চট্টগ্রাম নিউ মার্কেট আবাসিক হোটেল সমূহ
বাংলাদেশের বৃহত্তর বন্দর নগরী চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় যারা রাত্রিযাপন করার জন্য আবাসিক হোটেল সমূহের তথ্য জানতে চাচ্ছেন তাদের আজকের ভ্রমণ টিপসে জানাবো চট্টগ্রাম নিউ মার্কেট আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, রুম ভাড়া সহ বিস্তারিত তথ্য।
চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় অবস্থিত আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, রুম ভাড়া ও যোগাযোগ করার তথ্য হোটেল ম্যানেজার ও গেস্ট রিভিউ থেকে নেওয়া হয়েছে।
তাই হোটেল সমূহের ভাড়া সময়ের সাথে পরিবর্তন হতে পারে। যারা ফোন করে অগ্রিম রুম বুকিং দিবেন তারা অবশ্যই ভালো করে জেনে বুঝে বুকিং দিবেন। আর যারা হোটেলে গিয়ে রুম নিবেন তারা রুম দেখে পছন্দ হলে দামাদামি করে রুম নিবেন।
চট্টগ্রাম নিউ মার্কেট আবাসিক হোটেল সমূহ
হোটেল আল-নূর (আবাসিক)
চট্টগ্রাম রেয়াজউদ্দিন বাজার নিউ মার্কেট এলাকায় হোটেল আল-নূর অবস্থিত। যারা কম খরচে নিউ মার্কেট এলাকায় রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ স্থান। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।
এখানে রুমের সাথে ওয়াশরুম, টিভি, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ৭০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ১০৮, ২য় তলা, আল নূর মার্কেট, স্টেশন রোড়, রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম ৪০০০
- মোবাইল নাম্বার: ০১৮৪২-৮১০৪২৫
হোটেল ছোবহান (আবাসিক)
চট্টগ্রাম নিউ মার্কেট স্টেশন রোড় অবস্থিত হোটেল ছোবহান। এখানে এসি নন-এসি সিঙ্গেল, ডাবল, কাপল, ফ্যামেলি রুম পকবেন।
রুমের সাথে ওয়াশরুম, টিভি, ফ্যান, এয়ারকন্ডিশন, ওয়াই-ফাই নেটওয়ার্ক, লাইট সহ রুমের সাথে টুকটাক প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৫০০ টাকা ২,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: চট্টগ্রাম নিউ মার্কেট ফুলকলি, স্টেশন রোড়
- মোবাইল নাম্বার: ০১৬০৭-১১৮০৯০
হোটেল প্যারাডাইস (নিউ) আবাসিক
চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় অবস্থিত হোটেল প্যারাডাইস (নিউ)। এখানে এসি নন-এসি সিঙ্গেল, ডাবল, কাপল, ফ্যামেলি সহ আরো বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, মেনারেল পানির বোতল, সোফা, এলইডি টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ২৪ ঘন্টা রুম সার্ভিস সহ প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এছাড়া হোটেলে গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা রয়েছে। এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ১,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: স্টেশন রোড়, নিউ মার্কেট, চট্টগ্রাম
- মোবাইল নাম্বার: ০১৮৭৬-৭০৩৩৮০
হোটেল নিউ রাজধানী (আবাসিক)
চট্টগ্রাম স্টেশন রোড়ের রেয়াজউদ্দিন বাজারে অবস্থিত হোটেল নিউ রাজধানী। এখানে এসি নন-এসি বিভিন্ন ক্যাটাগরির রুম পাবেন।
রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ৫৩৮/৫৪৪, ঘোষাল কোয়াটার, স্টেশন রোড়, রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম ৪০০০
- মোবাইল নাম্বার: ০১৮৭৭-৭৮৮৭৭৯
- ফোন নাম্বার: ৬১৯৯১১
হোটেল গোল্ডেন ইন
চট্টগ্রাম নিউ মার্কেট স্টেশন রোডে হোটেল গোল্ডেন ইন অবস্থিত। এখানে এসি নন-এসি কাপল, সিঙ্গেল, ডাবল, ফ্যামেলি সব ধরনের রুম রয়েছে। হোটেলের সার্ভিস ম্যানদের ব্যবহার অসাধারণ।
রুমের সাথে ওয়াশরুম, এয়ারকন্ডিশন, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, ফ্যান, ঠান্ডা ও গরম পানি, গিজার, ২৪ ঘন্টা রুম সার্ভিস, মিনারেল ওয়াটার বোতল, চা/কফি সহ প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
এসি নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ১,৫০০ টাকা থেকে ৬,৫০০ টাকা পর্যন্ত। হোটেলে গাড়ি পাকিং সহ অন্যান্য ব্যবস্থা রয়েছে।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: ৩৩৬, স্টেশন রোড়, চট্টগ্রাম
- মোবাইল নাম্বার:
আরো পড়ুন