৩৬০ আউলিয়ার মাজার কোথায় অবস্থিত
আপনাদের মধ্যে অনেকেই জানতে চাচ্ছেন ৩৬০ আউলিয়ার মাজার কোথায় অবস্থিত এবং ৩৬০ আউলিয়ার দেশ কোথায়। হযরত শাহজালাল ও তার সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেটে আগমনের ইতিহাস ভারতীয় উপমহাদেশের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাদের এই আগমনের জন্য সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়।
সিলেট বিজয়ের পর হযরত শাহজালাল (রঃ) ও তার সফরসঙ্গীরা সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় ইসলাম প্রচার করেন। তারা যদি বাংলায় এসে ইসলামের দাওয়াত না দিতেন তাহলে আমরা আজ সীরাতুল মোস্তকিমের অনুসারী হতে পারতাম না।
৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের সিলেট জেলাকে।
৩৬০ আউলিয়ার মাজার কোথায় অবস্থিত
৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের সিলেট অঞ্চলকে। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৩৬০ আউলিয়ার মাজার রয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল (রঃ) এর মাজার সিলেট শহরে অবস্থিত। সব ধর্মের মানুষের কাছে শাহজালালের মাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।