সীতাকুণ্ড আবাসিক হোটেল ভাড়া

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার অনেক দর্শনীয় স্থান রয়েছে। প্রত্যেক বছর দেশ বিদেশের বহু পর্যটক সীতাকুণ্ড দর্শনীয় স্থান গুলো ভ্রমণ করে। অনেক পর্যটক জানতে চাচ্ছেন সীতাকুণ্ড আবাসিক হোটেল ভাড়া কত এবং হোটেল গুলোর ঠিকানা।

সীতাকুণ্ড বাজারে পর্যটকদের রাত্রিযাপন করার জন্য মোটামুটি মানের বেশ কয়েকটি হোটেল রয়েছে। এসব হোটেল গুলোর আপনারা বাজেট অনুযায়ী রাত্রিযাপন করতে পারবেন। সাধারণত সীতাকুণ্ড আবাসিক হোটেল ভাড়া রুম ভেদে নন এসি, এসি রুম ৫০০ টাকা থেকে শুরু করে ৪,০০০ টাকা পর্যন্ত।

সীতাকুণ্ড আবাসিক হোটেল ভাড়া (Sitakunda hotel list)

সীতাকুণ্ড বাজারে অবস্থিত হোটেল গুলোর নাম, ঠিকানা, হোটেল ভাড়া, সার্ভিস ইত্যাদি নিচে উল্লেখ করা হল।

BM Khalid Hasan Sujon

হোটেল সৌদিয়া আবাসিক

সীতাকুণ্ড ভ্রমণে এসে রাত্রিযাপন করার জন্য সবচেয়ে ভালো হোটেল হল হোটেল সৌদিয়া আবাসিক। এখানে সূলভ মূল্যে নন এসি, এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম পাবেন। সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা সহ সকল প্রকার সুবিধা পাবেন।

নন এসি / এসি রুম ভাড়া ৫০০ টাকা থেকে শুরু করে ১,৬০০ টাকা পর্যন্ত। ছুটির দিন ব্যাতিত অন্যান্য দিন রুম ভাড়া কম বেশি হয়ে থাকে। ঠিকানা- ডি. টি রোড, সীতাকুণ্ড পৌরসভা, চট্টগ্রাম। অগ্রিম রুম বুকিং করতে যোগাযোগ করুন 01991-787270, 01816-518119 নাম্বারে।

হোটেল সাইমুন আবাসিক

ঘরোয়া মনোরম পরিবেশে স্ব-পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে থাকার জন্য আদর্শ জায়গা। এখানে এসি, নন এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম ও ফ্রি ওয়াই-ফাই সার্ভিস পাবেন। রুম ভাড়া এসি, নন এসি ভেদে ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত। 

অগ্রিম রুম বুকিং করতে যোগাযোগ করুন 01868-300400, 01874-520052 নাম্বারে। ঠিকানা- দেলোয়ার হোসেন মার্কেট, ডি.টি. রোড, সীতাকুণ্ড বাজার রোড, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

BM Khalid Hasan Sujon

হোটেল বন্ধু 99 আবাসিক

সুন্দর পরিবেশে থাকার জন্য সীতাকুণ্ডের হোটেল বন্ধু 99 আবাসিক হোটেল অন্যতম জায়গা। এখানে এসি, নন এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম সহ সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা পাবেন।

এসি, নন এসি সিঙ্গেল ও ডাবল বেড রুম ভেদে ভাড়া ১,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। অগ্রিম রুম বুকিং করতে যোগাযোগ করুন 01840-741616, 01868-000400, 01859-895979 নাম্বারে। ঠিকানা- আবছার মার্কেট (৩য় তালা), সীতাকুণ্ড মডেল থানা সংলগ্ন ডি.টি. রোড, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

হোটেল জলসা আবাসিক

মিডিয়াম বাজেটের মধ্যে পরিবার বন্ধু-বান্ধব নিয়ে হোটেল জলসা আবাসিকে রাত্রিযাপন করতে পারবেন। এসি, নন এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম, সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা সহ অন্যান্য সুবিধা গুলো পাবেন।

এসি, নন এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম ভাড়া ৮০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত। ছুটির দিন ব্যাতিত রুম ভাড়া কম বেশি হয়ে থাকে। অগ্রিম রুম বুকিং করতে যোগাযোগ করুন 01636-110110 নাম্বারে। ঠিকানা- হাজী বিরিয়ানি হাউজ (২য় তলা), ডি.টি. রোড, সীতাকুণ্ড বাজার, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

BM Khalid Hasan Sujon

সন্দ্বীপ আবাসিক

যারা বন্ধু-বান্ধব নিয়ে মিডিয়াম বাজেটে থাকতে চান তারা সন্দ্বীপ আবাসিক হোটেলে থাকতে পারেন। এখানে রুম ভেদে ভাড়া ৪০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত।

অগ্রিম বুকিং করতে যোগাযোগ করুন 01711-001329 নাম্বারে। ঠিকানা- ডি.টি. রোড, সীতাকুণ্ড বাজার, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

গোল্ডেন আবাসিক হোটেল

পরিবার নিয়ে নিশ্চিতে থাকার জন্য গোল্ডেন আবাসিক হোটেল আদর্শ জায়গা। এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা সহ ফ্রি ওয়াই-ফাই সার্ভিস সহ আরো বিভিন্ন সুবিধা পাবেন। এসি, নন এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম পাবেন।

রুম ভাড়া ৮০০ টাকা থেকে শুরু করে ৩,৫০০ টাকা পর্যন্ত। অগ্রিম রুম বুকিং করতে যোগাযোগ করুন 01862-944676 নাম্বারে। ঠিকানা- নামার বাজার রোড, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

সীতাকুণ্ড উপজেলা ডাক বাংলো রেস্টহাউজ

সীতাকুণ্ডে রাত্রিযাপন করার জন্য উপজেলা ডাক বাংলো রেস্টহাউজ মোটামুটি ভালো জায়গা। এখানে দুইটা সিঙ্গেল বেড, টেবিল, আলনা, সংযুক্ত ওয়াশরুম আছে প্রত্যেক রুমে। ডাক বাংলোতে রুম পেতে সরকারি রেফারেন্স লাগে।

নূর রেসিডেনসিয়াল হোটেল

মিডিয়াম বাজেটের মধ্যে সীতাকুণ্ডে থাকার জন্য আদর্শ জায়গা নূর রেসিডেনসিয়াল হোটেল। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত (সিঙ্গেল/ডাবল) বেড রুম, ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, গাড়ি পাকিং সুব্যবস্থা পাবেন।

এসি, নন এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম ভাড়া ৮০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। অগ্রিম বুকিং করতে যোগাযোগ করুন 01300-190884, 01856-933700 নাম্বারে। ঠিকানা- নূর টাওয়ার, রেলগেট সংলগ্ন, কলেজ রোড, সীতাকুণ্ড পৌরসভা, চট্টগ্রাম। ফেসবুক পেজ।

হোটেল শৈবাল আবাসিক

কম খরচে থাকার জন্য হোটেল শৈবাল আবাসিকে থাকতে পারবেন। বাজেট অনুযায়ী ভালো সার্ভিস পাবেন। এসি, নন এসি সিঙ্গেল বেড রুম, ডাবল বেড রুম সুবিধা পাবেন। রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে।

অগ্রিম বুকিং করতে যোগাযোগ করুন 01886-680655, 01812-853500, 01827-720835 নাম্বারে। ঠিকানা- নূর মার্কেট, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

সীতাকুণ্ড হোটেল ভাড়া নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নিবেন এবং বেড রুম, ওয়াশরুম ইত্যাদি দেখে নিবেন। প্রয়োজনে হোটেল খুঁজতে স্থানীয় মানুষের সহায়তা নিবেন।

আরো পড়ুন