alternatetext
সোনাইছড়ি ট্রেইল

সোনাইছড়ি ট্রেইল ভ্রমণ গাইড ও পরামর্শ

চট্টগ্রাম জেলার মীরসরাই পাহাড় রেঞ্জের হাদি ফকিরহাট বাজার এলাকায় অবস্থিত সোনাইছড়ি ট্রেইল (Sonaichhari teail). যারা এক দিনের ডে-ট্যুরে যেতে যান তাদের জন্য আদর্শ জায়গা। মীরসরাই সীতাকুণ্ডে যতগুলো ট্রেইল রয়েছে তার মধ্যে সবচেয়ে দূর্গম, সুন্দর ও এডভেঞ্চারাস।

সোনাইছড়ি ট্রেইলের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। ট্রেইলে তিন্দুর মতো বড় বড় পাথরের বোল্ডার রয়েছে। বর্ষা মৌসুমে এই পাথরের বোল্ডার গুলো বেশ পিচ্ছিল হয়ে যায়। এই ট্রেইলে বাদুইজ্জাখুম বা বাঁদুরে কুম রয়েছে। যেখানে হাজার হাজার বাঁদুরের ডানা ঝাপ্টা, চিৎকার ও দুগন্ধ পাবেন। ঠিক যেন এক ভুতুড়ে পরিবেশ কিন্তু  আপনার ভয় পেলে চলবে না।

গভীর কুমের দুপাশে পাথুরে খাড়া দেয়াল যার উচ্চতা প্রায় ১০০ থেকে ১৫০ ফুট। খাড়া দেয়ার ও উপরের গাছ-পালার জন্য সূর্যের আলো নিচ পর্যন্ত সব জায়গায় আসে না। কিছু কিছু স্থানে অন্ধকার, ফ্লাশ ফ্লাডের আশংকা থাকে।

বুনো পথ, পাথরের বড় বড় বোল্ডার, খাড়া পাহাড়, পিচ্ছিল ঝিরি পথ, বাদুর ভর্তি বাদুইজ্জাখুম এই দীর্ঘ পথ পার করে ট্রেইলের শেষ মাথায় সোনাইছড়ি ঝর্ণা দেখতে পাবেন। সোনাইছড়ি ঝর্ণা দেখে ট্রেকিংয়ের সকল ক্লান্তি নিমিষেই দুর হয়ে যাবে।

BM Khalid Hasan Sujon

সোনাইছড়ি ট্রেইল কিভাবে যাবেন

ঢাকা থেকে সোনাইছড়ি ঝর্ণায় আসতে হলে প্রথমে আপনাকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার হাদি ফকিরহাট বাজার আসতে হবে। এরপর হাদি ফকিরহাট বাজার জামে মসজিদের সামনে থেকে অটোরিকশা বা সিএনজি করে বড় পাথর নামক স্থানে যেতে হবে।

বড় পাথর নামক স্থান থেকে আপনার ট্রেকিং শুরু হবে। সম্পূর্ণভাবে সোনাইছড়ি ট্রেইল শেষ করতে আপনার ৪-৫ ঘন্টা সময় লাগবে। যেতে সময় লাগবে ৪ ঘন্টা এবং ফিরে আসতে সময় লাগবে মাত্র ১ ঘন্টা। সোনাইছড়ি ঝর্ণা থেকে পাহাড়ের উপর দিয়ে ফেরার শর্টকাট রাস্তা রয়েছে।

বাসে ঢাকা থেকে চট্টগ্রাম মীরসরাই: ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, আরামবাগ বাস টার্মিনাল থেকে চট্টগ্রামগামী সৌদিয়া, হানিফ, শ্যামলী, এস আলম, গ্রীন লাইন, সোহাগ, ইউনিক, সেন্টমার্টিন পরিবহন সহ যেকোনো বাসে উঠে মীরসরাই হাদি ফকিরহাট বাজার নেমে যাবেন। বাসের সুপারভাইজারকে আগেই বলে রাখবেন আপনাকে যেন মীরসরাই হাদি ফকিরহাট বাজার নামিয়ে দেয়। এসি, নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৫০০ টাকা থেকে ১,১০০ টাকা পর্যন্ত।

BM Khalid Hasan Sujon

ট্রেনে ঢাকা থেকে মীরসরাই: ঢাকা থেকে সরাসরি মীরসরাই হাদি ফকিরহাট কোনো ট্রেন নেই। এজন্য ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সোনারবাংলা ও সূবর্ণ এক্সপ্রেস বাদে যেকোনো চট্টগ্রামগামী ট্রেন ফেনী রেলস্টেশন থামে। ট্রেনের সিট ভেদে জনপ্রতি ভাড়া ২৫০ থেকে ৬০০ টাকা। ফেনীতে মেনে সিএনজি বা অটোরিকশা করে মহিপাল যাবেন। সেখান থেকে চট্টগ্রামগামী বাসে চড়ে হাদি ফকিরহাট বাজার নেমে যাবেন। জনপ্রতি বাস ভাড়া ১০০ টাকা।

যারা ট্রেনে অন্যান্য অঞ্চল থেকে আসবেন তারা একই ভাবে ফেনী রেলস্টেশন মেনে যাবেন। সেখানে থেকে একই ভাবে মহিপাল হয়ে হাদি ফকিরহাট বাজার চলে আসবেন।

চট্টগ্রাম থেকে সোনাইছড়ি: চট্টগ্রাম থেকে সোনাইছড়ি ঝর্ণা দেখতে আসার জন্য চট্টগ্রামের অলংকার, মাদারবাগি, কদমতলী ও একে খান মোড় থেকে ফেনী বারৌয়ার হাটগামী বাসে চড়ে হাদি ফকিরহাট নেমে যাবেন। বাসে আসতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা, দূরত্ব ৫০ কিলোমিটার।

কোথায় খাবেন

খাবার জন্য হাদি ফকিরহাট বাজারে মোটামুটি মানের হোটেল রয়েছে, সেখান থেকে খেতে পারবেন। আরেকটু ভালো খাবার জন্য মীরসরাই বাজারে গিয়ে সাদা ভাত, মাংস, মাছ, ভর্তা সবজি, ডাল ইত্যাদি খেতে পারবেন। ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে ভালো খেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

এছাড়া সোনাইছড়ি ঝর্ণা যাওয়ার গাইডের সাথে কথা বলে স্থানীয় কোনো মানুষের বাড়িতে বাজার করে দেওয়ার মাধ্যমে সেখানে খেতে পারবেন।

কোথায় থাকবেন

থাকার জন্য সীতাকুণ্ড বাজার কয়েকটি মোটামুটি মানের থাকার হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল সৌদিয়া, রুম ভাড়া ৮০০ থেকে ১৭০০ টাকা। হোটেল সাইমুন, রুম ভাড়া ৩০০ থেকে ৭০০ টাকা।

এছাড়া যারা ভালো মানের হোটেলে রাত্রিযাপন করতে চাচ্ছেন তারা চট্টগ্রাম শহরে চলে যান। সেখানে ১,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত থাকার হোটেল রয়েছে।

সোনাইছড়ি ট্রেকিং করতে যা যা সাথে নিবেন

  • ভালো গ্রীপের জুতা
  • অতিরিক্ত এক সেট ড্রেস
  • থ্রী কোয়ার্টার প্যান্ট
  • গামছা, ক্যাপ
  • ক্যাপ
  • পানির বোতল
  • শুকনো খাবার
  • প্রয়োজনীয় ঔষধ

সোনাইছড়ি ট্রেইল ভ্রমণ পরামর্শ

  • সোনাইছড়ি ভ্রমণে নতুন হলে হাদি ফকিরহাট বাজার থেকে স্থানীয় কাউকে কম টাকায় গাইড হিসাবে নিবেন। 
  • ট্রেইলে গ্রুপ বা দলগত ভাবে ঘুরতে যাওয়ার ভালো, একে খরচও কম হয়।
  • ট্রেকিং করতে গেলে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাকপ্যাকে রাখবেন।
  • বর্ষা মৌসুমে সাবধানে ট্রেকিং করবেন।
  • স্থানীয় মানুষের সাথে ভালো ব্যবহার করুন।
  • পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না।

আরো পড়ুন

Similar Posts