সোনারগাঁও এর পূর্ব নাম কি
সোনারগাঁও এর পূর্ব নাম ছিলো সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলে সোনারগাঁও নামের উদ্ভব। সোনারগাঁও বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র ছিলো।
বর্তমানে সোনারগাঁও বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। এই উপজেলার উত্তরে রূপগঞ্জ উপজেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ উপজেলা, পূর্বে কুমিল্লার হোমনা উপজেলা ও পশ্চিমে নারায়ণগঞ্জ সদর উপজেলা অবস্থিত।
সোনারগাঁও নামকরণ ইতিহাস রহস্যময়। স্যার যদুনাথ সরকার ও ডাঃ আর. সি. মজুমদার যে সুবর্ণ ভূমির কথা বলছেন সেটা এই সোনারগাঁওকে বুঝাই। কথিত আছে, দেবা সুরের যুদ্ধকালে রক্তপাত হেতু মাটি লোহিত বর্ণ হয়। সেই স্বর্ণ ভূমি থেকে সুবর্ণগ্রাম এবং সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামকরণ করা হতে পারে।
কারো মতে উপমহাদেশের একমাত্র ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিটি শিক্ষানবিশ সে সময় স্বর্ণের টুকরো হিসাবে তাদের ধরা হত। তাদের স্মরণে এই সুবর্ণগ্রাম বা সোনারগাঁও নামকরণ করা হয়।
আবার অনেকের মতে বুড়িগঙ্গা বা পাশ্ববর্তী নদী থেকে জোয়ারের সময় সোনার গুঁড়ো ভেসে আসতো। তার থেকে নামকরণ হতে পারে। কিংবদন্তি আছে, এখানে এক সময় স্বর্ণের বৃষ্টি হয়েছিলো এরপর থেকে এই জায়গায় নামকরণ হতে পারে সুবর্ণগ্রাম বা সোনারগাঁ।
কথিত আছে, ঈসা খাঁর স্ত্রীর সোনাবিবির নাম অনুসারে সোনারগাঁ এর নামকরণ করা হয়েছে। তবে, সোনারগাঁও নামকরণের পিছনে উপরের উল্লিখিত তথ্যাবলির কোনটা সত্য সেটা এখনো নিশ্চিতভাবে বলা যায় না।
সোনারগাঁও এর পূর্ব নাম কি?
- (ক) সুবর্ণগ্রাম
- (খ) সুধারাম
- (গ) গৌড়
- (ঘ) চন্দ্রদ্বীপ
সঠিক উত্তর: (ক) সোনারগাঁও এর পূর্ব নাম সুবর্ণগ্রাম
আবার সোনারগাঁও থানার পূর্বনাম ছিল বৈদ্যের বাজার। বৈদ্যের বাজার মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। ১৯৮৩ সালের ১৩ ই মার্চ বৈদ্যের বাজার থানার নাম পরিবর্তন করে সোনারগাঁও থানা করা হয়। বর্তমানে যা সোনারগাঁও উপজেলা।
আরো পড়ুন