আপনারা যারা খুলনায় রাত্রিযাপন করার জন্য নিরাপদ আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য আজকের ভ্রমণ টিপসে খুলনার সেরা আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও খুলনা আবাসিক হোটেল ভাড়া কত সহ বিস্তারিত তথ্য উল্লেখ করবো।
খুলনার সেরা আবাসিক হোটেল সমূহের ভাড়া কত সহ বিস্তারিত তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ, গেস্ট রিভিউ ও হোটেল ম্যানেজার থেতে সংগ্রহ করা হয়েছে। তাই সময়ের সাথে আবাসিক হোটেল ভাড়া পরিবর্তন হতে পারে।
যারা অগ্রিম বুকিং করবেন তারা নিজ দ্বায়িত্ব ভালো করে জেনে বুঝে বুকিং করবেন। আর যারা হোটেলে গিয়ে রুম ভাড়া নিবেন তারা আগে রুম দেখে পছন্দ হলে অবশ্যই দামাদামি করে রুম ভাড়া নিবেন।
খুলনা শহর ও আশেপাশে অনেক আবাসিক হোটেল রয়েছে। কিন্তু গেস্টদের নিরাপত্তার ও বিভিন্ন সুযোগ সুবিধার কথা চিন্তা করে খুলনার সেরা কিছু আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও ভাড়া কত উল্লেখ করবো। যাতে আপনি খুব সহজে খুলনা আবাসিক হোটেল গুলোর ব্যাপারে জানতে পারেন।
খুলনা আবাসিক হোটেল ভাড়া কত
হোটেল গ্রীন সিটি ইন্টাঃ (আবাসিক)
খুলনা সদর মজিদ সরোনি রোডে অবস্থিত হোটেল গ্রীন সিটি ইন্টাঃ (আবাসিক)। এখানে এসি, নন-এসি বিভিন্ন ধরনের সিঙ্গেল, ডাবল ও সুইট রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, সোফা, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, রুম সার্ভিস, বিনামূল্যে সকালের নাস্তা, সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র আছে।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৮০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত। হোটেলে গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা আছে।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: ১১২/১, মজিদ সরোনি, খুলনা, কেএন, ৯১০০, বাংলাদেশ
- মোবাইল নাম্বার: 01886-352777
- ফেসবুক পেজ
হোটেল স্বর্ণালী (আবাসিক)
খুলনা যশোর রোডে হোটেল স্বর্ণালী আবাসিক অবস্থিত। যারা কম খরচে খুলনা শহরে রাত্রিযাপন করার জন্য আবাসিক হোটেল খুঁজছেন তাদের জন্য আদর্শ স্থান। এখানে এসি নন, নন-এসি সব ধরনের রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য হোটেল রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: ১৫০ আপার যশোর রোড, খুলনা ৯১০০
- মোবাইল নাম্বার: 01708-656642
হোটেল গোল্ডেন স্টার
খুলনা কেডিএ এভিনিউ মজিদ সরণি অবস্থিত হোটেল গোল্ডেন স্টার। এখানে এসি, নন-এসি সব ধরনের সিঙ্গেল, ডাবল, থ্রিপল, কাপল ও ফ্যামেলি রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, রুম সার্ভিস, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ফিটনেস সেন্টার সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র আছে।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য ভাড়া ১,২০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। হোটেল গাড়ি পাকিং সুবিধা রয়েছে।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: ১৩৬, কেডিএ এভিনিউ, মজিদ সরণি, খুলনা ৯১০০
- মোবাইল নাম্বার: 01798-501068
হোটেল সিটিজেন
খুলনা মজিদ সরণি রোডে হোটেল সিটিজেন অবস্থিত। এখানে এসি, নন-এসি বিভিন্ন ধরনের রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, রুম সার্ভিস, বিনামূল্যে সকালের নাস্তা, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র আছে।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য ভাড়া ১,৪০০ টাকা থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত। হোটেল চেক-ইন ও চেক-আউট করার সময় দুপুর ১২টা। হোটেলে গাড়ি পাকিং সুবিধা রয়েছে।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: প্লট: এ১৭, রোড: ৯, মজিদ সরণি, খুলনা
- মোবাইল নাম্বার: 01955-005588
হোটেল আজমল ইন্টারন্যাশনাল
খুলনা লোয়ার যশোর রোড অবস্থিত হোটেল আজমল ইন্টারন্যাশনাল। যারা কম খরচে খুলনায় রাত্রিযাপন করতে চাচ্ছেন তাদের জন্য আদর্শ স্থান।
এখানে রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, ফ্যান, লাইট, সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ৫০০ টাকা থেকে ১,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: ৭৯/১ লোয়ার, যশোর রোড, খুলনা ৯১০০
- মোবাইল নাম্বার: 01728-323970
হোটেল এ্যাম্বাসেডর আবাসিক
খুলনা কেডি ঘোষ রোডে অবস্থিত হোটেল এ্যাম্বাসেডর। এখানে এসি, নন-এসি সব ধরনের সিঙ্গেল, ডাবল, থ্রি-বেড রুম, কাপল ও ফ্যামেলি রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, বিনামূল্যে সকালের নাস্তা, সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য ভাড়া ১,২০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত। হোটেল গাড়ি পাকিং ও পোশা প্রাণী নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে। চেক ইন ও চেক আউট করার সময় দুপুর ১২ টা।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: ৪৯, কেডি ঘোষ রোড, হেলাতলা রোড, খুলনা
- মোবাইল নাম্বার: 01307-157153
নিউ হোটেল গ্লোরী (আবাসিক)
খুলনা সবুর রোডে এশা চেম্বার খান-ই মার্কেটে অবস্থিত নিউ হোটেল গ্লোরী। এখানে এসি, নন-এসি বিভিন্ন ধরনের সিঙ্গেল, ডাবল, কাপল, থ্রি-বেড রুম ও ফ্যামেলি রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, সোফা, রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র আছে।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য ভাড়া ১,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত। হোটেলে রাত্রিযাপন করার ক্ষেত্রে গাড়ি পাকিং সুবিধা পাবেন।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: ৩ ও ৪ তলা, ৭৮ এশা চেম্বার মার্কেট খান-ই- সবুর রোড, খুলনা ৯১০০
- মোবাইল নাম্বার: 01301-337170
রোজ গার্ডেন গেস্ট হাউজ
খুলনা কেডিএ খান বাহাদুর আহসানুল্লাহ রোডে অবস্থিত রোজ গার্ডেন গেস্ট হাউজ। এখানে এসি, নন-এসি বিভিন্ন ক্যাটাগরির সিঙ্গেল, ডাবল, কাপল থ্রি-বেড ও ফ্যামেলি রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, সোফা, রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ৪,৫০০ টাকা পর্যন্ত। রুমের সাথে বিনামূল্যে সকালের নাস্তা ও গাড়ি পাকিং ব্যবস্থা রয়েছে।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: ১৪০, কেডিএ খান বাহাদুর আহসানুল্লাহ রোড, খুলনা ৯১০০
- মোবাইল নাম্বার: 01874-044201
হোটেল স্বপ্ন বিলাশ আবাসিক
খুলনা কেডিএ আউটার বাইপাস রোডে অবস্থিত হোটেল স্বপ্ন বিলাশ। এখানে এসি, নন-এসি বিভিন্ন ক্যাটাগরির সিঙ্গেল, ডাবল, কাপল, থ্রি-বেড ও ফ্যামেলি রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এয়ারকন্ডিশন, এলইডি টিভি, ফ্যান, সোফা, লাইন, ২৪ ঘন্টা রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য ভাড়া ৬০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। হোটেলে গাড়ি পাকিং সুবিধা রয়েছে।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: ২২, কেডিএ আউটার বাইপাস রোড, খুলনা ৯১০০
- মোবাইল নাম্বার: 01712-628140
হোটেল স্বপ্নপুরী আবাসিক
খুলনা আপার যশোর রোড অবস্থিত হোটেল স্বপ্নপুরী আবাসিক। এখানে এসি, নন-এসি সিঙ্গেল রুম, ডবল রুম ও কাপল রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, লাইট, ফ্যান, ২৪ ঘন্টা রুম সার্ভিস, সোফা সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।
এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ৯৯৯ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: ১৩৯, আপার যশোর রোড, রেল স্টেশনের বিপরীত পাশে, খুলনা
- মোবাইল নাম্বার: 01778-764148
- ফেসবুক পেজ
- ওয়েবসাইট
হোটেল জালিকো
খুলনার লোয়ার যশোর রোডে অবস্থিত হোটেল জালিকো। এখানে এসি, নন-এসি বিভিন্ন ক্যাটাগরির সিঙ্গেল, ডবল, কাপল, থ্রি-বেড ও ফ্যামেলি রুম আছে।
রুমের সাথে ওয়াশরুম, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, টেলিফোন, রুম সার্ভিস, বিনামূল্যে সকালের নাস্তা, ঠান্ডা ও গরম পানি সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।
হোটেলে চেন-ইন করার সময় দুপুর ১২ টা এবং চেক-আউট করার সময় দুপুর ১২ টা। এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক দিনের জন্য রুম ভাড়া ১,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: আপার যশোর রোড, খুলনা ৯১০০
- ফোন নাম্বার: 041-725912
আরো পড়ুন