হাওর এক্সপ্রেস (Haor Express) বাংলাদেশ রেলওয়ের একটি আন্তঃনগর ট্রেন। যা বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা টু মোহনগঞ্জ এবং মোহনগঞ্জ টু ঢাকা রেলস্টেশন পর্যন্ত চলাচল করে। ২০১৩ সালের ৩০ শে জুলাই ঢাকা টু মোহনগঞ্জ রুটে হাওর এক্সপ্রেস শুভ উদ্বোধন করা হয়।
আপনারা যারা ঢাকা টু মোহনগঞ্জ রুটে যাতায়াত করতে চাচ্ছেন তাদের হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ট্রেনের ভাড়া, সাপ্তাহিক বন্ধেন দিন সহ বিস্তারিত তথ্য জানা উচিত।
হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
হাওর এক্সপ্রেস (ট্রেন নং ৭৭৭/৭৭৮) ঢাকা থেকে মোহনগঞ্জ এবং মোহনগঞ্জ থেকে ঢাকা যাতায়াত করে। নিচে হাওর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী উল্লেখ করা হয়েছে।
ট্রেন নং | স্টেশন নাম | যাত্রার সময় | পৌঁছানোর সময় | সাপ্তাহিক বন্ধ |
৭৭৭ | ঢাকা টু মোহনগঞ্জ | রাত ১০:১৫ মিনিট | রাত ০৪:০০ | বুধবার |
৭৭৮ | মোহনগঞ্জ টু ঢাকা | সকাল ০৮:০০ | দুপুর ০১:৪০ মিনিট | বৃহস্পতিবার |
হাওর এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত বা টিকেট মূল্য
হাওর এক্সপ্রেস ট্রেনের আসন ভেদে বিভিন্ন শ্রোণীর সিট রয়েছে। একেক শ্রোণীর ভাড়া একেক রকম। নিচে বিভিন্ন শ্রোণীর সিটের ভাড়া উল্লেখ করা হয়েছে।
আসন বিভাগ | টিকেট মূল্য (১৫% ভ্যাট) |
এসি বার্থ | ৮৫১ টাকা |
ফাস্ট বার্থ | ৫৭০ টাকা |
স্নিগ্ধা | ২৫০ টাকা |
শোভন চেয়ার | ২৫০ টাকা |
শোভন | ২০৫ টাকা |
বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট বুকিং করতে পারবেন। এছাড়া সরাসরি রেলস্টেশনে গিয়ে টিকেট কাটতে পারবেন।
উল্লেখ্য: টিকেট মূল্য যেকোনো সময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পরিবর্তন করতে পারে।
হাওর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ
হাওর এক্সপ্রেস (ট্রেন নং ৭৭৭) ঢাকা টু মোহনগঞ্জ সাপ্তাহিক বন্ধ বুধবার এবং হাওর এক্সপ্রেস (ট্রেন নং ৭৭৮) মোহনগঞ্জ টু ঢাকা সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। সাপ্তাহিক বুধবার ও বৃহস্পতিবার বাদে বাকি দিন গুলো নিয়মিত চলাচল করে।
হাওর এক্সপ্রেস ট্রেন কোড
হাওর এক্সপ্রেস ঢাকা টু মোহনগঞ্জ ট্রেন কোড ৭৭৭ এবং মোহনগঞ্জ টু ঢাকা ট্রেন কোড ৭৭৮।
হাওর এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে
মোবাইল ফোন দিয়ে হাওর এক্সপ্রেস ট্রেন সহ সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।
উদাহরণ: TR 777 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।
হাওর এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে
হাওর এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুর থেকে মোহনগঞ্জ এবং মোহনগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচল করার সময় মোট ৮ টি রেলস্টেশনে যাত্রাবিরতি করে। নিচে এই রেলস্টেশন গুলোর নাম এবং সময়সূচী উল্লেখ করা হয়েছে।
রেলস্টেশন নাম | ঢাকা থেকে (৭৭৭) | মোহনগঞ্জ থেকে (৭৭৮) |
বিমানবন্দর রেলস্টেশন | ২২:৩৮ | ১৩:০০ |
জয়দেবপুর রেলস্টেশন | ২৩:১৫ | ০০:৩৮ |
গফরগাঁও রেলস্টেশন | ১২:০৫ | ১১:১৫ |
ময়মনসিংহ রেলস্টেশন | ১২:৫০ | ১০:০৫ |
গৌরীপুর রেলস্টেশন | ০১:৩৫ | ০৯:৩০ |
শ্যামগঞ্জ রেলস্টেশন | ০১:৫২ | ০৯:১৫ |
নেত্রকোনা রেলস্টেশন | ০২:১৭ | ০৮:৪৫ |
বারহাট্টা রেলস্টেশন | ০২:৫০ | ০৮:১৪ |
আরো পড়ুন
- জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন
- রুপসা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী