সোনারগাঁও জাদুঘর – বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন
সোনারগাঁও জাদুঘর (Sonargaon Museum): বাংলাদেশের আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক আরো বিকশিত করার জন্য ১৯৭৫ খ্রিষ্টাব্দে ১২ মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁও ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরাতন বাড়িতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেন।
ঈশা খাঁর তোরন ও পানাম নগরীর ঠাকুরবাড়ি ভবন এই দুই স্থাপনা একত্রে করে প্রায় ১২০ বিঘা জায়গায় উপর লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত।
এই ফাউন্ডেশনে রয়েছে জয়নুল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের আবক্ষ ভাস্কর্য, গোপনাথ সাহা সরদার বাড়ি, জয়নুল আবেদিনের ভাস্কর্য, জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, কারুশিল্প গ্রাম, লোকজ মঞ্চ, সেমিনার রুম ও সবুজ বিশাল উদ্যান।
জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে প্রায় ৪,৫০০ এর অধিক প্রাচীন নির্দশন স্থান পেয়েছে। এছাড়া রয়েছে গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতে তৈরি বিভিন্ন শৈল্পিক পণ্য সামগ্রী। দক্ষ শিল্পীদের হাতের সৃষ্টি প্রাচীন বাংলার গ্রামীন ঐতিহ্য।
জাদুঘরে বিভিন্ন গ্যালারিতে দেখা মিলবে কাঠে খোদাই করা কারুশিল্প, মুখোশ, পটচিত্র, লোকজ বাদ্যযন্ত্র, লোহা-তামা-কাসা-পিতলের তৈজসপত্র, পোড়ামাটির ফলক, আদিম জীবনভিত্তিক নিদর্শন, লোকজ অলংকার সহ অনেক প্রাচীন নিদর্শন।
প্রত্যেক বছর শীতকালে ও পহেলা বৈশাখের আগে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়। মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ছাড়াও বিভিন্ন খাদ্য খাবার সহ গ্রামীণ অনুষঙ্গ পাওয়া যায়।
সোনারগাঁও জাদুঘর কোথায় অবস্থিত
সোনারগাঁও লোকশিল্প জাদুঘর জাদুঘর রাজধানী ঢাকা থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। বাংলাদেশের লোকশিল্পের বিকাশ ও সংরক্ষণের জন্য ১৯৭৫ সালে শিল্পচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠিত করেন।
সোনারগাঁও লোকশিল্প জাদুঘর কিভাবে যাবেন
রাজধানী ঢাকার গুলিস্তান থেকে দোয়েল বা স্বদেশ পরিবহনে চড়ে মোগড়াপাড়া চৌরাস্তা নেমে যাবেন। সেখান থেকে অটোরিকশা বা সিএনজি করে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যেতে পারবেন।
এছাড়া ঢাকার যেকোনো স্থান থেকে বাইক বা প্রাইভেট কার নিয়ে সরাসরি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও লোকশিল্প জাদুঘর যেতে পারবেন। এখানে গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা রয়েছে।
সময়সূচী ও প্রবেশ টিকেট মূল্য
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রত্যেক বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি দিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র বৃহস্পতিবার বাদে সরকারি ছুটির দিনও জাদুঘর খোলা থাকে।
সোনারগাঁও জাদুঘরে প্রবেশ টিকেট মূল্য জনপ্রতি ৫০ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য ১০০ টাকা। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য ৩০ টাকা।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভিতরে বড় সর্দারবাড়ি প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য ২০০ টাকা।
আপনি চাইলে অনলাইনে টিকেট কাটতে হবে। অনলাইনে টিকেট বুকিং করুন এই ওয়েবসাইট থেকে।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: আমিনপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ
- মোবাইল নাম্বার: 01790-043703, 09604000777
- ইমেইল: director.s.museum@gmail.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
আশেপাশের দর্শনীয় স্থান
সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে পানাম নগর। যা অনেকের কাছে হারানো নগরী হিসাবে পরিচিত। আপনি হাতে সময় নিয়ে অবশ্যই এই পানাম সিটি বা পানাম নগর থেকে ঘুরে আসবেন।
আরো পড়ুন
- বাংলার তাজমহল
- জিন্দা পার্ক
- পানাম নগর
- মুড়াপাড়া জমিদার বাড়ি