alternatetext
জংগল বাড়ি রিসোর্ট সুন্দরবন

জংগল বাড়ি রিসোর্ট সুন্দরবন

শহরের কোলাহল ছেড়ে একটু প্রশান্তির খোঁজে যেতে পারেন জংগল বাড়ি রিসোর্ট সুন্দরবন (Jungle bari resort sundarban)। মোংলা পশুর নদীর তীরে সুন্দরবনের গহীনে অবস্থিত জংগলবাড়ি রিসোর্ট। পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধব নিয়ে ১-২ দিনের জন্য ঘুরে আসুন এই রিসোর্ট থেকে।

জংগল বাড়ি ম্যানগ্রোভ রিসোর্ট থেকে সুন্দরবনের অসাধারণ ভিউ ও ক্যানেল ক্রুজিং এর মাধ্যমে সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রাতে নিস্তব্ধ জংগলের মধ্যে মাঝে মধ্যে পাখির ডাক ও ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে পারবেন।

বিশেষ করে চাঁদনী রাতে রিসোর্ট বাহিরের বারান্দায় দাঁড়িয়ে সুন্দরবনের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। যে রাতের কথা আপনার সারাজীবন মনে রাখার মতো।

নিরিবিলি শান্ত পরিবেশ, পরিচ্ছন্ন কটেজ, হাই-কমোড ওয়াশ রুম, ওয়েলকাম ড্রিংক্স, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, গিজার, কিডস জোন, ফাইভ স্টার মানের এমিনিটিস সহ কিছুই পাবেন একটি প্যাকেজে।

BM Khalid Hasan Sujon

জংগল বাড়ি রিসোর্ট সুন্দরবন প্যাকেজ সমূহ

১ রাতের প্যাকেজ:

  • প্রতি রুমে ২ জন – জনপ্রতি ৬,০০০ টাকা
  • প্রতি রুমে ৩ জন – জনপ্রতি ৫,০০০ টাকা
  • প্রতি রুমে ৪ জন – জনপ্রতি ৪,৫০০ টাকা

২ রাতের প্যাকেজ:

  • প্রতি রুমে ২ জন – জনপ্রতি ১০,০০০ টাকা
  • প্রতি রুমে ৩ জন – জনপ্রতি ৮,৩৫০ টাকা
  • প্রতি রুমে ৪ জন – জনপ্রতি ৭,৫০০ টাকা

প্যাকেজের সাথে যা পাচ্ছেন: মোংলা থেকে রিসোর্টে আসা এবং যাওয়ার শেয়ারিং বোট, প্রিমিয়াম কটেজে থাকার খরচ, সকাল দুপুর ও রাতের খাবার, ক্যানেল ক্রুজিং।

BM Khalid Hasan Sujon

এছাড়া অন্যান্য সুবিধা মধ্যে রয়েছে ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, কোনো হিডেন চার্জ নেই, সার্বাক্ষনিক নিরাপত্তা। সময় কাটানোর জন্য ক্লামবোড, লুডু ও দোলনা।

জংগল বাড়ি রিসোর্টের কটেজ সমূহ

জঙ্গলবাড়ি রিসোর্টে পৃথক ৬ টি কটেজ রয়েছে। একেকটি কটেজের ডেকোরেশন ও সুযোগ সুবিধা ভিন্ন ভিন্ন। তাছাড়া কটেজের মান অনুযায়ী ভাড়ার পরিমান কম বেশি হয়ে থাকে।

  • গড়ান (ক্যানেল ভিউ সেমি ডুপ্লেক্স প্যাকেজ)
  • বাইন (ক্যানেল ভিউ স্কয়ার কটেজ প্যাকেজ)
  • হেতাল (ক্যানেল ভিউ সেমি ডুপ্লেক্স প্যাকেজ)
  • মুন্ডা (ক্যানেল ভিউ স্কয়ার কটেজ প্যাকেজ)
  • ছৈলা (ক্যানেল ভিউ সেমি ডুপ্লেক্স প্যাকেজ)
  • সুন্দরী (ক্যানেল ভিউ রাউন্ড কটেজ প্যাকেজ)

খাওয়া-দাওয়া ব্যবস্থা

জংগল বাড়ি রিসোর্টে সুন্দর পরিবেশে তিন বেলা মজাদার খাবার ব্যবস্থা রয়েছে। খাবারের মেনু গুলো হল –

  • সকালে খাবার: খিচুরি, ডিম ভাজা, চাটনি, সালাত ও পানি। (২০০ টাকা)
  • দুপুরের খাবার: সাদা ভাত, মুরগি ভুনা, মাছ ভাজা, ভর্তা, সবজি, ডাল, সালাত, পানি। (৫৫০ টাকা)
  • রাতের খাবার: সাদা ভাত, হাঁস ভুনা, সবজি, ভর্তা, ডাল, সালাদ পানি। (৫০০ টাকা)
  • রাতের খাবার: বারবিকিউ চিকেন, পরটা, ডাল ভুনা, স্পেশাল সালাদ, চাটনি, পানি। (৫০০ টাকা)

জুস মেনু:

BM Khalid Hasan Sujon
  • মিল্ট লেমনেড ১২০ টাকা
  • BLUE লেগুণ মোহিতো ১৫০ টাকা
  • রাসবেরি মোহিতো ১৫০ টাকা
  • ভার্জিন মোহিতো ১৫০ টাকা
  • স্ট্রবেরি মোহিতো ১৫০ টাকা

ড্রিস্কস মেনু:

  • অরিও মিল্ক শেক ১৫০ টাকা
  • চকলেট মিল্ক শেক ১৫০ টাকা
  • রাসবেরি মিল্ক শেক ১৫০ টাকা
  • স্ট্রবেরি মিল্ক শেক ১৫০ টাকা

চা-কফি মেনু:

  • রং চা ৩০ টাকা
  • মধু চা ৪০ টাকা
  • দুধ চা ৫০ টাকা
  • ব্লাক কফি ৮০ টাকা
  • মিল্ক কফি ১৫০ টাকা
  • কোল্ড কফি ১৫০ টাকা

যোগাযোগ তথ্য

জংগলবাড়ি রিসোর্ট কিভাবে যাবেন

দেশের যেকোনো স্থান থেকে জংগল বাড়ি রিসোর্টে আসার জন্য প্রথমে আসতে হবে মোংলা ফেরি ঘাট। সেখান থেকে রিসোর্টে নিজস্ব ট্রলারে করে আপনাকে নিয়ে যাওয়া হবে। আপনাকে দুপুর ১২ টার মধ্যে মোংলা ফেরি ঘাট পৌঁছাতে হবে। আবার রিসোর্ট থেকে ট্রলারে করে মোংলা পৌঁছে দিবে।

ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও আব্দুল্লাহপুর বাস টার্মিনাল থেকে হানিফ, শ্যামলী, গ্রীন লাইন, এনা, সোহাগ, এস আলম সহ যেকোনো পরিবহনে করে খুলনা কাটাখালি নেমে যাবেন। এসি/নন-এসি বাস ভেদে ভাড়া ৭০০ থেকে ১,২০০ টাকা।

এছাড়া ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও আব্দুল্লাহপুর বাস টার্মিনাল থেকে মোংলাগামী যেকোনো বাসে চড়ে সরাসরি মোংলা যেতে পারবেন। নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা।

খুলনা কাটাখালি থেকে ১,০০০ টাকা দিয়ে রিজার্ভ প্রাইভেট কারে করে মোংলা যেতে পারবেন। এছাড়া মোটরসাইকেল করে ২ মিলে জনপ্রতি ৪০০ টাকা করে মোংলা যেতে পারবেন। বাসে জনপ্রতি ১২০ টাকা ভাড়া দিয়ে মোংলা যেতে পারবেন। বাসে যেতে সময় লাগবে দেড় ঘন্টার মতো।

আরো পড়ুন

Similar Posts