আপনারা যারা কুমিল্লা রাত্রিযাপন করার জন্য আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য আজকের ভ্রমণ টিপসে কুমিল্লা আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ভাড়া উল্লেখ করবো। যাতে আপনারা খুব সহজে আবাসিক হোটেল সমূহের ব্যাপারে ধারণা নিতে পারেন।
বাংলাদেশের বিখ্যাত জেলা কুমিল্লা। আপনারা যারা নানান প্রয়োজনে কুমিল্লায় রাত্রিযাপন করার জন্য আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য আজকে নিরাপদ ও সুরক্ষিত কয়েকটি আবাসিক হোটেল সমূহের তথ্য উল্লেখ করবো।
এই আবাসিক হোটেল সমূহের তথ্য তাদের হোটেল ম্যানেজার থেকে সংগ্রহ করা হয়েছে। তাই সময়ের সাথে ভাড়া পরিবর্তন হতে পারে। আপনারা যারা ফোন করে বুকিং নিবেন তারা নিজ দ্বায়িত্ব ভালো করে জেনে বুঝে বুকিং নিবেন।
আর যারা হোটেলে গিয়ে রুম ভাড়া নিতে চাচ্ছেন তারা আগে রুম দেখে পছন্দ হলে দামাদামি করে ভাড়া ঠিক করবেন। হোটেল ভাড়ার জন্য অধিকাংশ হোটেল জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়। তাই সাথে করে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যাবেন।
কুমিল্লা আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ভাড়া
হোটেল ভিক্টোরি আবাসিক (Hotel Victory Abashik)
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডে অবস্থিত হোটেল ভিক্টোরি আবাসিক। এখানে এসি, নন-এসি সিঙ্গেল, ডাবল, কাপল, টু-বেড রুম, থ্রি-বেড রুম, ফ্যামেলি, কনফারেন্স রুম সব ধরনের রুম আছে।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, রুম সার্ভিস, টেলিফোন ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে। রুমের সাথে সকালে বিনামূল্যে নাস্তা পাবেন।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত। সম্পূর্ণ আবাসিক হোটেলটি সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ও গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা রয়েছে। এছাড়া খাবার জন্য রেস্টুরেন্টে ও লিফট রয়েছে।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: জাহাঙ্গীর জ্যাম টাওয়ার (৭ম ও ৮ম তলা), ভিক্টোরিয়া কলেজ রোড, কুমিল্লা ৩৫০০
- মোবাইল নাম্বার: 01714-030094
- ইমেইল: hotelvictory2@gmail.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
হোটেল সোনালী আবাসিক (Hotel Sonali Residential)
কুমিল্লা কান্দিরপাড় টাউন হল সুপার মার্কেট এলাকায় অবস্থিত হোটেল সোনালী আবাসিক। এখানে এসি, নন-এসি সব ধরনের রুম আছে। যারা কম খরচে কুমিল্লায় রাত্রিযাপন করতে চান তাদের জন্য আদর্শ স্থান।
রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, ফ্যান, লাইট সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে। এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: টাউন হল সুপার মার্কেট, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০
- মোবাইল নাম্বার: 01819-879688
- ফোন নাম্বার: 081-63188
নিউ হোটেল ময়নামতি (আবাসিক)
কুমিল্লা রেল স্টেশন রোড়ে অবস্থিত নিউ হোটেল ময়নামতি আবাসিক। যারা কম খরচে আবাসিক হোটেল খুঁজছেন তাদের থাকার জন্য আদর্শ স্থান। এখানে সব গুলো রুম নন-এসি।
রুমের সাথে ওয়াশরুম, টিভি, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: রেল স্টেশন রোড়, কুমিল্লা
- মোবাইল নাম্বার: 01681-512431
হোটেল ময়নামতি (Hotel Mainamati)
কুমিল্লা রেল স্টেশনের পাশে অবস্থিত হোটেল ময়নামতি। এখানে এসি, নন-এসি বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। যাদের বাজেট কম তারা এই হোটেলে রাত্রিযাপন করতে পারবেন। এখানে গাড়ি পাকিং সুবিধা পাবেন।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: রেল স্টেশনের পাশে, কুমিল্লা
- মোবাইল নাম্বার: 01681-512430
রেড রুফ ইন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ (Red Roof Inn Hotel and Restaurant)
ঢাকা-কুমিল্লা-চট্রগ্রাম বাইপাস রোডে অবস্থিত রেড রুফ ইন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ। এখানে রাত্রিযাপন করার পাশাপাশি খাবার জন্য আধুনিক রেস্তোরাঁ রয়েছে। এখানে এসি, নন-এসি বিভিন্ন ধরনের সিঙ্গেল, ডাবল, থ্রি-বেড, কাপল ও ফ্যামেলি রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, ২৪ ঘন্টা রুম সার্ভিস, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
হোটেলে সুইমিং পুল ও গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা রয়েছে। এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। হোটেলে সিসি ক্যামেরা দ্বারা সর্বক্ষোণ নিরাপত্তা প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: নিশাত টাওয়ার, ঢাকা – কুমিল্লা – চট্টগ্রাম বাইপাস রোড, কুমিল্লা ৩৫০০
- মোবাইল নাম্বার: 01730-306092
হোটেল আল-রফিক আবাসিক (Hotel Al-Rafique Residential)
কুমিল্লা কান্দিরপাড় এলাকায় অবস্থিত হোটেল আল-রফিক আবাসিক। যারা কম খরচে কুমিল্লায় থাকার জন্য আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য আদর্শ স্থান। এখানে এসি, নন-এসি সব ধরনের রুম রয়েছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, সোফা, রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। হোটেলে গাড়ি পাকিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: চৌরঙ্গী শপিং সেন্টার ও জুয়েলারি মার্কেট (দ্বিতীয় তলা), টাউন হল গেইটের বিপরীতে, কান্দিরপাড়, কুমিল্লা।
- মোবাইল নাম্বার: 01816-023301, 01712-745707, 01554-320587
কিউ প্লেস আবাসিক হোটেল (Q Palace Residential Hotel)
কুমিল্লা সদরে কিউ প্লেস আবাসিক হোটেল অবস্থিত। এখানে রাত্রিযাপন করার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত্রিযাপনের জন্য এসি, নন-এসি সিঙ্গেল, ডাবল, কাপল ও ফ্যামেলি রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, রুম সার্ভিস, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,২০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। এছাড়া বিয়ে, অফিসিয়াল মিটিং সহ অন্যান্য অনুষ্ঠানের জন্য আলাদা সার্ভিস চার্জ নেওয়া হয়।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: রেসকোর্স, ইস্টার্ন ইয়াকুব প্লাজার বিপরীতে, কুমিল্লা সদর, কুমিল্লা ৩৫০০
- মোবাইল নাম্বার: 01998-800900
- ফেসবুক পেজ
সিয়াম হোটেল আবাসিক (Siyam Hotel Residential)
কুমিল্লা শশোনগাছা এলাকায় অবস্থিত সিয়াম হোটেল আবাসিক। কুমিল্লায় যারা কম খরচে থাকতে চাচ্ছেন তারা এই আবাসিক হোটেল থাকতে পারবেন।
এখানে রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, ফ্যান, লাইট ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। রুমের ভাড়া ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: শশোনগাছা, কুমিল্লা
- মোবাইল নাম্বার: 01749-045535
রাজমনি হোটেল আবাসিক (Rajmoni Hotel Residential)
কুমিল্লা রাজগঞ্জ রোডে রাজমনি হোটেল আবাসিক অবস্থিত। কম খরচে কুমিল্লায় রাত্রিযাপন করার জন্য আদর্শ স্থান। এখানে বিভিন্ন ক্যাটাগরির সিঙ্গেল, ডাবল ও ফ্যামেলি রুম পাবেন।
রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, লাইট, ফ্যান সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৫০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: মসজিদ ই-শুহাদা এর পাশে, রাজগঞ্জ রোড, রাজগঞ্জ, কুমিল্লা
- মোবাইল নাম্বার: 01831-520897
হোটেল স্কাই ভিশন আবাসিক (Hotel Sky Vision Residential)
কুমিল্লা সদরে অবস্থিত হোটেল স্কাই ভিশন। এখানে এসি, নন-এসি বিভিন্ন ক্যাটাগরির সিঙ্গেল, ডাবল, কাপল, থ্রি-বেড ও ফ্যামেলি রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, রুম সার্ভিস, সোফা ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এসি, নন-এসি ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত। হোটেল গাড়ি পাকিং ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা প্রদান করা হয়।
যোগাযোগের ঠিকানা
- ঠিকানা: সেবা ট্রেড সেন্টার, ৭ম তলা, কান্দিরপাড়, কুমিল্লা
- মোবাইল নাম্বার: 01716-806000
- টেলিফোন: 081-73376
কুমিল্লা আবাসিক হোটেল ভাড়ার নিয়ম
কুমিল্লা সহ দেশের যেকোনো জায়গায় আবাসিক হোটেল ভাড়া নেওয়া জন্য হোটেলের ফরম পূরণ করতে হয় এবং নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয়।
এছাড়া স্বামী-স্ত্রী একসাথে আবাসিক হোটেল ভাড়া নিতে চাইলে বিবাহের প্রামাণপত্র দেখাতে হয়। এক্ষেত্রে বিয়ের ছবি ও কাবিনের ছবি দেখাতে পারেন।
আরো পড়ুন
- কোনাবাড়ি আবাসিক হোটেল নাম্বার
- খুলনা দৌলতপুর আবাসিক হোটেল
- সীতাকুণ্ড আবাসিক হোটেল ভাড়া
- কম খরচে কুয়াকাটা হোটেল