নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য

নীলসাগর এক্সপ্রেস (Nilsagar express) বাংলাদেশ রেলওয়ের একটি জনপ্রিয় আন্তঃনগর দ্রুত ও বিলাসবহুল ট্রেন। এই ট্রেনটি রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সীমান্তবর্তী চিলাহাটি রেলস্টেশন পর্যন্ত চলাচল করে।

২০০৭ সালের ১ লা ডিসেম্বর ট্রেনটি প্রথমে সৈয়দপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন পর্যন্ত চলাচল শুরু করে, পরে চিলাহাটি ও ঢাকার কমলাপুর রেলস্টেশন পর্যন্ত বর্ধিত করা হয়। আপনি যদি রাজধানী ঢাকা থেকে দেশের উত্তরাঞ্চল নীলফামারী ভ্রমণ করতে চান তাহলে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বিস্তারিত তথ্য জানুন।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

নীলসাগর এক্সপ্রেস ট্রেন প্রতি সোমবার বাদে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে নীলফামারী চিলাহাটি রেলস্টেশন এবং প্রতি রবিবার বাদে চিলাহাটি টু কমলাপুর রেলস্টেশন পর্যন্ত নিয়মিত চলাচল করে।

BM Khalid Hasan Sujon

এটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ০৬:৪৫ মিনিটে চিলাহাটি রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং চিলাহাটি পৌঁছায় ১৬:০০। আবার চিলাহাটি রেলস্টেশন থেকে ২০:০০ কমলাপুর রেলস্টেশন উদ্দেশ্যে ছেড়ে আসে এবং কমলাপুর রেলস্টেশন পৌঁছায় ০৫:৩০ মিনিটে।

নীলসাগর এক্সপ্রেস সময়সূচী

স্টেশন নামছুটির দিনযাত্রার সময়পৌঁছানোর সময়
ঢাকা টু চিলাহাটিসোমবারসকাল ০৬:৪৫ মিনিটবিকাল ৪ টা
চিলাহাটি টু ঢাকারবিবাররাত ৮ টাভোর ০৫:৩০ মিনিট

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য

নীলসাগর এক্সপ্রেস ঢাকা টু নীলফামারী রুটের একটি দ্রুত ও বিলাসবহুল ট্রেন। তবে এর টিকেট মূল্য ব্যয়বহুল নয়। এই ট্রেনের আসন ভেদে বিভিন্ন ক্যাটাগরি টিকেট রয়েছে। বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত টিকেট মূল্য উল্লেখ করা হয়েছে।

আসন বিভাগটিকেট মূল্য (১৫% ভ্যাট)
এসি বার্থ২,২০৭ টাকা
এসি সিট১,৪২১ টাকা
স্নিগ্ধা১,১৮৫ টাকা
শোভন চেয়ার৬২৫ টাকা

বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নীলসাগর এক্সপ্রেস অনলাইন টিকিট বুকিং করতে পারবেন।

নীলসাগর এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে

নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু চিলাহাটি এবং চিলাহাটি টু ঢাকা চলাচলের সময় বেশ কয়েকটি স্টেশনে যাত্রাবিরতি করে। নিচে ট্রেন কোথায় কোথায় থামে উল্লেখ করা হয়েছে।

BM Khalid Hasan Sujon
যাত্রাবিরতি স্টেশন নামঢাকা থেকেচিলাহাটি থেকে
বিমানবন্দর স্টেশন০৭:০৭
জয়দেবপুর স্টেশন০৭:৩৫০৪:২১
বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন০৮:৫৯০২:৫৮
মুলাডুলি স্টেশন১০:৩৯০১:১৫
নাটোর স্টেশন১১:১৮০০:১০
আহসানগঞ্জ স্টেশন১১:৪১২৩:৪৭
সান্তাহার স্টেশন১২:৩০২৩:২০
আক্কেলপুর স্টেশন১২:৫৫২৩:০০
জয়পুরহাট স্টেশন১৩:১১২২:৪৪
বিরামপুর স্টেশন১৩:৪২২২:১২
ফুলবাড়ি স্টেশন১৫:৫৬২১:৫৮
পার্বতীপুর স্টেশন১৪:১৫২১:২০
সৈয়দপুর স্টেশন১৪:৪২২০:৫৯
নীলফামারী স্টেশন১৫:০৫২০:৩৭
ডোমার স্টেশন১৫:২৪২০:১৮

নীলসাগর এক্সপ্রেস ট্রেন এখন কোথায় কিভাবে জানবেন?

আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নীলসাগর এক্সপ্রেস ট্রেন সহ সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।

উদাহরণ: TR 765 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।

নীলসাগর এক্সপ্রেস ট্রেন কোড

নীলসাগর এক্সপ্রেস ঢাকা টু চিলাহাটি ট্রেন কোড ৭৬৫ এবং চিলাহাটি টু ঢাকা ট্রেন কোড ৭৬৬।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ছুটি

নীলসাগর এক্সপ্রেস ট্রেন ঢাকা টু চিলাহাটি সাপ্তাহিক ছুটির দিন সোমবার এবং চিলাহাটি টু ঢাকা সাপ্তাহিক ছুটির দিন রবিবার। এছাড়া বাকি দিন গুলো যথাযথ সময় নীলসাগর এক্সপ্রেস চলাচল করে।

BM Khalid Hasan Sujon

আরো পড়ুন