alternatetext
সিলেট ভ্রমণের উপযুক্ত সময়
|

সিলেট ভ্রমণের উপযুক্ত সময় কখন

প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আদিবাসীদের জীবনযাত্রার জন্য সিলেট পর্যটকদের কাছে একটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে। সিলেটের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার পর্যটক সিলেট ভ্রমণ করে। অনেকেই জানতে চাচ্ছেন সিলেট ভ্রমণের উপযুক্ত সময় কখন। কখন সিলেট ভ্রমণে গেলে সিলেটের আসল সৌন্দর্য উপভোগ করা যাবে।

পর্যটকদের এই প্রশ্নের উত্তর আজকের ভ্রমণ টিপস এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সিলেট বিভাগে অনেক গুলো ট্যুরিস্ট স্পট রয়েছে। একেক সিজনে একেক স্পটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

সিলেট ভ্রমণের উপযুক্ত সময় কখন

বছরের যেকোনো সময় সিলেট ভ্রমণ করতে পারবেন এবং বিভিন্ন ট্যুরিস্ট স্পটের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে সিলেট ভ্রমণের উপযুক্ত সময় বর্ষাকাল। বর্ষার শুরুতে সিলেট না গিয়ে মাঝামাঝি ও শেষ সময় যাওয়া ভালো।

সিলেটের অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে যেমন জাফলং, রাতারগুল, বিছনাকান্দি ও ঝর্ণা গুলোতে বর্ষাকালে পানি থাকে। তাই এই সময় এখানকার আসল সৌন্দর্য উপভোগ করা যায়।

BM Khalid Hasan Sujon

তাছাড়া শীতের মৌসুমে এসব ট্যুরিস্ট স্পট গুলোতে তেমন পানি থাকে না। তাছাড়া প্রকৃতি তখন মলিন থাকে। এছাড়া শীতের মৌসুমে সিলেটে প্রচুর শীত অনুভূতি হয়। তবে শীতে সিলেট ভ্রমণ করতে চাইলে লালখান সবচেয়ে সুন্দর ট্যুরিস্ট স্পট।

আরো পড়ুন

Similar Posts