বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণের স্থান সেন্টমার্টিন দ্বীপ। প্রত্যেক বছর দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসে সেন্টমার্টিনের সৌন্দর্য উপভোগ করার জন্য। পর্যটকদের থাকার জন্য এখানে গড়ে উঠেছে বিভিন্ন মানের হোটেল ও রিসোর্ট। আজকে আমরা সেন্টমার্টিন দ্বীপ হোটেল ভাড়া ও রিসোর্ট ভাড়ার তথ্য জানবো।
সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের থাকার জন্য বিভিন্ন মানের ছোট-বড় প্রায় ১৫০টি হোটেল ও রিসোর্ট রয়েছে। সাধারণত সিজনের সময় নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত ছুটির দিনে এখানে পর্যটকদের সংখ্যা বেশি থাকে। তখন হোটেল ও রিসোর্ট ভাড়া অনেক বেশি থাকে।
সিজন ও অফ সিজনের উপর নির্ভর করে সেন্টমার্টিন হোটেল ও রিসোর্ট ভাড়া কমবেশি হয়। হোটেল ও রিসোর্ট বুকিং দেওয়ার আগে ভালো করে (অবস্থান, দূরত্ব, রেস্টুরেন্ট, নিরাপত্তা, সুবিধা-অসুবিধা) যাচাই করে নেওয়া ভালো।
সেন্টমার্টিন রাত্রিযাপন করার জন্য হোটেল ও রিসোর্টে ১,৫০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে রুম ভাড়া পেয়ে যাবেন। সিজনের সময় ছুটির দিন গুলোতে সেন্টমার্টিন ভ্রমণ করতে চাইলে অগ্রিম হোটেল ও রিসোর্ট বুকিং করা ভালো।
সেন্টমার্টিন দ্বীপ হোটেল ভাড়া ও রিসোর্ট ভাড়ার তথ্য
সেন্টমার্টিন দ্বীপে থাকার জন্য হোটেল ও রিসোর্ট গুলোকে অবস্থানের ভিত্তিতে ৩ ভাগে ভাগ করা হয়েছে। পূর্ব বিচ রিসোর্ট, পশ্চিম বিচ রিসোর্ট ও উত্তর বিচ রিসোর্ট।
পর্যটকদের থাকার জন্য পশ্চিম বিচ রিসোর্ট গুলো সবচেয়ে ভালো। কম টাকায় থাকার জন্য উত্তর বিচ হোটেল ও রিসোর্ট গুলোতে থাকতে পারেন।
কোরাল ভিউ টুরিজম রিসোর্ট (Coral View Tourism Resort)
সেন্টমার্টিন জাহাজ ঘাটের বাম পাশে পূর্ব বিচে অবস্থিত কোরাল ভিউ রিসোর্ট। এই রিসোর্টের রুম থেকে সমুদ্র দেখা যাব। এখানে থাকার জন্য রুম ভাড়া ২,৫০০ টাকা ৬,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/CoralViewBD
- ইমেইল: coralviewbd@gmail.com
- মোবাইল: 01925-922982
নীল দিগন্তে রিসোর্ট (Neel Digante Resort)
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম বিচের কোণাপাড়ায় অবস্থিত রিসোর্টটিতে রুমের সংখ্যা ৩৮ টি। সাথে পর্যটকদের খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে। জেটি ঘাট থেকে রিসোর্টের দূরত্ব বেশখানিকটা, তাই জেটি ঘাট থেকে ভ্যানে করে যেতে হবে। এখানে বিভিন্ন মানের কটেজ টাইপের রুম ভাড়া ৩,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা।
যোগাযোগ
- ওয়েবসাইট: https://www.neeldiganteresort.com
- ফেসবুক পেজ: https://web.facebook.com/neeldiganteresort
- ইমেইল: info@neeldiganteresort.com
- মোবাইল: 01730-051009, 01730-051011
প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট (Praasad Paradise Resort)
সেন্টমার্টিন বাজারের ভেতর ব্লু মেরিন রিসোর্ট থেকে একটু উত্তরে এগিয়ে গেলে প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট দেখতে পাবেন। এখানে বিভিন্ন মানের ১৬ টি রুম ও পর্যটকদের খাবার জন্য রেস্টুরেন্ট আছে। কয়েকটি রুম থেকে সমুদ্র উপভোগ করতে পারবেন। এখানে থাকার জন্য রুম ভাড়া ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা।
যোগাযোগ
মোবাইল: 01995-539248, 01883-626003
ইকো ডিভাইন বিচ রিসোর্ট (Eco Divine Beach Resort)
সেন্টমার্টিন দ্বীপের সৌন্দর্য উপভোগ করার জন্য নারিকেল বাগান রোডে উত্তর বিচে ইকো ডিভাইন বিচ রিসোর্ট তৈরি করা হয়েছে। এই রিসোর্টের রুম ভাড়া ৪,০০০ টাকা থেকে ৫,৫০০ টাকা।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/p/Eco-Divine-Beach-Resort-Saint-Martin-100050663805467
- ইমেইল: ecodivinebeachresort@gmail.com
- মোবাইল: 01817-838383
গোধুলী ইকো রিসোর্ট (Godhuli Eco Resort)
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বীচের নজরুল পাড়ায় গোধূলী ইকো রিসোর্ট অবস্থিত। প্রত্যেক রুমে ২ থেকে ৪ জন থাকতে পারবেন। এই রিসোর্টের রুম ভাড়া ১,২০০ টাকা থেকে ৩,২০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/profile.php?id=100065251431853&_rdc=1&_rdr
- ইমেইল: godhuliecoresort@gmail.com
- মোবাইল: 01778-816722
দ্যা আটলান্টিক রিসোর্ট (The Atlantic Resort)
সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বীচে দ্যা আটলান্টিক রিসোর্ট অবস্থিত। এখানে এসি/নন-এসি ৪৩ টি রুম আছে। পর্যটকদের খাবার জন্য রেস্টুরেন্ট ব্যবস্থা আছে। থাকার জন্য রুম ভাড়া ৩,৫০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/theatlanticresortsaintmartin
- ইমেইল: theatlanticresort@gmail.com
- মোবাইল: 01750-119898, 01700-969212, 01834-267922
ড্রিম নাইট রিসোর্ট (Dream Night Resort)
সেন্টমার্টিন পশ্চিম বীচের শেষ প্রান্তে ড্রিম নাইট রিসোর্ট অবস্থিত। এখানে প্রত্যেকটি রুমে ২ থেকে ৪ জন থাকতে পারবেন। থাকার জন্য খরচ হবে ১,৫০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/DreamNightResorts
- মোবাইল: 01671-606964
সীমানা পেরিয়ে রিসোর্ট (Shimana Periye Resort)
সেন্টমার্টিনের পশ্চিম বীচে অবস্থিত সীমানা পেরিয়ে রিসোর্ট। এখানে ৬ ক্যাটাগরিতে রুম ভাড়া পাওয়া যায়। বিভিন্ন মানের রুম ভাড়া ৪,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ওয়েবসাইট: https://shimanaperiyeresort.com
- ফেসবুক পেজ: https://web.facebook.com/shemanapereyeresort
- ইমেইল: shimanaperiyeresort@gmail.com
- মোবাইল: 01911-121292
সী প্রবাল রিসোর্ট (Sea Probal Resort)
সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম বিচে সী প্রবাল রিসোর্ট অবস্থিত। এখানে রুম ভাড়া ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/seaprobalbeachresort
- ইমেইল: Seaprobalbr@gmail.com
- মোবাইল: 01818-224433
পান্না রিসোর্ট (Panna Resort)
কম খরচে সেন্টমার্টিন দ্বীপে থাকার জন্য পশ্চিম বীচে পান্না রিসোর্ট গড়ে তুলেছে। এখানে রুম ভাড়া ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/pannaresortbd
- ইমেইল: pannamollah@gmail.com
- মোবাইল: 01765-152565
সি টি বি রিসোর্ট (CTB Resort)
কম খরচে সেন্টমার্টিন হোটেল ও রিসোর্ট গুলোতে মধ্যে সি টি বি রিসোর্ট অন্যতম। এটি সেন্টমার্টিন বীচের পশ্চিম পাড়ে অবস্থিত। এখানে রুম ভাড়া ১,৫০০ টাকা ৩,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/CTB.resorts
- যোগাযোগ: 01613-705331, 01787-022220
ব্লু লেগুন বিচ রিসোর্ট (Blue Lagoon Beach Resort)
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বীচে ব্লু লেগুন রিসোর্ট অবস্থিত। এখানে প্রত্যেকটি রুমে ২ থেকে ৪ জন থাকতে পারবেন। প্রতিদিন রুম ভাড়া ১,৫০০ টাকা থেকে ৩,৫০০ টাকা।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/BlueLagoonResortBD
- ইমেইল: mdyeasinkhan566@gmail.com
- মোবাইল: 01755-028993
সমুদ্র কুটির রিসোর্ট (Somudra Kutir Resort)
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ বীচে কোণাপাড়ায় সমুদ্র কুটির রিসোর্ট অবস্থিত। এখানে থাকার জন্য রুম ভাড়া ২,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/profile.php?id=100064992194248&_rdc=1&_rdr
- ইমেইল: shohagdippto@gmail.com
- মোবাইল: 01716-296934
সারয়ী ইকো রিসোর্ট (Shayari Eco Resort)
সেন্টমার্টিন দক্ষিণ বীচে নজরুল পাড়ায় সারয়ী ইকো রিসোর্ট অবস্থিত। এখানে বিভিন্ন মানের ১৮ টি রুম আছে। যেখানে থাকতে খরচ হবে ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ওয়েবসাইট: https://shayariresort.com
- ইমেইল: shayariresort@gmail.com
- ফেসবুক পেজ: https://web.facebook.com/shayariresort
- মোবাইল: 01889-983927
মিউজিক ইকো রিসোর্ট (Music Eco Resort)
সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম কর্ণারে শেষ প্রান্তে নিরিবিলি পরিবেশে অবস্থিত মিউজিক ইকো রিসোর্ট। এখান থেকে ভাটার সময় হেটে ছেঁড়া দ্বীপ যাওয়া যায়। এখানে থাকার জন্য রুম ভাড়া ৩,০০০ টাকা থেকে ১৬,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ইমেইল: booking@musicecoresort.com
- ফেসবুক পেজ: https://web.facebook.com/musicecoresort
- মোবাইল: 01304-122788
প্রিন্স হেভেন রিসোর্ট (Prince Heaven Resort)
সেন্টমার্টিন দ্বীপের উত্তর বিচে প্রাসাদ প্যারাডাইস রিসোর্টের পাশের প্রিন্স হেভেন রিসোর্ট অবস্থিত। এখানে বিভিন্ন মানের ২৪ টি রুম আছে। এছাড়া পর্যটকদের খাবার জন্য রেস্টুরেন্ট আছে। থাকার জন্য রুম ভাড়া ১,৫০০ টাকা থেকে ৩,৫০০ টাকা।
যোগাযোগ
- মোবাইল: 01883-626002, 01995-539246
কোরাল হেজ বিচ রিসোর্ট (Coral Haze Beach Resort)
সেন্টমার্টিন দ্বীপের উত্তর বিচে কোরাল হেজ বিচ রিসোর্ট অবস্থিত। এখানে রুম ভাড়া ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ওয়েবসাইট: https://coralhazestmartin.com
- ইমেইল: coralhazestmartin@gmail.com
- ফেসবুক পেজ: https://web.facebook.com/coralhazebeachresort
- মোবাইল: 01675-606060
ব্লু মেরিন রিসোর্ট (Blue Marine Resort)
সেন্টমার্টিন ফেরি ঘাটের পাশেই অবস্থিত ব্লু মেরিন রিসোর্ট অবস্থিত। থাকার জন্য এখানে বিভিন্ন মানের এসি/নন-এসি রুম আছে। ডাবল বেডরুম এসিযুক্ত ১৫,০০০ টাকা, নন-এসি ৫,০০০ টাকা, নন-এসি ট্রিপল রুম ৩,০০০ টাকা, ছয় জনের রুম ৪,০০০ টাকা এবং ১০ জনের রুম ৫,০০০ টাকা।
যোগাযোগ
- ওয়েবসাইট: http://www.bluemarineholidays.com
- ইমেইল: bmrst.martine@gmail.com
- ফেসবুক পেজ: https://web.facebook.com/bluemarineresortsbd
- মোবাইল: 01713-399001
জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট (Josnaloy Beach Resort)
মেন্টমার্টিন দ্বীপে নারিকেল গাছ ঘেরা সৈকতের মাঝে জ্যোৎস্নালয় বিচ রিসোর্ট অবস্থিত। এখানে থাকার জন্য রুম ভাড়া ২,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- ফেসবুক পেজ: https://web.facebook.com/josnaloy
- ইমেইল: Josnaloybeachresort@gmail.com
- মোবাইল: 01316-568970
সেন্ট মার্টিন রিসোর্ট (Saint Martins Resort)
সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বীচে অবস্থিত সেন্ট মার্টিন রিসোর্ট। এখানে থাকতে হলে রুম ভাড়া ১,৫০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- মোবাইল: 01716-789634
সী ভিউ রিসোর্ট (See View Resort)
সী ভিউ রিসোর্ট সেন্টমার্টিনের অন্যতম জনপ্রিয় একটি রিসোর্ট। এখানে ১৬ টি রুম এবং বাহিরে থাকার জন্য ৪ টি তাবু আছে। রিসোর্টের অধিকাংশ রুম থেকে সমুদ্র দেখা যায়। রুমের ভাড়া ১,২০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- মোবাইল: 01840-477956
সী ইন রিসোর্ট (See In Resort)
সেন্টমার্টিন বাজারের পাশে সী ইন রিসোর্ট অবস্থিত। এখানে রুম থেকে সমুদ্র দেখার উপায় নেই। রুম ভাড়া ২,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- মোবাইল: 01722-109670, 01735-581251
ডায়মন্ড সি রিসোর্ট (Dimond See Resord)
সেন্টমার্টিন বিচের পশ্চিম পাশে ডায়মন্ড সি রিসোর্ট অবস্থিত। এখানে থাকার জন্য ভাড়া লাগবে ১,২০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ
- মোবাইল: 01753-817449
সেন্টমার্টিন দ্বীপের আরো ভালো কিছু হোটেল ও রিসোর্ট
হোটেল স্যান্ড শোর: সেন্টমার্টিন বাজার এলাকায় হোটেল স্যান্ড শোর অবস্থিত। থাকতে ভাড়া লাগবে ১,২০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত।
সমুদ্র কানন রিসোর্ট: সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বীচের নেভী রোড়ের পাশে সমুদ্র কানন রিসোর্ট অবস্থিত। থাকার জন্য রুম ভাড়া ১,২০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। রুম বুকিং করতে যোগাযোগ করুন 01713-486866 নাম্বারে।
হোটেল সী ফাইন্ড: সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম বিচে অবস্থিত। থাকার জন্য রুম ভাড়া ২,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। রুম বুকিং করতে যোগাযোগ করুন 01626-182725 নাম্বারে।
ফরহাদ রিসোর্ট: সেন্টমার্টিনের পশ্চিম বিচে অবস্থিত। থাকার জন্য রুম ভাড়া ১,২০০ টাকা থেকে ২,৫০০ টাকা। রুম বুকিং করতে যোগাযোগ করুন 01912-760010 নাম্বারে।
কম খরচে সেন্টমার্টিন হোটেল ও রিসোর্টে থাকার জন্য বিচ থেকে যত দূরে হোটেল ভাড়া নিবেন তত কম খরচে রুম পাবেন। তাছাড়া ডাবল/ট্রিপল বেডের রুম নিয়ে কয়েক জন বন্ধু মিলে একসাথে থাকলে খরচ অনেক কম হবে।
সেন্টমার্টিন হোটেল বুকিং করার নিয়ম
সিজনের (নভেম্বর মাস থেকে মার্চ মাস) সময় সেন্টমার্টিন ভ্রমণে গেলে অগ্রিম রুম বুকিং করে যাওয়া ভালো। রুম বুকিং করার জন্য হোটেল ও রিসোর্টের ওয়েবসাইট, ফেসবুক পেজ বা মোবাইল নাম্বার কল করে রুম বুকিং করতে পারবেন।
অফ সিজনে সেন্টমার্টিন ভ্রমণে গেলে সহজে রুম পেয়ে যাবেন। খরচ বাঁচাতে বিচ থেকে দূরে হোটেল ভাড়া নিবেন। তাছাড়া ডাবল বেডরুম নিয়ে বন্ধুদের সাথে থাকতে পারেন।