সোনারগাঁও কোথায় অবস্থিত
আজকের আর্টিকেলে আমরা জানবো বাংলার প্রথম রাজধানী সোনারগাঁও কোথায় অবস্থিত। সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র।
সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। অর্থাৎ সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। রাজধানী ঢাকা থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে সোনারগাঁও অবস্থান।
সোনারগাঁও উত্তরে ব্রক্ষপুত্র নদ, দক্ষিণে ধলেশ্বরী, পূর্বে মেঘনা নদ ও পশ্চিমে শীতলক্ষ্যা নদী অবস্থিত। এটি একটি নদী বন্দরও ছিল। তাঁতি ও কারিগরদের সাথে বাংলার মসলিন বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও।
সোনারগাঁও কোথায় অবস্থিত
সোনারগাঁও বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার প্রশাসনিক কেন্দ্র ছিল।
ঈসা খাঁর রাজধানী ছিলো সোনারগাঁও। ঈসা খাঁর স্ত্রী সোনাবিবির নাম অনুসারে সোনারগাঁও এর নামকরণ করা হয়। এখানে সোনাবিবির মাজার সহ ৫ পীরের মাজার রয়েছে।
আরো পড়ুন
- সোনারগাঁও জাদুঘর
- সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত
- সোনারগাঁও এর পূর্ব নাম কি
- সোনারগাঁও এর দর্শনীয় স্থান