এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের সময়সূচী ও টিকেট মূল্য

এগারো সিন্ধুর গোধূলি (Egarosindhur Godhuli) বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি ঢাকা টু কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ টু ঢাকা চলাচল করে। ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে এটি একটি জনপ্রিয় দ্রুকগামী ও বিলাসবহুল আন্তঃনগর ট্রেন। ১৯৮৭ সালে এগারো সিন্ধুর এক্সপ্রেস নামে যাত্রা শুরু করে এবং ২০০২ সালের ১৬ মে এগারো সিন্ধুর গোধূলি হিসাবে যাত্রা শুরু করে।

ঢাকা টু কিশোরগঞ্জ টু ঢাকা রুটে এগারো সিন্ধুর গোধূলি এক্সপ্রেস ছাড়াও এগারো সিন্ধুর প্রভাতী ও কিশোরগঞ্জ এক্সপ্রেস চলাচল করে।

এগারো সিন্ধুর গোধূলি ট্রেনে যাত্রীদের জন্য বেশকিছু সুযোগ সুবিধা রয়েছে। এর মধ্যে খাবার ক্যান্টিন, নামাজের স্থান, ভালো শৌচাগার ও ভালো সুরক্ষা ব্যবস্থা রয়েছে। আপনি যদি ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রুটে ট্রেনে যাতায়াত করতে চান তাহলে এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের সময়সূচী, টিকেট মূল্য, ভাড়ার তালিকা, যাত্রাবিরতি স্টেশন সহ বিস্তারিত তথ্য জানুন।

এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের সময়সূচী

এগারো সিন্ধুর গোধূলি (ট্রেন নং ৭৪৯) সপ্তাহের সাত দিন ঢাকা টু কিশোরগঞ্জ রুটে নিয়মিত চলাচল করে। অপর দিকে এগারো সিন্ধুর গোধূলি (ট্রেন নং ৭৫০) প্রতি বুধবার বাদে বাকি ছয় দিন নিয়মিত চলাচল করে।

ট্রেন নংস্টেশন নামযাত্রার সময়পৌঁছানোর সময়সাপ্তাহিক ছুটির দিন
৭৪৯ঢাকা টু কিশোরগঞ্জ০৭:১৫১১:১৫নেই
৭৫০কিশোরগঞ্জ টু ঢাকা০৬:৩০১৪:৪০বুধবার

এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের টিকেট মূল্য

এগারো সিন্ধুর গোধূলি ট্রেনে বিভিন্ন ক্যাটাগরির আসন বিন্যাস রয়েছে। এর মধ্যে শোভন ১২৫ টাকা, শোভন চেয়ার ১৫০ টাকা, প্রথম সিট ২০০ টাকা, স্নিগ্ধা ২৮৮ টাকা, প্রথম বার্থ ৩০০ টাকা, এসি সিট ৪৪৫ টাকা, এসি বার্থ ৫১৮ টাকা।

নিচে ছকের মাধ্যমে এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের ভাড়ায় তালিকা উল্লেখ করা হয়েছে।

আসন বিন্যাসটিকেট মূল্য (১৫% ভ্যাট)
শোভন১২৫ টাকা
শোভন চেয়ার১৫০ টাকা
প্রথম সিট২০০ টাকা
স্নিগ্ধা২৮৮ টাকা
প্রথম বার্থ৩০০ টাকা
এসি সিট৪৪৫ টাকা
এসি বার্থ৫১৮ টাকা

ঢাকার কমলাপুর ও কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে সরাসরি এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের টিকেট কাটতে পারবেন। এছাড়া বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে মাধ্যমে এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের টিকেট বুকিং করতে পারবেন। অনলাইন টিকেট মূল্য সাথে ২০ টাকা চার্জ প্রযোজ্য।

BM Khalid Hasan Sujon

এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের যাত্রাবিরতি স্টেশন ও সময়সূচী

এগারো সিন্ধুর গোধূলি এক্সপ্রেস ঢাকা টু কিশোরগঞ্জ এবং কিশোরগঞ্জ টু ঢাকা যাত্রাপথে বিভিন্ন রেলস্টেশনে যাত্রাবিরতি করে। যাত্রাবিরতি এসব রেলস্টেশনের নাম ও সময়সূচী নিচে উল্লেখ করা হয়েছে।

যাত্রাবিরতি স্টেশন নামঢাকা থেকে (৭৪৯)কিশোরগঞ্জ থেকে (৭৫০)
ঢাকা বিমানবন্দর রেলস্টেশন১৯:০৭১৬:২৩
নরসিংদী রেলস্টেশন২০:০০১৫:৩৮
ভৈরব বাজার রেলস্টেশন২০:৪২১০:৪৫
কুলিয়ারচর রেলস্টেশন২১:২৫১৪:১৪
সরারচর রেলস্টেশন২১:৪৯১৩:৫২
মানিক খালি রেলস্টেশন২২:১০১৩:৩০
গচিহাটা রেলস্টেশন২২:২২১৩:০৮

এগারো সিন্ধুর গোধূলি এক্সপ্রেস সাপ্তাহিক বন্ধ

এগারো সিন্ধুর গোধূলি এক্সপ্রেস (ট্রেন নং ৭৪৯) ঢাকা টু কিশোরগঞ্জ সাপ্তাহিক ছুটির দিন নেই। অর্থাৎ সাপ্তাহিক সাত দিন নিয়মিত চলাচল করে। আবার এগারো সিন্ধুর গোধূলি এক্সপ্রেস (ট্রেন নং ৭৫০) সাপ্তাহিক বন্ধ বুধবার।

এগারো সিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেন কোড

এগারো সিন্ধুর গোধূলি এক্সপ্রেস ঢাকা টু কিশোরগঞ্জ ট্রেন কোড ৭৪৯ এবং এগারো সিন্ধুর গোধূলি এক্সপ্রেস কিশোরগঞ্জ টু ঢাকা ট্রেন কোড ৭৫০।

এগারো সিন্ধুর গোধূলি ট্রেন এখন কোথায় আছে

মোবাইল দিয়ে এগারো সিন্ধুর গোধূলি এক্সপ্রেস ট্রেন সহ সকল ট্রেনের অবস্থান ট্র্যাক করতে পারবেন এসএমএস সার্ভিসের মাধ্যমে। এজন্য আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন

BM Khalid Hasan Sujon

TR <স্পেস> ট্রেন নাম্বার বা ট্রেন কোড এবং পাঠিয়ে দিন 16318 নাম্বারে। ফিরতি এসএমএসে ট্রেনের অবস্থান জানতে পারবেন। এসএমএস চার্জ ৫.৫৬ টাকা।

উদাহরণ: TR 749 লিখে পাঠিয়ে দিবেন 16318 নম্বরে।

আরো পড়ুন