জৈন্তা হিল রিসোর্ট (Jaintia Hill Resort) – জাফলং এর সেরা রিসোর্ট
জৈন্তা হিল রিসোর্ট (Jaintia Hill Resort) সিলেট-তমাবিল মহাসড়কের পাশে জৈন্তাপুর উপজেলার আলু বাগান নামক স্থানে অবস্থিত। এখান থেকে মেঘালয় রাজ্যের পাহাড়, ঝর্ণা, সাদা মেঘের স্থুপ ও নদী দেখা যায়। এছাড়া স্বচ্ছ পানির গভীর থেকে শ্রমিকদের পাথর উত্তলনের দৃশ্য দেখতে পাবেন।
জাফলং যাওয়ার ঠিক ৫ কিলোমিটার আগে জৈন্তা হিল রিসোর্টের অবস্থান। এই রিসোর্ট থেকে মাত্র ২ কিলোমিটার দূরে জৈন্তা রাজবাড়ি, ৫ কিলোমিটার দূরে জাফলং এবং ১ কিলোমিটার দূরে তমাবিল স্থল বন্দর অবস্থিত।
যারা জাফলং ভ্রমণে যাবেন তাদের রাত্রিযাপন করার জন্য জৈন্তা হিল রিসোর্ট একটি আদর্শ স্থান। এখানে এসি নন-এসি কাপল বেড রুম / ডাবল বেড রুম / থ্রিপল বেড রুম / ফ্যামেলি বেড রুম এবং হিল কটেজ পাবেন।
জৈন্তা হিল রিসোর্ট রুম ভাড়া
জৈন্তা হিল রিসোর্টে রাত্রিযাপন করার জন্য ২,৫০০ টাকা থেকে শুরু করে ৮,০০০ টাকার মধ্যে রুম ও কটেজ ভাড়া পাবেন।
রিসোর্টে চেক ইন করার সময় দুপুর ১২ টা এবং চেক আউট করার সময় সকাল ১১:৩০ মিনিট।
রুমের ধরন | নন এসি রুম ভাড়া | এসি রুম ভাড়া |
কাপল বেড রুম (৪ জন) | ২,৫০০ টাকা | ৪,০০০ টাকা |
ডাবল বেড রুম (৪ জন) | ৪,০০০ টাকা | ৬,০০০ টাকা |
থ্রিপল বেড রুম (৩ জন) | – | ৩,৫০০ টাকা |
ফ্যামেলি গ্রুপ রুম (৮ জন) | – | ৮,০০০ টাকা |
হিল কটেজ (২ জন) | – | ৩,৫০০ টাকা |
যোগাযোগ করুন
- ঠিকানা: জাফলং রোড, আলু বাগান, জৈন্তাপুর, জাফলং, সিলেট – ৩১৫৬
- মোবাইল নাম্বার: 01711-324173, 01816-494739
- ইমেইল: jaintahills24@gmail.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
কিভাবে জৈন্তা হিল রিসোর্ট যাবেন
জৈন্তা হিল রিসোর্টে যেতে হলে আপনাকে প্রথমে সিলেট যেতে হবে। দেশের বিভিন্ন স্থান থেকে বাস, ট্রেন ও বিমানে সিলেট যেতে পারবেন।
বাসে ঢাকা থেকে সিলেট
বাসে ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য ঢাকার গাবতলী, ফকিরাপুল, আব্দুল্লাহপুর, সায়েদাবাদ ও কলাবাগান বাস টার্মিনাল থেকে সৌদিয়া, শ্যামলি, হানিফ, এনা, গ্রীন লাইন, সোহাগ, এস আলম, ইউনিক পরিবহন সহ আরো বিভিন্ন পরিবহন ঢাকা টু সিলেট যাতায়াত করে।
এসি নন এসি বাস ভেদে ভাড়া ৭০০ টাকা থেকে শুরু করে ১,৫০০ টাকা পর্যন্ত। সকল, দুপুর এবং রাতে যেকেনো সময় বাস ছেড়ে যায়। ঢাকা থেকে সিলেটের দূরত্ব ২৪০ কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় ৬ ঘন্টার মতো।
ট্রেনে ঢাকা থেকে সিলেট
ট্রেনে ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে জয়ন্তিকা, উপবন, পারাবত বা কারনী এক্সপ্রেস ট্রেনে ঢাকা টু সিলেট যেতে পারবেন। ট্রেনের সিট ক্লাস শ্রেণী ভেদে জনপ্রতি ৩৭৫ টাকা থেকে ১,২৮৮ টাকা পর্যন্ত। ঢাকা থেকে সিলেট ট্রেনে যেতে প্রায় ৭ থেকে ৮ ঘন্টার মতো সময় লাগে।
বিমানে ঢাকা থেকে সিলেট
যাদের ভ্রমণ বাজেট বেশি বা দ্রুত সময় ঢাকা থেকে সিলেট যেতে চাচ্ছেন তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নভো এয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এয়ার আস্ট্রা ও ইউএস বাংলা ফ্লাইটে সিলেট যেতে পারেন।
ঢাকা থেকে সিলেট প্রত্যেক দিন কয়েকটি ফ্লাইট পরিচালনা করা হয়। জাতীয় পরিচয় দিয়ে অনলাইনে বিমান টিকেট বুকিং করতে পারবেন। সিট ক্লাস ভেদে বিমান ভাড়া ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকার মধ্যে।
সিলেট থেকে জৈন্তা হিল রিসোর্ট
সিলেটের যেকোনো স্থান থেকে জাফলংগামী সিএনজি বা অটোরিকশা ভাড়া নিয়ে জৈন্তা হিল রিসোর্টে যেতে পারবেন। এছাড়া লোকাল বাসে জনপ্রতি ৮০ টাকা ভাড়া দিয়ে শিবগঞ্জ এসে রিসোর্টে যেতে পারবেন।
সিএনজি বা অটোরিকশা রিজার্ভ করে নিলে ১,২০০ টাকা থেকে ২,০০০ টাকার মধ্যে রিসোর্টে যেতে পারবেন। প্রাইভেট কার রিজার্ভ করে নিলে ৪,০০০ টাকা থেকে ৫,০০০ টাকার মধ্যে যেতে পারবেন। সিএনজি, অটোরিকশা বা প্রাইভেট কার ভাড়া নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে ভাড়া ঠিক করবেন এবং কোথায় কি দেখবেন সেটা অবশ্যই উল্লেখ করবেন।
কোথায় থাকবেন
জৈন্তা হিল রিসোর্টে থাকার জন্য এসি নন এসি সব ধরনের রুম ভাড়া পাবেন। ২,৫০০ টাকা থেকে ৮,০০০ টাকার মধ্যে এসি নন এসি সিঙ্গেল, ডাবল, থ্রিপল, কাপল ও ফ্যামেলি রুম পাবেন। ছুটির দিন এই রিসোর্টে থাকতে হলে অগ্রিম রুম বুকিং দিতে হবে।
অধিকাংশ পর্যটকেরা সিলেট থেকে জাফলং ভ্রমণে গিয়ে আবার সিলেট শহরে ফিরে এসে রাত্রিযাপন করে। সিলেটে রাত্রিযাপন করার জন্য দরগাহ গেইট রোড়ে ৫০০ থেকে ২,৫০০ টাকার মধ্যে অনেক হোটেল ও রিসোর্ট পেয়ে যাবেন।
কোথায় খাবেন এবং কি খাবেন
জৈন্তা হিল রিসোর্টে গেস্ট এর জন্য দেশি অনেক ধরনের খাবার ব্যবস্থা রয়েছে। পেট ভরে খাওয়ার জন্য নিচে ম্যানু উল্লেখ করা হয়েছে।
জনপ্রতি সূলভ মূল্যে:
- ভাত, ডাল ও ডিম ৮০ টাকা
- ভাত, ডাল ও চিকেন ১০০ টাকা
- ভাত, ডাল ও সবজি ৭০ টাকা
- ভাত, ডাল ও আলু-ভর্তা ৭০ টাকা
জনপ্রতি স্পেশাল ম্যানু:
- সাদা ভাত ৪০ টাকা
- ডাল ২০ টাকা
- মিক্স সবজি ৩০ টাকা
- শুটকি ভর্তা ৪০ টাকা
- আলু ভর্তা ২০ টাকা
- টমেটো ভর্তা ৩০ টাকা
- ডাল চরচরি ৩০ টাকা
- ছোট মাছ ১২০ টাকা
- বড় মাছ ১৫০ টাকা
- দেশি চিকেন ১৮০ টাকা
- ব্রয়লার চিকেন ১৪০ টাকা
- হাস ভূনা ২০০ টাকা
- গরুর মাংস ১৫০ টাকা
বিকালের ম্যানু:
- চিকেন নূডলস ৩০০ টাকা
- এগ নূডলস ২২০ টাকা
- চা ২০ টাকা
- কফি ৫০ টাকা
সকালে নাস্তা:
- রুটি
- ভাজি
- ডিম আম্লেট
- ভূনা খিচুড়ি
- ফ্লাইড রাইস ইত্যাদি
জৈন্তা হিল রিসোর্টের সুবিধা গুলো
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- সার্বক্ষনিক সিকিউরিটি ব্যবস্থা
- নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা
- ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক
- রেস্টুরেন্ট
- সার্বক্ষনিক টেলিফোন ব্যবস্থা
- গিফট শপ
- গাড়ি পাকিং সু-ব্যবস্থা
- নামাজের স্থান
- ভ্রমণ সংক্রান্ত তথ্য সহায়তা
জৈন্তা হিল রিসোর্টের আশেপাশে দর্শনীয় স্থান গুলো
- জিরো পয়েন্ট
- জাফলং
- জৈন্তাপুর রাজবাড়ি
- সংগ্রামপুঞ্জি ঝর্ণা
- লালাখাল
- তামাবিল