জল ও জঙ্গলের কাব্য রিসোর্ট, গাজীপুর
জল ও জঙ্গলের কাব্য রিসোর্ট (Jol O Jongoler Kabbo Resort) যা অনেকের কাছে পাইলট বাড়ি রিসোর্ট নামে পরিচিত। এই রিসোর্টটি গাজীপুর জেলার টংগীর পুবাইলে প্রায় ৩০ একর জায়গায় উপর গড়ে তোলা হয়েছে।
এই রিসোর্টটি বিলের প্রকৃতিক পরিবেশ অবিকৃত রেখে বাঁশ আর পাটকাঠি দিয়ে আকর্ষণীয় ডিজাইনে সাজানো রয়েছে। বাঁশ, পাটকাঠির বেড়া, ছনের ছাউনি আর বিস্তৃত জলরাশি তৈরি করেছে গ্রামীণ ছোঁয়া।
অনাবিল সবুজ আর বিলের শান্ত জলে মাছ ধরার জন্য বরশি নিয়ে একটি দিন স্বপ্নের মতো কাটিয়ে দিয়ে পারবেন। বিলের উপর অপার্থিক জোছনা উপভোগ করতে চাইলে আপনাকে অবশ্যই এই রিসোর্টে আসতে হবে।
রাজধানী ঢাকার খুব কাছে হওয়ায় অল্প সময় ও অল্প খরচে সারাদিন কাটানোর জন্য এই রিসোর্টে আদর্শ স্থান। ঢাকার কাছে হওয়ার দিনে গিয়ে দিনে ফিরে আসতে পারবেন।
জল ও জঙ্গলের কাব্য রিসোর্ট কিভাবে যাবেন
রাজধানী ঢাকার আজিমপুর, মহাখালী, গুলিস্তান ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে বলাকা, ভিআইপি, গাজীপুর ও ঢাকা পরিবহন বাসে শিববাড়ী আসতে পারবেন। জনপ্রতি ভাড়া ৮০ টাকা।
শিববাড়ী থেকে সিএনজি বা অটোরিকশা করে সরাসরি জল ও জঙ্গলের কাব্য রিসোর্টে আসতে পারবেন। সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি ভাড়া লাগবে ১০০ টাকা। রিজার্ভ ভাড়া নিলে ৫০০-৬০০ টাকা লাগবে।
আবার ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে নরসিংদী বা কালীগঞ্জগামী বাসে পুবাইল কলেজ গেইট আসতে পারেন। বাসে জনপ্রতি ভাড়া লাগবে ৫০ টাকা। পুবাইল কলেজ গেইট থেকে রিক্সায় এই রিসোর্টে যেতে পারবেন। পুবাইল কলেজ গেইট থেকে রিসোর্টের দূরত্ব ৩ কিলোমিটার।
এছাড়া জয়দেবপুর রাজবাড়ীর পাশ দিয়ে টঙ্গী স্টেশন রোড় হয়ে বা ৩০০ ফিট রোড দিয়ে পুবাইল ডেমুরপাড়া অবস্থিত জল ও জঙ্গলের কাব্য বা পাইলট বাড়ি রিসোর্টে যেতে পারবেন।
খরচ ও ডে আউট প্যাকেজ
এই রিসোর্টে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার সহ জনপ্রতি ৩,০০০ টাকা নেওয়া হয়। খাবারের মান অনুযায়ী খরচ খুব বেশি মনে হবে না। শিশু ৫-১০ বছর, কাজের লোক ও ড্রাইভার জনপ্রতি ৬০০ টাকা।
ডে আউট প্যাকেজে সারাদিনের জন্য জনপ্রতি ১,৫০০ টাকা। সাথে সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালে ম্ন্যাক্স পাবেন। আপনাদের সর্বনিন্ম ১০ জনের গ্রুপ হতে হবে।
খাওয়া-দাওয়া ব্যবস্থা
এই রিসোর্টে সাধারণত দেশীয় খাবার ও গ্রামীণ পিঠা পরিবেশন করা হয়। সকালের নাস্তায় চা, মুডি, চিতই পিঠা, গুড়, লুচি, ভাজি, মাংস ইত্যাদি পরিবেশন করা হয়।
দুপুরে খাবার জন্য সাদা ভাত, পোলাও ভাত, মাছ ও টক দিয়ে কচুমুখির ঝোল, রুই মাছ, দেশি মুরগির ঝোল, কয়েক পদের সবজি ও ভর্তা, ৩ পদের ডাল পরিবেশন করা হয়।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: জল ও জঙ্গলের কাব্য রিসোর্ট, পাইলট বাড়ি, ডেমুরপাড়া, পূবাইল, জয়দেবপুর-পূবাইল রোড, গাজীপুর-৭৮০০, বাংলাদেশ।
- মোবাইল নাম্বার: ০১৭৯২-৯২৯৭২৭, ০১৮৮৫-০০৭৭৭৭, ০১৯১৯-৭৮২২৪৫
- ফেসবুক পেজ