আরশিনগর ফিউচার পার্ক, মীরসরাই চট্টগ্রাম
আরশিনগর ফিউচার পার্ক বাংলাদেশ বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় প্রায় ১৪ একর পাহাড়ী ও ঢালু জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে। নাসির উদ্দিন দিদার তার মেয়ে আরশির নামানুসারে ২০০৮ সালে আরশিনগর পার্কের কাজ শুরু করেন।
আরশিনগর পার্কে ছোট বড় সব বয়সী মানুষের বিনোদনের ব্যবস্থা রয়েছে। শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, মোটরসাইকেল রাইডস, সাম্পান, ট্রেন, মেরি গোল্ড, জাম্পিং, কার্টুনসহ বিভিন্ন প্রকার রাইডস।
বড়দের জন্য রয়েছে ঘোড়া, স্পিডবোট, প্যাডেল বোট, জিরাফ, ফিশিং জোন, লাভ পয়েন্ট, গেমিং জোন সহ বিশ্রাম জোন। এছাড়া বিভিন্ন ফুলের বাগান, কৃত্রিম ঝর্ণা ও ভাস্কর্ষ তো রয়েছে।
দূর থেকে আসা পর্যটকদের রাত্রিযাপন করার জন্য রয়েছে আধুনিক ৫ টি কটেজ। পার্কের ভেতর সকল সামাজিক অনুষ্ঠান আয়োজন করার জন্য ৫ টি সেমিনার হল, ২৫ টি পিকনিক স্পটের রয়েছে। এছাড়া স্থায়ীভাবে গড়ে তোলা হয়েছে বাউল ও লাগল সংগীত মঞ্চ।
বিভিন্ন প্রজাতির বৃক্ষের ছায়া ঘেরা আরশিনগর পার্কে রয়েছে বাবুই, চড়ুই, দোয়াল, টুনটুনিসহ বিভিন্ন প্রজাতির পাখি। বিশেষ করে লাটোরা প্রজাতির পাখিদের কিচিরমিচির শব্দ শুনতে পাবেন।
আরশিনগর ফিউচার পার্ক কিভাবে যাবেন
দেশের যেকোনো স্থান থেকে বাস বা ট্রেনে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইনের মাঝামাঝি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে আরশিনগর ফিউচার পার্ক দেখিয়ে দিবে।
প্রবেশ টিকেট মূল্য
আরশিনগর পার্কে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা। শিশুদের টিকেট কাটতে হবে না। সপ্তাহের যেকোনো দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পার্কটি খোলা থাকে।
যোগাযোগ
- ঠিকানা: আরশিনগর পার্ক, সোনাপাহাড়, জোরারগঞ্জ, মীরসরাই, চট্টগ্রাম
- মোবাইল নাম্বার: 01884-982032, 01829-024888
- ফেসবুক পেজ
- ইমেইল: arshinagarfuturep@gmail.com
কোথায় খাবেন
পার্কের ভেতরে খাবার জন্য আধুনিক রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকে পছন্দের খাবার খেতে পারবেন। এছাড়া সীতাকুণ্ড বাজারে খাবার জন্য হোটেল সৌদিয়া, আল-আমিন থেকে খেতে পারবেন।
মীরসরাই কমলদহ বাজারে ড্রাইভার নামে ভালো মানের খাবার হোটেল রয়েছে। এছাড়া চট্টগ্রাম বা ফেনী শহরের খাবার জন্য উন্নত মানের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। আপনার সুবিধামত স্থান থেকে খাবার খেতে পারবেন।
কোথায় থাকবেন
থাকার জন্য পার্কের ভেতর আধুনিক কটেজ রয়েছে। এছাড়া সীতাকুণ্ড বাজারে হোটেল সৌদিয়া, মীরসরাই বাজারে মোটামুটি মানের হোটেল পাবেন। যারা ভালো মানের হোটেলে থাকতে চান তারা চট্টগ্রাম শহরে চলে যেতে পারেন।
আরো পড়ুন