ছুটি রিসোর্ট, গাজীপুর
ছুটি রিসোর্ট (Chuti Resort) গাজীপুর জেলার সুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে। গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে গ্রামীণ পরিবেশে গড়ে তোলা এই রিসোর্টে রয়েছে নৌ ভ্রমণ ও সংরক্ষিত বৃক্ষ বনে তাঁবু টানানোর ব্যবস্থা।
এই রিসোর্টে পাখির কিচিরমিচির, ঝিঁঝিঁ পোকার গুঞ্জন, জোনাকির আলো, রাতে শিয়ালের হাঁক, বাঁদর এসব আপনাকে গ্রামের রাতের কথা মনে করিয়ে দিবে।
আপনি যদি ভরা পূর্ণিমায় ছুটি রিসোর্টে রাত্রিযাপন করার জন্য আসেন তাহলে অন্ধকার রাতে জোছনা উপলব্ধি করতে পারবেন। কারণ ভরা পূর্নিমা রাতে এই রিসোর্টে বৈদ্যুতিক আলো জ্বালানো হয় না। আপনি যদি শৈশবের দূরন্ত দিন গুলো উপভোগ করতে চান তাহলে ভরা পূর্ণিমায় ও বর্ষা মৌসুমে এই ছুটি রিসোর্টে একটি রাত রাত্রিযাপন করুন।
এখানে রয়েছে কটেজ, ছনের তৈরি ঘর, আধুনিক রেস্টুরেন্ট, দুইটি পিকনিক স্পট, কিডস জোন, দুইটি খেলার মাঠ, বার্ড হাউস, ফল সবজি ও ফুলের বাগান, ভেষজ বাগান ও বড় তিনটি লেকে মাছ ধরার সু-ব্যবস্থা।
লেকে মাছ ধরার সু-ব্যবস্থা গেস্টদের কাছে এই রিসোর্টের আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে। ৩ টি লেকে নিদিষ্ট পরিমাণ ফি দিয়ে বশি দিয়ে মাছ ধরতে পারবেন। রিসোর্টে গেস্টদের খেলাধুলা করার জন্য রয়েছে ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন খেলার মাঠ।
এখানে রাত্রিযাপন করার জন্য গড়ে তোলা হয়েছে ২১ টি এসি নন-এসি দৃষ্টিনন্দন কটেজ। গ্রামীণ ও শহরের স্থাপনার আদলে এই রিসোর্টের আরো রয়েছে ২ টি কনফারেন্স রুম, সুইমিং পুল ও পিকনিক স্পট।
ছুটি রিসোর্টে খাবার জন্য রয়েছে আধুনিক রেস্টুরেন্ট। সেখান থেকে দেশি-বিদেশী বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ, থাই ও কন্টিনেন্টাল খাবার খেতে পারবেন। সকলের নাস্তায় পাবেন চালের রুটি, চিতই পিঠা, সবজি, মুরগির মাংস ও ডাউল ভুনা। এছাড়া ফলের মৌসুমে গেস্টদের নানা ধরনের ফল উপহার দেওয়া হয়।
ছুটি রিসোর্ট কিভাবে যাবেন
ছুটি রিসোর্টে যেতে হলে প্রথমে আপনাকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র ৭.৫ কিলোমিটার দূরে এই রিসোর্ট অবস্থিত। ঢাকা এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা আসতে ১ ঘন্টা ৩০ মিনিটের মতো সময় লাগবে।
সেখান থেকে রাজবাড়ী গাজীপুর ডিসি অফিসের সামনে যেতে হবে। ডিসি অফিস থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে সুকুন্দি গ্রামে এই রিসোর্ট।
ডিসি অফিসের সামনে থেকে রিসোর্টে যাওয়ার জন্য সিএনজি বা অটোরিকশা পেয়ে যাবেন। জনপ্রতি ২০ টাকা ভাড়া দিয়ে আমতলী বাজারের পাশে সুকুন্দি গ্রামে অবস্থিত ছুটি রিসোর্টে যেতে পারবেন।
ছুটি রিসোর্ট রুম ভাড়া
ছুটি রিসোর্টে এক দিনের জন্য কটেজ ভাড়া সর্বনিন্ম ৭,৫০০ টাকা থেকে শুরু করে ১৮,০০০ টাকা পর্যন্ত। কনফারেন্স রুম নিতে চাইলে ২০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত খরচ হবে। ১০০-২০০ জনের জন্য পিকনিক স্পট ভাড়া নিতে চাইলে ৯০,০০০ টাকা খরচ হবে।
নিচে ছুটি রিসোর্টের কটেজ ভাড়ার তালিকা উল্লেখ করা হল।
Room Types | Room Price |
Family Cottage (2 Room) | 18,000++ Tk |
Executive Suite | 14,000++ Tk |
Royal Suite | 18,000++ Tk |
Bhawal Cottage | 13,000++ Tk |
Wooden Cottage | 8,000++ Tk |
Oitijjo Cottage | 8,000++ Tk |
Duplex Vila | 8,000++ Tk |
Deluxe Twin | 7,500++ Tk |
Premium Twin | 8,000++ Tk |
Platinum King | 9,000++ Tk |
Premium Duplex | 11,000++ Tk |
বিঃদ্রঃ সকল কটেজের সাথে ২৫% ভ্যাট ও সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
প্রত্যেকটি কটেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সুইমিং পুল, প্লে গ্রাউন্ড, স্পোর্টস জোন, কিডস জোন, হেলথ জোন, বোটিং, ফল, বিস্কুট ও মিনারেল পানির বোতল পাবেন।
এছাড়া রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ২৪ ঘন্টা রুম সার্ভিস, ৩২ ইঞ্চি এলইডি টিভি, কিং সাইজের বিছানা, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, চা / কফি, টেলিফোন সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
রিসোর্টে গেস্টদের জন্য ড্রিংক করার জন্য মিনি বার ও গাড়ি পাকিং সুবিধা রয়েছে।
ছুটি রিসোর্টে প্রবেশের জন্য ডে আউট প্যাকেজ
এখানে রাত্রিযাপন করার পাশাপাশি ডে আউটের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। ৭-৮ জন বন্ধু মিলে ডে আউট প্যাকেজ নিয়ে ছুটি রিসোর্টে ঘুরতে যেতে পারবেন।
সর্বনিন্ম ৭-৮ জনের গ্রুপ নিয়ে ডে আউট প্যাকেজে থাকছে সকালের নাস্তা, সুইমিং পুল, দুপুরের খাবার, পিঠা, ঐতিহ্যবাহী দেশী খাবার, বিদেশী খাবার, বিশ্রামের জন্য এসি রুম সহ আরো সুযোগ সুবিধা পাবেন।
সারা দিনের জন্য এই প্যাকেজ নিতে জনপ্রতি আপনার খরচ হবে ২,৭০০ টাকা। আপনাকে কয়েক দিন আগেই রিসোর্সটি বুকিং দিয়ে আসতে হবে।
খাওয়া-দাওয়া
ছুটি রিসোর্টে থাকার পাশাপাশি খাবার জন্য আধুনিক জল লেকভিউ রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে বাংলা, ইন্ডিয়ান, থাই, চাইনিজ ও কন্টিনেন্টাল খাবার খেতে পারবেন। এই খাবার গুলো বুফে থেকে খেতে পারবেন।
সকালের নাস্তায় চালের রুটি, ডাউল ভুনা, সবজি, মুরগির মাংস ও চিতই পিঠা আয়োজন করা হয়। এছাড়া ফলের মৌসুম অনুযায়ী গেস্টদের নানা ধরনের ফল উপহার হিসাবে দেওয়া হয়।
এছাড়া বারবিকিউ, স্ন্যাক্স, জুস বা ট্রেডিশনাল পিঠার জন্য একটি ক্যাফে পুল রয়েছে।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: ছুটি রিসোর্ট, সুকুন্দি, আমতলী, জয়দেবপুর, গাজীপুর।
- মোবাইল নাম্বার: ০১৭৭৭-১১৪৪৯৯, ০১৭৭৭-১১৪৪৮৮, ০১৯৫১-৫৩৭৭৭৭, ০১৯৫১-৫০৮৮৮৮
- ইমেইল: reservation@chutibd.com
- ফেসবুক পেজ
- ওয়েবসাইট
আরো পড়ুন