alternatetext
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এখন কোথায়

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এখন কোথায় কিভাবে জানবেন

মনে করুন আপনার প্রিয়জন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে পঞ্চগড় বা পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছে কিন্তু মোবাইলে তার সাথে যোগাযোগ করতে পারছেন না। তাই আপনি জানতে চাচ্ছেন পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে?

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের বর্তমান অবস্থান জানার জন্য ট্রেন ট্র্যাকিং এবং মনিটরিং করার জন্য একটি সিস্টেম চালু করেছে। যার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ট্রেনের বর্তমান অবস্থান বা পরবর্তী স্টেশন সম্পর্কে জানতে পারবেন।

আপনার হাতে থাকা যেকোনো মোবাইল ফোন থেকে এসএমএস (SMS) এর মাধ্যমে জেনে নিতে পারবেন ট্রেন এখন কোথায় আছে বা ট্রেনের পরবর্তী স্টেশন সম্পর্কে। একই ভাবে আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এখন কোথায় সেটা কিভাবে জানবেন।

বাংলাদেশ রেলওয়ে ২০১৪ সালে ১৬ জানুয়ারি জিপিএস ভিত্তিক ট্রেন ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম চালু করেন। ট্রেন ট্র্যাকিং ও মনিটরিং করার জন্য ৪ টি বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস রয়েছে। এই অফিস গুলো হল ঢাকা, চট্টগ্রাম, লালমনিরহাট ও পাকশী।

BM Khalid Hasan Sujon

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এখন কোথায় কিভাবে জানবেন

যেকোনো ট্রেন বা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন এখন কোথায় জানতে আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে এসএমএস করুন TR স্পেস দিয়ে TRAIN NAME বা TRAIN NUMBER লিখে পাঠিয়ে দিবেন 16318 নাম্বারে। এসএমএস চার্জ ৫.৩৩ টাকা।

উদাহরণ: TR Panchagarh Express বা 794 এবং পাঠিয়ে দিবেন 16318 নাম্বারে।

ফিরতে এসএমএস এর মাধ্যমে আপনার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে কোথায় আছে এবং পরবর্তী স্টেশন কি সেটা জানতে পারবেন।

BM Khalid Hasan Sujon

ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন কোড 793 এবং পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন কোড 794.

মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেন এখন কোথায় জানার উপায়

মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেন লোকেশন (Location) জানার জন্য play Store থেকে “BR Explorer” অ্যাপটি ইনস্টল করুন। এরপর মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট রেজিষ্ট্রেশন করুন।

ট্রেনের লোকেশন বা ট্রেন এখন কোথায় আছে জানার জন্য ডানপাশে মেন্যু অপশনে গিয়ে “Locate Train” অপশনে ক্লিক করুন।

এরপর যে ট্রেনের লোকেশন জানতে চাচ্ছেন সেই ট্রেনের নামের উপর ক্লিক করে আবার ক্লিক করে Yes অপশনে ক্লিক করলে ট্রেন এখন কোথায় আছে জানতে পারবেন।

BM Khalid Hasan Sujon
আরো পড়ুন

Similar Posts