Rangauti Resort রাঙ্গাউটি রিসোর্ট, মৌলভীবাজার

Rangauti Resort রাঙ্গাউটি রিসোর্ট বাংলাদেশের মৌলভীবাজার জেলার মনু নদীর শাখার U আকৃতির লেকের পাশে অবস্থিত। আপনারা যারা চায়ের দেশ দেশ শ্রীমঙ্গল মৌলভীবাজার আসতে চান তারা এই রাঙাউটি রিসোর্টে রাত্রিযাপন করতে পারেন।

মনু নদীর তীরে এই রিসোর্টে একটি ভাসমান ঘর রয়েছে। যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা, আলোকসজ্জা ও আকর্ষণীয় সব নকশা রয়েছে। এছাড়া নতুন দম্পতিদের জন্য এখানে হানিমুন রুম রয়েছে।

রাঙ্গাউটি রিসোর্টে বর্তমানে বিভিন্ন মানের ৬ টি কটেজ ও ২ তালা বিশিষ্ট একটি রিসোর্ট রয়েছে। এছাড়া সুইমিং পুল, স্পা, রেস্টুরেন্ট, গাড়ি পাকিং সুবিধা, ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক, গেমিং জোন, ডিজে পাটির ব্যবস্থা, নৌকা ভ্রমণ, পিকনিক স্পট সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য রাঙাউটি রিসোর্টিকে মৌলভীবাজারের অন্যান্য রিসোর্ট গুলো থেকে অসামান্য করে তুলেছে। যা প্রকৃতিপ্রেমীদের কাছে একটি নিখুঁত জায়গা, যেখানে পর্যটকেরা বেশ প্রশান্তি খুঁজে পায়।

BM Khalid Hasan Sujon

যারা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ভ্রমণে যাবেন তারা রাত্রিযাপন বা অবকাশ যাপন এবং প্রাকৃতিক পরিবেশের সাথে সময় কাটাতে অবশ্যই রাঙ্গাউটি রিসোর্টে যাবেন।

Rangauti Resort রাঙ্গাউটি রিসোর্ট রুম ভাড়া

রাঙাউটি রিসোর্টে রাত্রিযাপন করার জন্য ৪,৮০০ টাকা থেকে ১২,০০০ টাকার মধ্যে ডিলাক্স টুইন, ফ্যামেলি ডিলাক্স, সুইট জোলো জোছনা, সুপার ডিলাক্স এবং স্পেশাল সুপার ডিলাক্স রুম ভাড়া পাবেন।

রুমের সাথে ২৪ ঘন্টা রুম সার্ভিস, ফ্রি সকালের নাস্তা,  ফ্রি ওয়াই-ফাই সার্ভিস, এয়ারকন্ডিশন, ফ্যান, এলইডি টিভি, গাড়ি পাকিং সুবিধা, রুমে প্রয়োজনীয় আসবাবপত্র, মিনারেল ওয়াটার, মিনি ফ্রিজ, চা / কফি, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, বাথরুম সহ আরো বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

BM Khalid Hasan Sujon
রুমের ধরনব্যাক্তি সংখ্যারুম ভাড়া
ডিলাক্স টুইন৪,৮০০ টাকা
ফ্যামেলি ডিলাক্স৭,২০০ টাকা
সুইট জোলো জোছনা১২,০০০ টাকা
সুপার ডিলাক্স৭,২০০ টাকা
স্পেশাল সুপার ডিলাক্স৮,৪০০ টাকা

এখানে রাত্রিযাপন না করতে চাইলে দিনে ঘোরাঘুরি, সুইমিং পুলে গোসল করা, বোড রাইডিং, মাছ ধরা, খাওয়া-দাওয়া করা ও পিকনিক করার জন্য দিনের বেলায় একটি প্যাকেজ নিতে পারেন।

রাঙ্গাউটি রিসোর্টে চেক ইন করার সময় দুপুর ১ টা এবং চেক আউট করার সময় সকাল ১১ টা।

যোগাযোগ করুন

খাওয়া-দাওয়া

সকালের নাস্তা: রাঙাউটি রিসোর্টে খাবার খাওয়ার জন্য দুইটা প্যাকেজ চালু রয়েছে। এছাড়া রুমে থাকার পাশাপাশি সকালে ফ্রি নাস্তা পাবেন। স্পেশাল বারবিকিউ প্যাকেজ ৪৪৪ টাকা।

লাঞ্চ প্যাকেজ: ডাল, চিকেন, সাদা ভাত, আলু ভর্তা, মিনারেল ওয়াটার বোতল, মাছ ভাজা, চিকেন ঝাল ফ্রাই, সালাত ইত্যাদি। এই প্যাকেজের মূল্য জনপ্রতি ৯০০ টাকা সাথে ভ্যাট ও সার্ভিস চার্জ প্রযোজ্য। সকাল ১০ টার আগে খাবার অর্ডার দিতে হবে।

BM Khalid Hasan Sujon

ইভেনিং প্যাকেজ: ফ্রেঞ্জ ফ্রাই, চিকেন সামোসা বা ভেজিটেবল সামোসা, চিকেন লুডুস, অন্যান্য খাবার আইটেম। এই সন্ধ্যা প্যাকেজের মূল্য জনপ্রতি ৫০০ টাকা সাথে ভ্যাট ও সার্ভিস চার্জ প্রযোজ্য।

কিভাবে Rangauti Resort যাবেন

রাঙাউটি রিসোর্ট যেতে হলে প্রথমে আপনাকে মৌলভীবাজার যেতে হবে। এরপর মৌলভীবাজার শহর থেকে অটোরিকশা বা সিএনজি করে রাঙাউটি রিসোর্ট যেতে পারবেন।

বাসে ঢাকা টু মৌলভীবাজার

বাসে ঢাকা থেকে মৌলভীবাজার যাওয়ার জন্য ঢাকার সায়েদাবাদ, গাবতলী, আব্দুল্লাহপুর, কলাবাগান ফকিরাপুল বাস টার্মিনাল থেকে হানিফ, এস আলম, সোহাগ, শ্যামলী, গ্রীন লাইন, ইউনিক পরিবহন সহ আরো বিভিন্ন পরিবহনে ঢাকা টু মৌলভীবাজার যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে ভাড়া ৭০০ টাকা থেকে ১২,০০ টাকা পর্যন্ত। সকাল, দুপুর এবং রাতে যেকোনো সময় বাস ছেড়ে যায়।

ট্রেনে ঢাকা টু সিলেট

ট্রেনে ঢাকা টু সিলেট যাওয়ার জন্য ঢাকা কমলাপুর রেলস্টেশন বা বিমানবন্দর রেলস্টেশন থেকে পর্বত এক্সেপ্রেস, জয়ন্তিকা এক্সেপ্রেস, উপবন এক্সেপ্রেস ও কালানী এক্সেপ্রেস ট্রেনে ঢাকা টু সিলেট যেতে পারবেন। এসি নন এসি সিট ক্লাস ভেদে ভাড়া ২৬৫ টাকা থেকে ১,০৯৯ টাকা পর্যন্ত, সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য। এরপর সিলেট শহর থেকে বাস, অটোরিকশা বা সিএনজি করে মৌলভীবাজার যেতে পারবেন।

বিমানে ঢাকা টু সিলেট

বিমানে ঢাকা টু সিলেট যাওয়ার জন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইউএস-বাংলা, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটে সিলেট যেতে পারবেন। সিট ক্লাস ভেদে ভাড়া ৩,৫০০ টাকা থেকে ১০,০০০  টাকা। যেতে সময় লাগবে ১ ঘন্টা। প্রতিদিন কয়েকটি ফ্লাইট পরিচালনা করা হয়। সিলেট শহর থেকে বাস, সিএনজি করে মৌলভীবাজার যেতে পারবেন।

মৌলভীবাজার থেকে রাঙাউটি রিসোর্ট

মৌলভীবাজার শহর থেকে অটোরিকশা বা সিএনজি ভাড়া নিয়ে তালতলা বাজার গিয়ে রাঙ্গাউটি রিসোর্টে যেতে পারবেন। তালতলা বাজারের পাশে অবস্থিত রাঙাউটি রিসোর্ট।

আরো পড়ুন