alternatetext
হোটেল জেলিকো খুলনা

হোটেল জেলিকো খুলনা রুম ভাড়া সহ বিস্তারিত তথ্য

আপনারা যারা খুলনা শহরে রাত্রিযাপন করার জন্য আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য সেরা হোটেল জেলিকো খুলনা (Hotel Jalico Khulna).

খুলনায় যারা কম খরচে ও নিরাপদে রাত্রিযাপন করার কথা চিন্তা করছেন তাদের জন্য হোটেল জেলিকো একটি আদর্শ স্থান। এখানে রাত্রিযাপন করার পাশাপাশি অফিসিয়াল মিটিং করার জন্য কনফারেন্স রুম রয়েছে।

এছাড়া হোটেলে গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা ও বিনামূল্যে সকালের নাস্তা পাবেন। এখানকার সকল ওয়েটারদের ব্যবহার অত্যান্ত বন্ধত্বপূর্ণ। হোটেলে সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষণ পর্যবেক্ষন করা হয়।

হোটেল জেলিকো খুলনা রুম ভাড়া

হোটেল জেলিকোতে কয়েকটি ক্যাটাগরির এসি, নন-এসি রুম রয়েছে। এই সব রুমের সুযোগ সুবিধা একেক রকম। নিচে রুম ভাড়া উল্লেখ করা হল।

রুমের ধরনভাড়া / খরচ
সিঙ্গেল নন-এসি রুম১,০০০ টাকা
সিঙ্গেল এসি ইকোনমি রুম১,১০০ টাকা
সিঙ্গেল এসি এলিট রুম১,৫০০ টাকা
ডাবল এসি রুম১,৬০০ টাকা

রুমের সুবিধা সমূহ

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, রুম সার্ভিস, বিনামূল্যে সকালের নাস্তা, সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।

এছাড়া হোটেলে গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা, খাবার জন্য রেস্টুরেন্টে ও অফিসিয়াল মিটিং করার জন্য কনফারেন্স রুম রয়েছে। 

হোটেলে চেক-ইন করার সময় দুপুর ১২ টা এবং চেক-আউট করার সময় দুপুর ১২ টা।

যোগাযোগের তথ্য

  • ঠিকানা: ৭৭, জেল টাওয়ার, লোয়ার যশোর রোড, খুলনা – ৯১০০
  • মোবাইল নাম্বার: 01715-743477, 041-811883
  • ইমেইল: info@hoteljalico.com

আরো পড়ুন

Similar Posts