সোনারগাঁও এর দর্শনীয় স্থান সমূহ
প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও এর দর্শনীয় স্থান সমূহ আজকের ভ্রমণ টিপস উল্লেখ করবো। যাতে আপনারা শহরের কর্মব্যস্ত কোলাহলপূর্ণ জীবন থেকে একটি ছুটি নিয়ে বেড়িয়ে আসতে পারেন ঐতিহাসিক প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও থেকে।
আপনি যদি ইতিহাস ও ঐতিহ্যের কাছাকাছি থাকতে পছন্দ করেন তাহলে নিঃসন্দেহে ঘুরে দেখে আসতে পারেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দর্শনীয় স্থান সমূহ থেকে। ঢাকার কাছাকাছি হওয়ায় ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন ইতিহাসের এই প্রচীন নিদর্শন থেকে।
সোনারগাঁও বাংলাদেশের শিল্পকলা, সংস্কৃতি ও সাহিত্যে এক গৌরবময় জনপদ। প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও নামের উদ্ভব হয়েছে সুবর্ণগ্রাম থেকে।
আবার অনেকের মতে ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নামে সোনারগাঁও নামকরণ করা হয়েছে। বর্তমানে সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।
সোনারগাঁও এর দর্শনীয় স্থান সমূহ
সোনারগাঁও দর্শনীয় স্থান সমূহের মধ্যে বাংলার তাজমহল, সোনারগাঁও জাদুঘর, পানাম নগর, জিন্দা পার্ক মুড়াপাড়া জমিদার বাড়ি, গিয়াস উদ্দিন শাহ্ এর মাজার, পাঁচ পীরের মাজার, লালপুরি শাহ্ এর দরবার শরিফ, শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর আশ্রম ও বাংলার বড় বাবু জ্যোতি বসুর স্মৃতি বিজরিত পৈত্রিক নিবাস।