alternatetext
ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৫

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজার হাজার পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেন। বর্তমানে সড়কপথে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হলো ট্রেন। আজকের আর্টিকেলে ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ও সময়সূচী উল্লেখ করবো।

বর্তমানে ঢাকা টু কক্সবাজার সরাসরি যাতায়াত করার জন্য কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুইটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এই ট্রেন দুইটি বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালনা করা হয়, যা ঢাকা কমলাপুর, ঢাকা বিমানবন্দর, ও চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে কক্সবাজার পৌঁছায়।

ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন সার্ভিস চালু হওয়ায় পর্যটকদের সময় অপচয় ও ভোগান্তি কমেছে।   এই আন্তঃনগর ট্রেন দুইটি ঢাকা চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে ৫৫১ কিলোমিটার পথ পাড়ি দিবে মাত্র ৮ ঘন্টা ৫০ মিনিটে। সর্বনিন্ম ভাড়া (শোভন চেয়ার) ৬৯৫ টাকা এবং সর্বচ্ছো ভাড়া (এসি বার্থ) ২,৩৮০ টাকা।

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৫

কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ঢাকা টু কক্সবাজার ভাড়া শোভান চেয়ার ৬৯৫ টাকা, সিন্ধা ১,৩২৫ টাকা, এসি বার্থ ২,৩৮০ টাকা ও এসি সিট ১,৫৯০ টাকা।

পর্যটক এক্সপ্রেস ট্রেন ঢাকা টু কক্সবাজার ভাড়া শোভান চেয়ার ৬৯৫ টাকা, সিন্ধা ১,৩২৫ টাকা, এসি বার্থ ২,৩৮০ টাকা ও এসি সিট ১,৫৯০ টাকা।

ট্রেন নামট্রেন রুটশোভন চেয়ারস্নিগ্ধাএসি বার্থএসি সিট
কক্সবাজার এক্সপ্রেস ঢাকা টু কক্সবাজার৬৯৫ টাকা১,৩২৫ টাকা২,৩৮০ টাকা১,৫৯০ টাকা
পর্যটক এক্সপ্রেসঢাকা টু কক্সবাজার৬৯৫ টাকা১,৩২৫ টাকা২,৩৮০ টাকা১,৫৯০ টাকা

ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৫

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ১০ টা ৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে সকাল ৭ টা ২০ মিনিটে।

BM Khalid Hasan Sujon

আবার পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভোর ৬ টা ১৫ মিনিটে ছেড়ে যাবে এবং কক্সবাজার পৌঁছাবে বিকাল ৩ টায়।

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন সোমবার এবং পর্যটক এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন রবিবার। এছাড়া বাকি ৬ দিন এই রুটে নিয়মিত চলাচল করবে।

ট্রেন নামপ্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্য স্টেশনযাত্রা শেষ
কক্সবাজার এক্সপ্রেসঢাকা কমলাপুররাত ১০: ৩০ মিনিটকক্সবাজারসকাল ০৭:২০ মিনিট
পর্যটক এক্সপ্রেসঢাকা কমলাপুর০৬:১৫ মিনিটকক্সবাজারবিকাল ০৩:০০

ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম

অন্যান্য ট্রেনের মতো ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকেট রেলস্টেশন টিকেট কাউন্টার থেকে এবং অনলাইন eticket.railway.gov.bd ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন। ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকেট কাটার নিয়ম জানতে এই আর্টিকেলটি পড়ুন।

BM Khalid Hasan Sujon

নোটিশ: বাংলাদেশ রেলওয়ে eticket.railway.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকেট বুকিং করলে উল্লেখিত ভাড়ার সাথে ২০ টাকা সার্ভিস চার্জ যুক্ত হবে। এছাড়া এসি বার্থ ও এসি সিটের টিকেট বুকিং করলে উল্লেখিত ভাড়ার সাথে ৫০ টাকা বেডিং চার্জ যুক্ত হবে।

ঢাকা থেকে কক্সবাজার ট্রেন সমূহের নাম

ঢাকা থেকে কক্সবাজার প্রথম বিরতিহীন আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস ২০২৩ সালের ১ লা ডিসেম্বর ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল শুরু করে।

এরপর ২০২৪ সালে ১০ জানুয়ারি ঢাকা থেকে কক্সবাজার দ্বিতীয় বিরতিহীন আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেস এই রুটে চলাচল শুরু করে। এটা এই রুটে দ্বিতীয় বাণিজ্যিক ট্রেন হিসেবে এই রুটে রেল পরিবহন সেবা দিচ্ছে।

Similar Posts