ভাওয়াল রিসোর্ট, গাজীপুর
ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা (Bhawal Resort & Spa) গাজীপুর জেলার মির্জাপুর ইউনিয়নের নলজাহিনী গ্রামে অবস্থিত। প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে ও সবুজ গাছগাছালির মধ্যে গড়ে তোলা হয়েছে এই রিসোর্ট এন্ড স্পা।
প্রায় ৬৫ একর জায়গায় উপর গড়ে তোলা হয়েছে এই রিসোর্টটি। এখানে মোট ৫ টি জোন ও রাত্রিযাপন করার জন্য মোট ৬১ টি কটেজ রয়েছে। প্রত্যেকটি কটেজ গেস্টদের দৃষ্টি আকর্ষণ করবে।
এখানে রয়েছে বড় আকারের সুইমিং পুল, জীম সেন্টার, স্পা সেন্টার, মিনি চিড়িয়াখানা, কিডস জোন, কনফারেন্স হল, মিটিং হল, সেমিনার হল, রেস্টুরেন্ট সহ আরো আকর্ষনীয় সব সুবিধা।
গেস্টদের সার্বিক নিরাপত্তা এবং প্রয়োজনীয় সকল সার্ভিস দেওয়ার জন্য এখানে ৪৫ জন আনছার ও ১৫০ জন কর্মকর্তা কর্মচারী রয়েছে। যারা সর্বক্ষণ আপনার প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী কাজ করবে।
রিসোর্টটি বিশাল আকারের হওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তাদের নিজস্ব ইলেক্ট্রনিক গাড়ি ব্যবস্থা রয়েছে। রিসোর্টে চেক-ইন করার পরে ওয়েলকাম ড্রিংক প্রদান করা হবে।
ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা এর বৈশিষ্ট্য
- ওয়াই-ফাই ইন্টারনেট
- কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট
- স্বাগতম ড্রিংক
- চা / কফি তৈরির সুবিধা
- ইলেক্ট্রনিক সেফটি ডিপোজিট বক্স
- রুমে বিভিন্ন ধরনের ফল পাবেন
- সুইমিং পুল এবং জ্যাকুজির ব্যবহার
- এলইডি টিভি সাথে ওয়াই-ফাই সংযোগ
- ৫০০ মিলি মিনারেল ওয়াটার
- ৫ বছর পর্যন্ত বয়সী শিশুদের জন্য বিনামূল্যে সকালের নাস্তা
- বিনামূল্যে শিশুদের খেলনা
- শিশুদের গেমিং জোন
- রেস্টুরেন্ট
- কটেজ
- মিনি চিড়িয়াখানা
- জীম সেন্টার
- সুইমিং পুল
- স্পা সেন্টার
- কনফারেন্স হল
- মিটিং রুম
- সেমিনার হল
কিভাবে যাবেন
ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা গাজীপুর জেলায় মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামে অবস্থিত। দেশের বিভিন্ন স্থান থেকে খুব সহজে গাজীপুর আসতে পারবেন। গাজীপুর ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে মেম্বার বাড়ি বাস স্টেশন থেকে ডান দিকে মোড নিয়ে ৩ কিলোমিটার দূরে ভাওয়াল রিসোর্ট অবস্থিত।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরত্বে এই রিসোর্টে যেতে ১ ঘন্টা ৩০ মিনিটের মতো সময় লাগে। রাস্তায় যদি ট্রাফিক জ্যাম থাকে তাহলে সময় আরো বেশি লাগবে।
খাওয়া-দাওয়া ব্যবস্থা
ভাওয়াল রিসোর্টে খাবার জন্য তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকে আপনাদের পছন্দসই সকল খাবার খেতে পারবেন। খাবার আগে আপনি কি কি খেতে চাচ্ছেন তার অর্ডার দিতে হবে।
রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য ৩ টি আকর্ষনীয় স্থান রয়েছে। প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে বসে খাবার ব্যবস্থা রয়েছে। এসি রেস্টুরেন্টের মধ্যে বসে খাবার ব্যবস্থা রয়েছে। আবার পানির উপর বসে বিভিন্ন প্রজতির মাছ দেখতে দেখতে খাবার ব্যবস্থা রয়েছে।
এখানে খাবারের মান অনেক উন্নত মানের হওয়ায় খাবারের দাম অনেক বেশি। যারা কটেজ বুকিং করবেন তাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সুবিধা রয়েছে।
ভাওয়াল রিসোর্ট রুম ভাড়া
এখানে রাত্রিযাপন করার জন্য ৩ টি ক্যাটাগরির মোট ৬১ টি কটেজ রয়েছে। এই কটেজ গুলোর ভাড়া ছুটির দিন ভেদে কম বেশি হয়ে থাকে। নিচে কটেজ / রুম ভাড়া উল্লেখ করা হল।
Room Type | Room Price Holiday | Room Price Weekday |
One Bedroom Villa | 13,800 Tk | 11,040 Tk |
One Bedroom Suite | 18,400 Tk | 14,720 Tk |
Two Bedroom Suite | 27,600 Tk | 22,080 Tk |
ওয়ান বেডরুম ভিলা ও সুইট রুমে ২ জনের সাথে ১ জন শিশু এবং টু বেডরুম সুইটের সাথে ৪ জনের সাথে ২ জন শিশু থাকতে পারবেন। অতিরিক্ত বেড নিতে চাইলে ২,৫০০ টাকা প্রদান করতে হবে, সাথে সকালের নাস্তা পাবেন।
যোগাযোগ তথ্য
- ঠিকানা: নলজাহিনী, মির্জাপুর, গাজীপুর, ঢাকা
- প্রধান কার্যালয়: বাড়ি ২, রোড ৯, ব্লক জি, বনানী, ঢাকা – ১২১৩
- মোবাইল নাম্বার: ০১৮৭১-০০৪০০৭, ০১৮৭১-০০৪০১৫, ৯৬১১৪০০৭০০
- কর্পোরেট বুকিং: ০১৮৭১-০০৪০০৮, ০১৮৭১-০০৪০০৯, ০১৮৭১-০০৪০১১
- ইমেইল: corporate@bhawalresort.com
- ফেসবুক পেজ
- ওয়েবসাইট
আরো পড়ুন