সুবর্ণগ্রাম রিসোর্ট – কিভাবে যাবেন, টিকেট মূল্য ও খরচ
সুবর্ণগ্রাম রিসোর্ট (Subornogram Resort) বা সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতায় ১০০ একর জায়গায় উপর বিনোদনের জন্য গড়ে তোলা হয়েছে।
ঢাকার কলহল ও কর্ম ব্যাস্ততা ছেড়ে একটু প্রশান্তির খোঁজে এক দিনের ডে-ট্যুরে চলে আসতে পারেন সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট। এখানে রয়েছে আধুনিক বিনোদনের পাশাপাশি আকর্ষণীয় সব রিসোর্ট।
প্রকৃতিক সৌন্দর্যের এই রিসোর্টে বিনোদনের জন্য সকল আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। চারিদিকের নীল জলের লেকের সৌন্দর্য দেখে আপনার মনে হবে ইতালির ভেনিস শহরে কথা। লেকে স্পিডবোট চড়ে সম্পূর্ণ রিসোর্ট ঘুরে দেখতে পারবেন।
এখানে রয়েছে ছোট বড় সকলের জন্য আকর্ষণীয় ১৮ টি রাইড, ওয়াটার পার্ক, ৩ টি রেস্টুরেন্ট, লাক্সারি রিসোর্ট, পিকনিক স্পট, কফি শপ, জুস বার, গাড়ি পাকিং ছাড়াও লেকে স্পিড বোটে চড়ে সম্পূর্ণ রিসোর্স ঘুরে দেখতে পারবেন।
এছাড়াও চারিদিকে নানা ধরনের গাছপালা ও ফুলের বাগান, পাখিদের কলকাকলি, সুইমিং পুলে সাঁতার কাটা, ঘোড়ার গাড়িতে চড়া, সাফারি পার্কে নানা ধরনের পশু-পাখি দেখা সহ ট্রেন ও গল্ফ কারে চড়ে সম্পূর্ণ রিসোর্টটি ঘুরো দেখতে পারবেন।
সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্টে বিয়ে-শাদি সহ যেকোনো সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট সভা-সেমিনার ও পিকনিকের আয়োজন করার সু-ব্যবস্থা রয়েছে। ঢাকার কাছাকাছি অবস্থিত হওয়ায় এই রিসোর্টে প্রতিদিন ছোট-বড় অসংখ্য দর্শনার্থীর আগমন ঘটে। দর্শনার্থীদের রিসোর্টে রাত্রিযাপন করার জন্য লাক্সারি রুম রয়েছে।
সুবর্ণগ্রাম রিসোর্ট কিভাবে যাবেন
রাজধানী ঢাকার যেকোনো স্থান থেকে সহজে সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্ট যেতে প্রথমে কুড়িল বিশ্বরোড যেতে হবে। সেখান থেকে বিআরটিসি (BRTC) বাসে করে ৩০০ ফিট রাস্তা দিয়ে গাউসিয়া মার্কেট নামতে হবে। গাউসিয়া মার্কেট থেকে সিএনজি বা অটোরিকশা করে ২০ টাকা ভাড়া দিয়ে সরাসরি সুবর্ণগ্রাম পার্ক যেতে পারবেন।
এছাড়া ঢাকার যেকোনো স্থান থেকে বনশ্রী-ডেমরা স্টাফ কোয়ার্টার রোড পর্যন্ত বাসে এসে নেমে যাবেন। সেখান থেকে সিএনজি বা লেগুনা করে গাউসিয়া মার্কেট যাবেন। গাউসিয়া মার্কেট থেকে সিএনজি বা অটোরিকশা করে ২০ টাকা ভাড়া দিয়ে সুবর্ণগ্রাম রিসোর্ট যেতে পারবেন।
প্রবেশ টিকেট মূল্য ও খরচ
সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ৩০০ টাকা। ৩ বছরের নিচে বাচ্চাদের জন্য টিকেট মূল্য ফ্রি। এছাড়া এখানে বিভিন্ন রাইডের জন্য আলাদা আলাদা টিকেট কাটতে হবে।
- সাফারি রাইড ১০০ টাকা
- ট্রেন রাইড ৫০ টাকা
- ওয়াটার রাইড ১০০ টাকা
- হুইল রাইড ১০০ টাকা
- ম্যাজিক রাইড ১০০ টাকা
- সুইমিং পুল ৫০০ টাকা
- হর্স রাইড ১০০ টাকা
সুবর্ণগ্রাম রিসোর্টের রুম ভাড়া
সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্টে রাত্রিযাপন করার জন্য বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। বিভিন্ন ক্যাটাগরির রুম ভাড়া ৬,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। এখানকার লেকের মধ্যে লাক্সারি কটেজ গুলো যেকোনো দর্শনার্থীদের মন কেড়ে নিবে।
পিকনিক স্পট, সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট সভ-সেমিনার আয়োজন করার জন্য অগ্রিম বুকিং করতে হবে।
কোথায় খাবেন
রিসোর্টে রাত্রিযাপন করার পাশাপাশি দর্শনার্থীদের খাবার জন্য ৩ টি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্ট থেকে ৩০০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে পছন্দের খাবার খেতে পারবেন।
এছাড়া রিসোর্টে কফি খাবার জন্য কফি শপ এবং ফলের জুস খাবার জন্য জুস বার রয়েছে। ঝালমুড়ি, ফুসকা, চটপটি, আইসক্রিম খাবার জন্য ছোট ছোট অনেক দোকান রয়েছে।
যোগাযোগ তথ্য
- সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট, ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
- কন্টাক্ট নাম্বার: 01958-533125, 01958-533127, 01958-533119, 01958-533112
- ইমেইল: parksuvarnagrama@gmail.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
আরো পড়ুন