সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া

সোনার বাংলা এক্সপ্রেস (Sonar Bangla Express) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন। ট্রেনটি ২০১৬ সালের ২৫ শে জুন শুভ উদ্বোধন করা হয়। এটি ঢাকা জেলার কমলাপুর রেলস্টেশন থেকে চট্টগ্রাম জেলার চট্টগ্রাম রেলস্টেশন পর্যন্ত চলাচল করে।

ঢাকা-চট্রগ্রাম-ঢাকা রুটে সোনার বাংলা এক্সপ্রেস একটি বিলাসবহুল বিরতিহীন আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি শুধুমাত্র ঢাকার বিমানবন্দর রেলস্টেশন যাত্রাবিরতি করে। বর্তমানে এই রুটে সোনার বাংলা এক্সপ্রেস সহ সুবর্ণ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস মোট পাঁচটি বিরতিহীন/ননস্টপ আন্তঃনগর ট্রেন চলাচল করে।

এই ট্রেনের যাত্রীদের জন্য ২ টি এসি স্লিপিং চেয়ার, ৩ টি এসি চেয়ার, ৩ টি ডেকোরেটিভ চেয়ার, ৩ টি ফুড গাড়ি ও ৩ টি পাওয়ার গাড়ি রয়েছে। এছাড়া যাত্রী সেবার জন্য ১ টি ক্যান্টিন, ১ টি প্রার্থনা স্থান, ভালো টয়লেট, ওয়াশরুম ও ভালো সুরক্ষা ব্যবস্থা রয়েছে।

আপনি যদি ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা রুটে যাতায়াত করাতে চান তাহলে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, ভাড়ার তালিকা, সাপ্তাহিক বন্ধের দিন, যাত্রাবিরতি স্টেশন, ট্রেন কোড এবং ট্রেন ট্র্যাকিং সহ বিস্তারিত তথ্য জানুন।

BM Khalid Hasan Sujon

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন প্রতি বুধবার বাদে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ০৭:০০ ছেড়ে ১১:৫৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন পৌঁছায়। একই ট্রেন চট্টগ্রাম রেলস্টেশন থেকে ১৬:৪৫ মিনিটে ছেড়ে ২১:৪০ মিনিটে ঢাকা পৌঁছায়।

যাত্রাপথে ট্রেনটি ঢাকার বিমানবন্দর রেলস্টেশন যাত্রাবিরতি করে। ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা যাতায়াতে সময় লাগে ৫ ঘন্টা ৪০ মিনিট।

নিচে সোনার বাংলা এক্সপ্রেস সময়সূচী উল্লেখ করা হয়েছে।

BM Khalid Hasan Sujon
ট্রেন নংরেলস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়সাপ্তাহিক বন্ধ
৭৮৮ঢাকা টু চট্টগ্রাম০৭:০০১১:৫৫বুধবার
৭৮৭চট্টগ্রাম টু ঢাকা১৬:৪৫২১:৪০মঙ্গলবার

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে বিভিন্ন ক্যাটাগরির আসন বিন্যাস রয়েছে। এর মধ্যে শোভন চেয়ার টিকেট মূল্য ৪৫০ টাকা, স্নিগ্ধা টিকেট মূল্য ৮৫৫ টাকা, প্রথম সিট টিকেট মূল্য ৬৮৫ টাকা এবং এসি সিট টিকেট মূল্য ১,০২৫ টাকা। নিচে সোনার বাংলা এক্সপ্রেস ভাড়ার তালিকা উল্লেখ করা হয়েছে।

আসন বিভাগটিকেট মূল্য (১৫% ভ্যাট)
শোভন চেয়ার৪৫০ টাকা
প্রথম সিট৬৮৫ টাকা
স্নিগ্ধা৮৫৫ টাকা
এসি সিট১,০২৫ টাকা

বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সোনার বাংলা এক্সপ্রেস টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেট মূল্যের সাথে ২০ টাকা চার্জ প্রযোজ্য। এছাড়া সরাসরি রেলস্টেশন গিয়ে টিকেট কাটতে পারবেন।

সোনার বাংলা এক্সপ্রেস যাত্রাবিরতি রেলস্টেশন

সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা টু চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা চলাচলের সময় শুধুমাত্র ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি করে।

যাত্রাবিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৮৮)চট্টগ্রাম থেকে (৭৮৭)
বিমানবন্দর রেলস্টেশন০৭:২২২১:৪০

সোনার বাংলা এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধের দিন

সোনার বাংলা এক্সপ্রেস (ট্রেন নং ৭৮৮) ঢাকা টু চট্টগ্রাম সাপ্তাহিক বন্ধের দিন বুধবার এবং সোনার বাংলা এক্সপ্রেস (ট্রেন নং ৭৮৭) চট্টগ্রাম টু ঢাকা সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।

BM Khalid Hasan Sujon

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন কোড

সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা টু চট্টগ্রাম ট্রেন কোড ৭৮৮ এবং সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম টু ঢাকা ট্রেন কোড ৭৮৭।

আরো পড়ুন