কালনী এক্সপ্রেস (Kalni Express) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন। এই ট্রেনটি ঢাকা জেলার কমলাপুর রেলস্টেশন থেকে সিলেট জেলার সিলেট রেলস্টেশন পর্যন্ত চলাচল করে। ২০১২ সালের ১৫ ই মে কালনী এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করা হয়।
বর্তমানে ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা রুটে সবচেয়ে জনপ্রিয় ট্রেন কালনী এক্সপ্রেস। এই ট্রেনে বর্তমানে ৬ টি শীততাপ নিয়ন্ত্রিত কোচসহ ১২ টি চাইনিজ কোচ রয়েছে। শুরু থেকে ট্রেনটিতে ১ টি এসি বগিসহ মোট ১২ টি বগি ছিল।
১২ টি বগির মধ্যে ৪ টি শোভন চেয়ার, ৪ টি এসি চেয়ার, ২ টি খাবার গাড়ী, ১ টি এসি স্লিপার ও ১ টি পাওয়ার কার। আপনি যদি ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা রুটে কালনী এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে চান তাহলে কালনী এক্সপ্রেস সময়সূচি, টিকেট মূল্য, ভাড়ার তালিকা, কোথায় কোথায় থামে, সাপ্তাহিক বন্ধ সহ বিস্তারিত তথ্য জানুন।
কালনী এক্সপ্রেস সময়সূচি
কালনী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা রুটে নিয়মিত চলাচল করে। প্রতি শুক্রবার বাদে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ১৪:৫৫ ছেড়ে সিলেট পৌঁছায় ২১:৩০। আবার প্রতি শুক্রবার বাদে সিলেটের সিলেট রেলস্টেশন থেকে ০৬:১৫ ছেড়ে ঢাকা পৌঁছায় ১৩:০০। শুক্রবার বাদে বাকি ছয় দিন নিয়মিত চলাচল করে।
নিচে কালনী এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচি ও বন্ধের দিন উল্লেখ করা হয়েছে।
ট্রেন নং | স্টেশন নাম | যাত্রার সময় | পৌঁছানোর সময় | সাপ্তাহিক বন্ধ |
৭৭৩ | ঢাকা টু সিলেট | ১৪:৫৫ | ২১:৩০ | শুক্রবার |
৭৭৪ | সিলেট টু ঢাকা | ০৬:১৫ | ১২:৫৫ | শুক্রবার |
কালনী এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য ও ভাড়ার তালিকা
কালনী এক্সপ্রেস (ট্রেন নং ৭৭৩/৭৭৪) ট্রেনে বিভিন্ন ক্যাটাগরির আসন বিন্যাস রয়েছে। এর মধ্যে শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি বার্থ, এসি সিট। আসন বিন্যাসের ভিত্তিতে টিকেট মূল্য শোভন চেয়ার ৩৭৫ টাকা, স্নিগ্ধা ৭১৯ টাকা এবং এসি সিট ৮৬৩ টাকা।
আসন বিভাগ | টিকেট মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৩৭৫ টাকা |
স্নিগ্ধা | ৭১৯ টাকা |
এসি সিট | ৮৬৩ টাকা |
বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেটের সাথে ১৫% ভ্যাট এবং অতিরিক্ত ২০ টাকা চার্জ প্রযোজ্য হবে। এছাড়া ঢাকার কমলাপুর ও সিলেট রেলস্টেশন থেকে সরাসরি টিকেট কাটতে পারবেন।
কালনী এক্সপ্রেস কোথায় কোথায় থামে
কালনী এক্সপ্রেস ট্রেন ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা রুটে যাতায়াতকালে বেশ কয়েকটি রেলস্টেশনে যাত্রাবিরতি করে। নিচে এসব রেলস্টেশনের নাম ও সময়সূচী উল্লেখ করা হয়েছে।
যাত্রাবিতরিত রেলস্টেশন নাম | ঢাকা থেকে (ট্রেন নং ৭৭৩) | সিলেট থেকে (ট্রেন নং ৭৭৪) |
ঢাকার বিমানবন্দর রেলস্টেশন | ১৫:১৮ | ১২:২২ |
নরসিংদী রেলস্টেশন (ট্রেন নং ৭৭৪) | ||
ভৈরব বাজার জংশন (ট্রেন নং ৮৭৪) | ||
ব্রক্ষাবাড়িয়া রেলস্টেশন | ||
আজমপুর রেলস্টেশন | ১৭:০৮ | ১০:১০ |
শায়েস্তাগঞ্জ রেলস্টেশন | ১৮:১০ | ০৮:৫৭ |
শ্রীমঙ্গল রেলস্টেশন | ১৯:০৭ | ০৮:১৭ |
শমসেরনগর রেলস্টেশন | ১৯:৪১ | ০৭:৫০ |
কুলাউড়া রেলস্টেশন | ২০:০৬ | ০৭:২৩ |
মাইজগাঁও রেলস্টেশন | ২০:৩৬ | ০৬:৫৫ |
কালনী এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ
কালনী এক্সপ্রেস (ট্রেন নং ৭৭৩/৭৭৪) সাপ্তাহিক বন্ধ শুক্রবার। কালনী এক্সপ্রেস সাপ্তাহিক শুক্রবার বাদে বাকি ছয় দিন নিয়মিত চলাচল করে।
কালনী এক্সপ্রেস ট্রেন কোড
কালনী এক্সপ্রেস ঢাকা টু সিলেট ট্রেন কোড ৭৭৩ এবং কালনী এক্সপ্রেস সিলেট টু ঢাকা ট্রেন কোড ৭৭৪।
কালনী এক্সপ্রেস এখন কোথায় আছে
মোবাইল ফোন থেকে কালনী এক্সপ্রেস ট্রেন সহ সকল ট্রেন কোথায় আছে (অবস্থান ট্র্যাক) করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন
TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।
উদাহরণ: TR 773 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।
আরো পড়ুন
- হাওর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- চট্টলা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- বিজয় এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
- কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সময়সূচী