তামান্না পার্ক, মিরপুর
তামান্না পার্ক (Tamanna park) রাজধানী ঢাকার মিরপুর ১ এর চটবাড়ি এলাকায় আশুলিয়া বেড়িবাঁধ রোড়ের পাশে এক একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে। তুরাগ নদীর তীরে নির্মিত তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে বিনোদনের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
মনোরম প্রাকৃতিক পরিবেশে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন ও পছন্দের মানুষের সাথে সময় কাটানোর জন্য এখানে নির্মিত বসার ছাউনি গুলোকে বিভিন্ন বাহারি নাম দেওয়া হয়েছে।
এই পার্কে ছোট-বড় সকলের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের মধ্যে রয়েছে ওয়াটার প্লে গ্রাউন্ড, নাগরদোলা, রোলার কোষ্টার, মনোরেল, মেরি গো রাউন্ড, হানিসুইং, ওয়ান্ডার হুইল, সোয়ান অ্যাডভেঞ্চার, ফ্রগ হুপার, প্যারাটারুপার, কিডস রাইড, স্পেস শাটল ও সুইমিং পুল।
এছাড়া তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে জন্মদিন, পিকনিক ও পার্টি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করার সুযোগ রয়েছে।
তামান্না পার্ক কিভাবে যাবেন
এই পার্কটি মিরপুর ১ এর চটবাড়ী এলাকায় আশুলিয়া বেড়িবাঁধ রোড়ের পাশে অবস্থিত। তাই রাজধানী ঢাকার যেকোনো স্থান থেকে মিরপুর ১ বাসস্ট্যান্ড বা মাজার রোড নামতে হবে।
মিরপুর বাসস্ট্যান্ড থেকে অটোরিকশা বা সিএনজি করে সরাসরি পার্কে যেতে পারবেন। এছাড়া গাবতলী বাস টার্মিনাল থেকে লেগুনায় করে পার্কে যেতে পারবেন।
সময়সূচী, প্রবেশ টিকেট মূল্য ও রাইড খরচ
সপ্তাহের ৭ দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত তামান্না ফ্যামেলি পার্ক খোলা থাকে।
তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে জনপ্রতি প্রবেশ টিকেট মূল্য ৬০ টাকা। এছাড়া কিডস জোন ১০০ টাকা, রোলার কোষ্টার ১০০ টাকা এবং সুইমিং এন্ড ওয়াটার প্লে-গ্রাউন্ড টিকেট ৪০০ টাকা। অন্যান্য রাইড চড়ার জন্য ৫০ থেকে ৮০ টাকা লাগবে।
যোগাযোগের তথ্য
- ঠিকানা: চটবাড়ি এলাকা, আশুলিয়া বেড়িবাঁধ, মিরপুর ১, ঢাকা
- মোবাইল নাম্বার: 01770-624558, 01770-624555, 01770-624559
- ইমেইল: info@tamannaworldbd.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
কোথায় খাবেন
পার্কে দর্শনার্থীদের খাবার জন্য রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকে নুডলস, চটপটি, চিকেন ফ্রাই, লুচি, কাবাব সহ চাইনিজ খাবার খেতে পারবেন।
এছাড়া সকাল, দুপুর ও বিকালের হালকা নাস্তা সহ ছোট-বড় সকলের জন্য বিভিন্ন খাবারের প্যাকেজ রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজ অর্ডার করে খেতে পারবেন।
ভ্রমণ টিপস
আপনারা যারা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন আসতে চাচ্ছেন তারা তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক ও সাথে যুক্ত করতে পারেন।
কারণ বোটানিক্যাল গার্ডেনের পশ্চিম দিকের পিছনের রাস্তা দিয়ে মিরপুর ১ বেড়িবাঁধ এসে এই পার্কে যেতে পারবেন। পার্কে বিভিন্ন মজার মজার রাইড উপভোগ করার পাশাপাশি চাইনিজ খাবার খেতে পারবেন।
আরো পড়ুন