রাংপানি সিলেট
রাংপানি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি এলাকায় অবস্থিত একটি নদী। ভারত সীমান্তবর্তী মেঘালয় জৈন্তা পাহাড়ের রংহংকং জলপ্রপাত থেকে এই স্বচ্ছ জলের নদীর উৎপত্তি। স্থানীয়দের কাছে এটি পাথর কোয়ারী নামেও পরিচিত।
রাংপানি নদীর তীরে খাসিয়াদের মোকামপুঞ্জি গ্রাম। খাসিয়ারা তাদের গ্রামকে পুঞ্জি নামে ডাকে। আদিকাল থেকে পাহাড় আর এই নদী ঘিরে খাসিয়াদের বসবাস।
শ্রী শব্দের অর্থ সুন্দর। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এলাকার নামই শ্রীপুর। আর শ্রীপুর সীমান্তবর্তী এই নদীর অবস্থান শ্রীপুরে। পাথর কোয়ারীর কারণে শ্রীপুর তার শ্রী বা সৌন্দর্য হারাতে শুরু করে। যার ফলে এখানে দিন দিন পর্যটকদের আসা কমে গেছে। তাই এই প্রজন্নের অনেকের কাছে রাংপানি অপরিচিত।
পর্যটকদের সম্ভাবনাময় এই স্পটটি দীর্ঘদিন অবহেলিত থাকার জন্য লোকচক্ষুর আড়ালে চলে গেছে। সিলেটের জৈন্তাপুর শ্রীপুর পর্যটনকেন্দ্র পার হয়ে মোকামপুঞ্জি এলাকায় নেমে পায়ে হেঁটে ৩০ মিনিটের পথ অতিক্রম করলে রাংপানির দেখা মিলবে।
রাংপানি ভ্রমণের জন্য মোকামপুঞ্জি এর প্রবেশ মুখ থেকে ৫০০ টাকার বিনিময়ে গাইড নিতে হবে। এর সাথে যুক্ত হয়েছে ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তা ব্যবস্থা। পাহাড়ি পথ ধরে নিচে নামতে রাংপানি নদীতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা হরেক রকমের পাথর ও দুপাশে কাশফুল দেখতে পাবেন।
আশি ও নব্বইয়ের দশকে রাংপানি নদীর তীরে ও মোকামপুঞ্জি এলাকার আশেপাশে ঢাকাই চলচ্চিত্রের বেশ কয়েকটি ছবির শুটিং হয়েছিল। নাঈম-শাবনাজ জুটির প্রথম ছবির জনপ্রিয় গাম “ও আমার জান, তোর বাঁশি যেন জাদু জানে” ছাড়াও বেশ কয়েকটি চলচ্চিত্রের শুটিং এখান থেকে ধারণ করা হয়েছিল।
বাংলাদেশ সরকার বর্তমানে নদী থেকে পাথর তোলা বন্ধ ঘোষণা করার পর থেকে আবার ধীরে ধীরে রাংপানি নদী পুরোনো সৌন্দর্য ফিরে পাচ্ছে। কয়েক মাসের মধ্যে রাংপানি সিলেটের অন্যতম পর্যটন স্পট হয়ে উঠবে।
রাংপানি সিলেট কিভাবে যাবেন
রাংপানি সিলেট আসতে হলে প্রথমে আপনাকে সিলেট যেতে হবে। ঢাকার গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল বাস টার্মিনাল থেকে সিলেটগামী যেকোনো (সোহাগ, হানিফ, শ্যামলী, এস আলম, গ্রীন লাইন, সৌদিয়া) বাসে চড়ে সিলেট যেতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে ভাড়া ৭০০ থেকে ১,৫০০ টাকা। ঢাকা টু সিলেট যেতে সময় লাগবে ৬-৭ ঘন্টা।
ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে সিলেটগামী জয়ন্তিকা, কালনী, উপবন ও পারাতব এক্সপ্রেস ট্রেনে করে সিলেট যেতে পারবেন। ট্রেনের সিট ভেদে ভাড়া ৩৭৫ থেকে ১,২৮৮ টাকা।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইটে সিলেট যেতে পারবেন। ইকোনমিক ক্লাস সিট ভাড়া ৪,৪০০ টাকা। যেতে সময় লাগে ১ ঘন্টা।
সিলেট থেকে রাংপানি যাওয়ার উপায়
সিলেট শহর থেকে সিলেট-তামাবিল সড়ক দিয়ে বাস, সিএনজি, লেগুনা বা ব্যাক্তিগত গাড়ি চড়ে সরাসরি জৈন্তাপুর শ্রীপুর যাবেন। সিএনজি রিজার্ভ করে নিলে সারাদিনের জন্য ভাড়া লাগবে ১,৫০০ থেকে ১,৮০০ টাকা।
জৈন্তাপুর বাজার থেকে মাত্র তিন কিলোমিটার দূরে শ্রীপুর চা বাগন। যাওয়া বা আসার পথে চা বাগান থেকে ঘুরে আসতে পারবেন। চা বাগানের উল্টো পাশের সরু পথ দিয়ে এগিয়ে গেলে রাংপানি নদী। স্থানীয় বারকি নৌকা নিয়ে নদীর ওপারে যেতে পারবেন। নৌকা ভাড়া করার সময় অবশ্যই দামাদামি করে নিবেন।
কোথায় খাবেন
খাবার জন্য মোকামপুঞ্জি বা জৈন্তাপুর বাজারের স্থানীয় হোটেল থেকে খেয়ে নিতে পারবেন। জৈন্তাপুর হিল রিসোর্ট থেকে সব ধরনের বাংলা খাবার খেতে পারেন। এছাড়া সিলেট শহরের ফিরে এসে জিন্দাবাজার এলাকার পাঁচ ভাই রেস্টুরেন্ট, পালকি রেস্টুরেন্ট, রয়্যাল ডাইন, গ্র্যান্ড বাফেট, পানসী রেস্টুরেন্ট থেকে স্বল্প খরচে পছন্দের খাবার খেতে পারবেন।
কোথায় থাকবেন
রাংপানি থাকার জন্য কোনো হোটেল বা গেস্ট হাউজ নেই। তাই থাকার জন্য জৈন্তাপুর হিল রিসোর্টে থাকতে পারেন। এছাড়া সিলেট শহরের ফিরে গিয়ে দরগা রোড় ও লামা বাজার এলাকায় ভালো মানের হোটেল রয়েছে।
এখান থেকে আপনার বাজেট ও পছন্দ মতো যেকোনো হোটেলে থাকতে পারবেন। রুম ভাড়া ৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা। সিলেট মাজার গেইট হোটেল সমূহের নাম, ঠিকানা ও ভাড়া জানুন।
আরো পড়ুন
- সিলেট হোটেল লিস্ট
- সিলেট ভ্রমণের উপযুক্ত সময়
- সিলেট থেকে রাতারগুল কত কিলোমিটার
- রাতারগুল সোয়াম্প ফরেস্ট ভ্রমণ বিস্তারিত তথ্য
- সিলেট থেকে বিছনাকান্দি টুরিস্ট স্পট কত কিলোমিটার