alternatetext
ম্যাজিক প্যারাডাইস পার্ক

ম্যাজিক প্যারাডাইস পার্ক, কুমিল্লা

ম্যাজিক প্যারাডাইস পার্ক (Magic paradise park) বাংলাদেশ কুমিল্লা জেলার লালমাই উপজেলার কোটবাড়ি সালমানপুর এলাকায় অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। বিশ্বের সবচেয়ে বড় থিম পার্ক ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হয়েছে এই পার্কের গেইটি বেশ আকর্ষনীয়।

কুমিল্লা বিশ্বরোড থেকে কোটবাড়ির পথ ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাড় হয়ে বনের মধ্যে দেখাতে পাবেন এই পার্কের অবস্থান। এখানে ২০ টির বেশি বিভিন্ন ধরনের রাইড, ওয়াটার পার্ক, পাইনোসর পার্ক, পিকনিক স্পট সহ এটি কুমিল্লার সবচেয়ে সুন্দর ও বড় এমিউজমেন্ট পার্ক।

এই পার্কটি ছোট বড় সবার কাছে ভালো লাগবে। পার্কের ভিতরে প্রবেশ করলে বিশাল বড় নাগরদোলা দেখতে পাবেন। নাগরদোলায় চড়ে সম্পূর্ণ পার্কের দৃশ্য দেখতে পাবেন। দেশের সবচেয়ে বড় কৃত্রিম ওয়েভ পুলের দাবিদার এই পার্কটি।

এখানে ছোট বড় সকলের জন্য রয়েছে বিভিন্ন রকমের রাইড। উচ্চ গানের শব্দে কৃত্রিম ঢেউয়ের মাঝে ঝাপিয়ে পড়তে পারবেন। এছাড়া ছোট পাহাড়ের চূড়ায় রয়েছে ৩ টি রাইড।

BM Khalid Hasan Sujon

এছাড়া পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে ডায়নোসরের গর্জন শুনতে পাবেন। সেন্সরের মাধ্যমে মুভ করে সাউন্ড ইফেক্টের ব্যবস্থা করা হয়েছে। মনে হবে আপনি হাজার বছর পুরনো সেই ডায়নোসরের যুগে চলে গেছেন।

প্যারাডাইস পার্কে রয়েছে মহিলা ও পুরুষের জন্য আলাদা নামাজের স্থান, স্যানিটেশন ও নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে পার্কের কাজটি এখনো নির্মাণাধীন অবস্থায় রয়েছে। আরো নতুন নতুন অনেক আইটেম এখানে যুক্ত হবে।

ম্যাজিক প্যারাডাইস পার্ক কিভাবে যাবেন

কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে যেতে হলে প্রথমে আপনাকে কুমিল্লা যেতে হবে। ঢাকা থেকে সড়ক পথে বাসে কুমিল্লা যেতে প্রায় ২ ঘন্টা সময় লাগে।

BM Khalid Hasan Sujon

ঢাকার কমলাপুর থেকে কুমিল্লা টমছমব্রিজ গামী এশিয়া ট্রান্সপোর্ট (জনপ্রতি ভাড়া ২০০ টাকা), এশিয়া এয়ার কন (জনপ্রতি ভাড়া ২৫০ টাকা), তিশা প্লাস (জনপ্রতি ভাড়া ১৫০ টাকা) দিয়ে সরাসরি কুমিল্লা কোটবাড়ি মোড় বিশ্বরোড নেমে যাবেন। যারা চট্টগ্রাম থেকে আসতে চান তারা ঢাকাগামী যেকোনো বাসে এসে কোটবাড়ি মোড় বিশ্বরোড নেমে যাবেন। 

কোটবাড়ি মোড় থেকে লোকাল সিএনজি করে জনপ্রতি ৩০ টাকা ভাড়া দিয়ে সরাসরি মেজিক প্যারাডাইস পার্কে যেতে পারবেন। সিএনজি রিজার্ভ করলে ভাড়া লাগবে ১৮০ থেকে ২০০ টাকা।

এছাড়া যারা ঢাকা থেকে ট্রেনে আসতে চান তারা চট্টগ্রামগামী (সোনার বাংলা এক্সপ্রেস ও সুবর্ণা এক্সপ্রেস বাদে) যেকোনো ট্রেনে চড়ে কুমিল্লা রেলস্টেশনে নেমে যাবেন। ঢাকা থেকে কুমিল্লা জনপ্রতি ট্রেনে সিট ভেদে ভাড়া লাগবে ১৭০ টাকা থেকে ৭০২ টাকা।

কুমিল্লা থেকে ম্যাজিক প্যারাডাইস যাওয়ার উপায়

আপনারা যারা রাজধানী ঢাকা বা চট্টগ্রাম থেকে বাসে আসবেন তারা কোটবাড়ি বিশ্বরোড নেমে যাবেন। যদি অন্য কোনো জায়গায় নামেন তাহলে সিএনজি বা অটোরিকশা চড়ে কোটবাড়ি মোড় চলে আসবানে।

BM Khalid Hasan Sujon

কোটবাড়ি মোড় থেকে সিএনজি বা অটোরিকশা পাবেন মেজিক প্যারাডাইস পার্ক যাওয়ার জন্য। সিএনজি বা অটোরিকশায় লোকাল জনপ্রতি ভাড়া লাগবে ৩০ টাকা এবং রিজার্ভ নিলে ভাড়া লাগবে ১৮০ থেকে ২০০ টাকা।

সময়সূচী ও টিকিটের মূল্য

ম্যাজিক প্যারাডাইস পার্ক প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের ৭ দিন এই পার্কে খোলা থাকে।

কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কের টিকিটের মূল্য জনপ্রতি ৩০০ টাকা। ওয়াটার পার্কে প্রবেশ মূল্য ৩৫০ টাকা। বিভিন্ন রাইডের টিকিটের মূল্য ৫০ থেকে ১০০ টাকা। ৬ বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না।

আপনি চাইলে প্রতিটি রাইডারের জন্য আলাদা আলাদা টিকিট না কিনে একত্রে প্যাকেজের টিকিট কিনতে পারেন। যারা পার্কে পিকনিক ও ইভেন্টের আয়োজন করতে চাচ্ছেন তারা অগ্রিম বুকিং দিতে যোগাযোগ করুন 01755-660601, 01321-124560 নাম্বারে।

ম্যাজিক প্যারাডাইস পার্কের প্যাকেজ সমূহ

প্যাকেজের ধরণপ্যাজেক মূল্য
পার্কে প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ২ টি ড্রাই রাইড৩০০ টাকা
পার্কে প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ১ টি ড্রাই রাইড + ওয়াটার প্যারাডাইস৫০০ টাকা
পার্কে প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ৭ টি ড্রাই রাইড৬৫০ টাকা
পার্কে প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ৪ টি ড্রাই রাইড + ওয়াটার প্যারাডাইস৬৫০ টাকা
পার্কে প্রবেশ + ডাইনোসর ওয়ার্ল্ড + ৭ টি ড্রাই রাইড + ওয়াটার প্যারাডাইস৮৫০ টাকা

কোথায় খাবেন

মেজিক প্যারাডাইস পার্কে খাবার জন্য ২ টি খাবারের দোকান ও একটি রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টে ২৫০ থেকে ৩০০ টাকার প্যাকেজে ভালো মানের খাবার খেতে পারবেন।

ম্যাজিক প্যারাডাইস পার্কে বাহিরে থেকে খাবার নিয়ে ভিরতে প্রবেশ করতে পারবেন না। আপনাকে পার্কের ভিরত থেকে খাবার কিনে খেতে হবে।

ঢাকা থেকে একদিনে ভ্রমণ

আপনি রাজধানী ঢাকা থেকে এক দিনে এই প্যারাডাইস পার্কে ঘুরে আবার ঢাকায় ফিরে যেতে পারবেন। ঢাকা থেকে খুব সকালে বের হয়ে বাসে ২ ঘন্টার মধ্যে কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে পৌঁছে যাবেন।

সারাদিন পার্কে ঘুরে হাতে সময় থাকলে কুমিল্লার আরো কিছু দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যার আগে আবার ঢাকায় ফিরে যেতে পারবেন। যাদের হাতে সময় কম তারা একদিনে ঘুরে যেতে পারবেন।

আরো পড়ুন

Similar Posts