পুবাইল রিসোর্ট ক্লাব, গাজীপুর
পুবাইল রিসোর্ট ক্লাব (Pubail Resort Club), গাজীপুর জেলার পূবাইলের ভাদুন গ্রামে প্রায় ২৭ বিঘা জায়গার উপর মনোরম গ্রামীণ পরিবেশে গড়ে তোলা হয়েছে।
বাংলাদেশের অনেক সিনেমা ও নাটকের শুটিং হয়েছে এই ভাদুন গ্রামে। রাজধানী ঢাকার অদূরে এই রিসোর্ট ক্লাবে সব সময় অতিথিদের আনাগোনা দেখা যায়। এই রিসোর্ট ক্লাবটি প্রাকৃতি প্রোমী ও ভ্রমণ পিপাসুদের কাছে পরিচিত একটি নাম।
এই রিসোর্ট ক্লাবের অন্যতম বৈশিষ্ট্য হল কৃত্রিম লেকের উপর সমন্বয়ে তৈরি করা ১০ টি কটেজ। এই কটেজ গুলোর বারান্দায় বসে সবুজ প্রাকৃতি ও জোৎসা উপভোগ করতে পারবেন।
এছাড়া বাচ্চাদের জন্য গেমিং জোন, বোড রাইডিং, জিম সেন্টার ও সুইমিং পুল, পিকনিক স্পট রয়েছে। শীতের সময় ব্যাডমিন্টন, ক্রিকেট, ফুটবল খেলার মাঠ রয়েছে। যারা সবুজ প্রাকৃতি ভালোবাসেন তাদের জন্য আদর্শ স্থান এই রিসোর্ট ক্লাব।
এখানে সন্ধ্যায় অতিথিদের জন্য চিতই পিঠা, ভাবা পিঠা সহ কয়েক ধরনের পিঠার আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যায় কোরাল মাছের বারবিকিউ পার্টি তো থাকছে।
পুবাইল রিসোর্ট ক্লাব কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে পুবাইল রিসোর্ট ক্লাবে যাওয়ার জন্য গাজীপুরগামী যেকোনো বাসে গাজীপুর চৌরাস্তা নামতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে ৭ কিলোমিটার দূরে ভাদুন গ্রাম অবস্থিত।
গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি বা অটোরিকশা চড়ে ভাদুন গ্রামে অবস্থিত পুবাইল রিসোর্টে যেতে পারবেন। সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি ভাড়া লাগবে ৪০ টাকা। রিজার্ভ ভাড়া লাগবে ১৬০ টাকা।
কোথায় খাবেন
পুবাইল রিসোর্ট ক্লাবে অতিথিদের খাবার জন্য আধুনিক রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকে পছন্দের খাবার খেতে পারবেন। নিচে খাবারের তালিকা উল্লেখ করা হল।
সকালের নাস্তা: ডিম, পরোটা, ডাল, হালুয়া, ফ্রেশ জুস, চা / কফি ও মিনারেল ওয়াটার।
দুপুরের খাবার: সাদা ভাত, চিকেন কারি, রুই মাছের কারি, সবজি, মাছের ভর্তা, পালংশাক সাথে চিংড়ি মাছ, দই ও মিনারেল ওয়াটার।
সন্ধ্যায় নাস্তা: চিতই পিঠা, ভাবা পিঠা, চা / কফি ও মিনারেল ওয়াটার।
রাতের খাবার: পরোটা, চিকেন বারবিকিউ, ঘন ডাল, সালাদ, কোল ড্রিংক ও মিনারেল ওয়াটার।
পুবাইল রিসোর্ট ক্লাব রুম ভাড়া
Room Type | Guests | Room Price |
Deluxe Couple Room | 2 | 6,000 Tk |
Superior Deluxe Couple Room | 2 | 8,000 Tk |
Superior Deluxe Twin Room | 2 | 10,000 Tk |
One Bed Cottage | 2 | 12,000 Tk |
Two Bed Room Family Cottage | 4 | 24,000 Tk |
কটেজ বা রুমের সাথে চা / কফি মেকার, বিনামূল্যে সকালের নাস্তা, ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক, স্যাটেলাইট টিভি, ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, লন্ড্রি, এয়ারকন্ডিশন, ফ্যান, ২৪ ঘন্টা রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এছাড়া রিসোর্টে সুইমিং পুল, জিম সেন্টার, বোড রাইডিং, গেমিং জোন ও গাড়ি পাকিং সুবিধা পাবেন।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: প্লট# ৮০১, ভাদুন (ভাদুন হাই স্কুলের পিছনে), গাজীপুর, বাংলাদেশ।
- হেড অফিস: ৩৭৩/১ পূর্ব রামপুরা, ঢাকা, বাংলাদেশ
- মোবাইল নাম্বার: ০১৭০৫-৫৫৫৮৮৮, ০১৭০৫-৫৫৫৯৯৯
- ইমেইল: info@pubailresortclub.com
- ফেসবুক পেজ
- ওয়েবসাইট
গাজীপুর জেলার অবস্থিত আরো রিসোর্ট সমূহ
- ছুটি রিসোর্ট
- নীলাম্বরী রিসোর্ট
- সোহাগ পল্লী রিসোর্ট
- ভাওয়াল রিসোর্ট
- সরল বাড়ি রিসোর্ট
- জল ও জঙ্গলের কাব্য
- সারাহ রিসোর্ট
- রাজেন্দ্র ইকো রিসোর্ট