
সিলেট থেকে রাতারগুল কত কিলোমিটার
সিলেট শহর থেকে রাতারগুল জলাবন দূরত্ব ১৯.৮ কিলোমিটার। মাইল হিসাবে প্রায় ১২.৩০ মাইল এবং নটিক্যাল মাইল হিসাবে প্রায় ১০.৬৯ নটিক্যাল মাইল।
সিলেট থেকে রাতারগুল যেতে কত সময় লাগে
সিলেট শহর থেকে রাতারগুল সিএনজি করে যেতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। হযরত শাহজালাল (রহঃ) মাজার দরগা গেইট এর পাশে আম্বরখানা পয়েন্টে সিএনজি স্টেশন রয়েছে। সেখান থেকে সিএনজি করে সরাসরি রাতারগুল যেতে পারবেন।
আরো পড়ুন