সোহাগ পল্লী রিসোর্ট, গাজীপুর
সোহাগ পল্লী রিসোর্ট (Shohagh Polli Resort) গাজীপুর চন্দ্রা মোড় থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে কালামপুর গ্রামে ১১ একর জায়গার উপর কোলাহল মুক্ত সবুজ পরিবেশে গড়ে তোলা হয়েছে।
সোহাগ পল্লীতে তৈরি করা ঝুলন্ত সাঁকোর পিলার ও বেলকনিকে খোঁদাই করা কারুকাজ এখানে আগত অতিথিদের আকর্ষণ করে। এখানকার কৃত্রিমভাবে তৈরি লেকে বছরের সব সময় পানি থাকে। সেই পানিতে বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাবেন।
এখানে মেজবান নামের একটি দ্বিতীয় তলা রেস্টুরেন্ট, কনফারেন্স হল রুম ও সুইমিং পুল রয়েছে। এছাড়া বাচ্চাদের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন প্রকার উপকরণ স্থাপন করে রিসোর্টটিকে আরো আকর্ষণীয় করে তোলা হয়েছে।
সোহাগ পল্লীতে অতিথিদের রাত্রিযাপন করার জন্য কয়েকটি উন্নত মানের কটেজ রয়েছে। কটেজের সামনে দিয়ে বয়ে যাওয়া লেক দেখে আপনার মনে হবে ইতালির ভেনিসের সাজানো কোনো গ্রাম।
সোহাগ পল্লীতে আগত অতিথিদের রাত-দিন ২৪ ঘন্টা সেবা প্রদানের জন্য ৪০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। এদের আচার-আচরণ ও ব্যবহার আপনাকে সত্যিই মুগ্ধ করবে।
সোহাগ পল্লী রিসোর্ট কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে সোহাগ পল্লীতে যাওয়ার জন্য টাঙ্গাইলগামী যেকোনো বাসে চড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে নেমে যাবেন। চন্দ্রা মোড় থেকে সিএনজি বা অটোরিকশা করে সরাসরি সোহাগ পল্লী রিসোর্টে যেতে পারবেন।
চন্দ্রা মোড় থেকে মাত্র ৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত সোহাগ পল্লী। এছাড়া রাজধানী ঢাকার যেকোনো স্থান থেকে পরিবার নিয়ে উবার কার সার্ভিসে সরাসরি সোহাগ পল্লীতে যেতে পারবেন।
সোহাগ পল্লী প্রবেশ টিকিট মূল্য
ডে আউট ট্যুরে সাধারণ দর্শনার্থীদের জন্য সোহাগ পল্লীতে প্রবেশ টিকিট মূল্য ২০০ টাকা। এছাড়া পল্লীতে রাত্রিযাপন করার জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে।
খাওয়া-দাওয়া
সোহাগ পল্লীতে আগত অতিথিদের খাবার জন্য মেজবান নামে দ্বিতীয় তলা একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা, দুপুরে লাঞ্চ ও রাতে ডিনার করতে পারবেন।
এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। বাংলা, ইন্ডিয়ান, থাই ও চাইনিজ খাবার খেতে পারবেন।
সোহাগ পল্লী রিসোর্ট রুম ভাড়া
সোহাগ পল্লী পার্ক বা রিসোর্টে আগত অতিথিদের রাত্রিযাপন করার জন্য বেশ কয়েকটি উন্নত মানের কটেজ রয়েছে। নিচে কটেজ বা রুম ভাড়া উল্লেখ করা হল।
President’s Villa (Full): এই ভিলায় থাকার জন্য খরচ হবে ৫০,০০০ টাকা। এখানে ভিলায় ১৬ জনের থাকার জায়গায় ও ৭ টি বেড রয়েছে। ভিলার সাথে এসি, সুইমিং পুল, টিভি, ওয়াই-ফাই, বিনামূল্যে সকালের নাস্তা, ধুমপান করা, ঝরণা, তোয়ালে, মিনিবার, কর্মক্ষেত্র, টেলিফোন, রুমের ভিতর খাবার ব্যবস্থা ও বসার ঘর রয়েছে।
President Vila 1st Floor: এই ভিলায় থাকার জন্য খরচ হবে ৩০,০০০ টাকা। এখানে ১২ জনের থাকার জায়গায় ও ৪ টি বেড রয়েছে। ভিলার সাথে এসি, সুইমিং পুল, টিভি, ওয়াই-ফাই, নাস্তা, বোডিং, ঝরণা, ধুমপান, মিনিবার, কর্মক্ষেত্র, টেলিফোন, রুমে খাবার ব্যবস্থা ও আলাদা বসার কক্ষ রয়েছে।
President Vlla Ground Floor: এই ভিলায় থাকার জন্য খরচ হবে ৩০,০০০ টাকা। এখানে ১২ জনের থাকার জায়গা ও ৪ টি বেড রয়েছে। ভিলার সাথে এসি, সুইমিং পুল, টিভি, ওয়াই-ফাই, ওয়াশিং মেশিন, নাস্তা, ধুমপান, মিনিবার, কর্মক্ষেত্র, টেলিফোন, রুমে ডাইনিং ও আলাদা বসার রুম রয়েছে।
Family Villa Room: এই ভিলার রুমে থাকার খরচ ১৫,০০০ টাকা। এখানে ৬ জনের থাকার জায়গা ও ২ টি বেড রয়েছে। রুমের সাথে এসি, টিভি, ওয়াই-ফাই, বোডিং, ঝরর্ণা, ধুমপান, নাস্তা, তোয়ালে, কর্মক্ষেত্র, টেলিফোন, রুমে ডাইনিং, বসার আলাদা রুম ও মিনিবার রয়েছে।
Lakefront Cottage Room: এই রুমে থাকার জন্য খরচ হবে ৭,০০০ টাকা। এখানে ৩ জনের থাকার জায়গায় ও ১ টি বেড রয়েছে। রুমের সাথে এসি, টিভি, ওয়াই-ফাই, নাস্তা, বোডিং, টেলিফোন, ঝরর্ণা, ধুমপান, তোয়ালে, কর্মক্ষেত্র, রুমে ডাইনিং, বসার আলাদা রুম ও মিনিবার রয়েছে।
Standard Room: এই রুমে থাকার জন্য খরচ হবে ৫,০০০ টাকা। এখানে ৩ জনের থাকার জায়গার জন্য ১ টি বেড রয়েছে। রুমের সাথে এসি, সুইমিং পুল, টিভি, ওয়াই-ফাই ও নাস্তা পাবেন।
Deluxe Room: এই রুমে থাকার জন্য খরচ হবে ৬,০০০ টাকা। এখানে ৩ জনের থাকার জায়গার জন্য ২ টি বেড রয়েছে। রুমের সাথে এসি, টিভি, টেলিফোন, ওয়াই-ফাই, নাস্তা, বোডিং, ঝরর্ণা, ধুমপান, তোয়ালে, কর্মক্ষেত্র, মিনিবার, বসার আলাদা রুম ও রুমে ডাইনিং রয়েছে।
Poolside Suite 2: এই রুমে থাকার জন্য খরচ হবে ১০,০০০ টাকা। এখানে ৬ জনের থাকার জায়গার জন্য ১ টি বেড রয়েছে। রুমের সাথে এসি, সুইমিং পুল ও ওয়াই-ফাই নেটওয়ার্ক রয়েছে।
Poolside Room 1st Floor: এই রুমে থাকার জন্য খরচ হবে ৮,০০০ টাকা। এখানে ৪ জনের থাকার জায়গার জন্য ২ টি বেড রয়েছে। রুমের সাথে এসি, সুইমিং পুল, টিভি, ওয়াই-ফাই নেটওয়ার্ক ও বিনামূল্যে সকালের নাস্তা পাবেন।
White Non AC Room: এই রুমে থাকার জন্য ৩,৫০০ টাকা খরচ হবে। এখানে ২ জনের থাকার জায়গার জন্য ১ টি বেড রয়েছে। রুমের সাথে ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক পাবেন।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: সোহাগ পল্লী রিসোর্ট, কালামপুর, কালিয়াকৈর, চন্দ্রা, গাজীপুর, ঢাকা, বাংলাদেশ।
- হটলাইন: ০১৩২১-২১৩২৩২
- ইমেইল: sales@shohagpolli.com
- ফেসবুক পেজ
- ওয়েবসাইট
গাজীপুর জেলার অবস্থিত আরো রিসোর্ট সমূহ
- ছুটি রিসোর্ট
- নীলাম্বরী রিসোর্ট
- ভাওয়াল রিসোর্ট
- সরল বাড়ি রিসোর্ট
- জল ও জঙ্গলের কাব্য
- সারাহ রিসোর্ট
- রাজেন্দ্র ইকো রিসোর্ট