আলাদিন পার্ক, ধামরাই
আলাদিন পার্ক (Aladin park), ঢাকার ধামরাই উপজেলার সিতি এলাকায় অবস্থিত জনপ্রিয় একটি পারিবারিক বিনোদন কেন্দ্র। প্রায় ৪০ বিঘা জায়গা জুড়ে প্রাকৃতিক মনোরম পরিবেশে আলাদিন রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্ক গড়ে তোলা হয়েছে।
রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে অল্প সময় খুব সহজে এই রিসোর্ট অ্যান্ড পার্ক থেকে ঘুরে আসতে পারেন। শহরের কর্মব্যস্ত ক্লান্ত জীবন ছেড়ে একটু প্রশান্তির জন্য এই পার্কের অন্যপাশে রিসোর্ট সেন্টার রয়েছে।
এই পার্কে রয়েছে ওয়াটার পার্ক ও রিসোর্ট, আর্টিফিশিয়াল লেক ও সু-বিশাল ড্রাই পার্ক। এছাড়া ছোট-বড় সকলের জন্য আত্যাধুনিক সব রাইড, পিকনিক স্পট এবং কনভেনশন হল।
ছোট-বড় সকলের বিনোদনের জন্য বিনোদনের জন্য রাইডগুলো মধ্যে উল্লেখযোগ্য বাম্পার কার, বুল রাইড, হাইড্রলিক পেনডুলাম, ডাবল ডেক কেরোসেল, টয় ট্রেন, স্পিড স্পিনিং, সুপার সুয়িং, ম্যাজিক শো, কিডি রাইডস জোন, প্যাডেল বোট ও 12D ডায়নামিক সিনেমা হল।
এছাড়া এই পার্কে রয়েছে ওয়াটার ওয়ার্ল্ডে পুল ওয়েব, বাচ্চাদের জন্য ৩ টি আলাদা পুল ও স্লিপার স্লাইড।নারী ও পুরুষের ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা আলাদা রুম এবং প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য লকার রুমের ব্যবস্থা।
পার্কের ভেতরে রয়েছে পিকনিক স্পট ও কনভেনশন হল। পার্কে প্রবেশ গেটের সামনে দেখতে পাবেন আলিফ-লায়লার সেই আলাদিনের জিনের একটি ভাস্কর্য।
ধামরাই উপজেলার সিতি এলাকায় অবস্থিত এই পার্কের আর একটি শাখা রয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকায়।
আলাদিন পার্ক কিভাবে যাবেন
রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে এই পার্কে যেতে পারবেন। ঢাকার গাবতলী ও গুলিস্তান থেকে বিভিন্ন বাস ধামরাইয়ের পথে চলাচল করে। ধামরাইগামী যেকোনো বাসে চড়ে ধামরাইয়ের ঢুলিভিটা বাস স্ট্যান্ডে নেমে যাবেন।
ধামরাইয়ের ঢুলিভিটা বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা বা সিএনজি করে সিতি পল্লী বাজার সংলগ্ন আলাদিন পার্ক ধামরাই পৌঁছে যেতে পারবেন।
সময়সূচী ও প্রবেশ মূল্য
এই পার্ক অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপনের সুবিধার জন্য সব সময় খোলা থাকে। পার্কে প্রবেশের জন্য টিকিটের বিভিন্ন ধরনের রাইড যুক্ত করা হয়েছে।
প্রবেশ টিকেট মূল্য:
- প্রবেশ (ড্রাই পার্ক) + ওয়াটার পার্ক – ৪০০ টাকা
- প্রবেশ + ওয়াটার পার্ক + অল রাইড – ৬০০ টাকা (ক্যাবলকার ব্যতিত)
- প্রবেশ (ড্রাই পার্ক) + ওয়াটার পার্ক + অল রাইড – ৭০০ টাকা
কোথায় খাবেন
পার্কে দর্শনার্থীদের ঘোরাঘুরি ও বিভিন্ন রাইড চড়ার পরে খাবার জন্য আধুনিক রেস্টুরেন্ট রয়েছে। যেখান থেকে পছন্দের খাবার খেতে পারবেন। মনে রাখবেন বাহিরের কোনো খাবার পার্কের ভিতর নিয়ে যেতে পারবেন না। আপনাকে খাবারের সব কিছু পার্কের ভেতর থেকে কিনতে হবে।
আলাদিন পার্ক ধামরাই রুম ভাড়া কত
এই পার্কে রাত্রিযাপন করার জন্য রিসোর্টের ব্যবস্থা রয়েছে। রিসোর্টে থাকার জন্য আকর্ষনীয় সব রুম রয়েছে। নিচে রুম ভাড়া উল্লেখ করা হল –
রুমের ধরন | রুম ভাড়া |
স্ট্যান্ডার্ড রুম (নন-এসি) | ৩,৫০০ টাকা |
ডিলাক্স রুম (এসি) | ৪,৫০০ টাকা |
প্লাটিনাম ডিলাক্স রুম (এসি) | ৫,৫০০ টাকা |
যোগাযোগ তথ্য
- ঠিকানা: সিতি-পল্লী বাজার, কুল্লা ইউনিয়ন, জয়পুরা, ধামরাই, ঢাকা
- মোবাইল নাম্বার (ধামরাই): 01610-555055, 01610-555033
- মোবাইল নাম্বার (ময়মনসিংহ): 01610-555085
- হেড অফিস মোবাইল নাম্বার: 01831-003064
- ইমেইল: aladinsparkltd@yahoo.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
আরো পড়ুন