বুড়িগঙ্গা ইকোপার্ক, ঢাকা
বুড়িগঙ্গা ইকোপার্ক (Buriganga eco park) ২০১২ সালে অক্টোবর মাসে রাজধানী ঢাকার শ্যামপুর বুড়িগঙ্গা নদীর তীরে ২.৩ একর জায়গা জুড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নির্মাণ করেন।
অনেকের কাছে এই ইকোপার্ক শ্যামপুর ইকো পার্ক ও বিআইডব্লিউটিএ ইকোপার্ক নামে পরিচিত। রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ার আপনার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর আদর্শ জায়গা।
বুড়িগঙ্গা ইকো পার্কে রয়েছে বুল ফাইট, স্ট্রাইকিং কার, মেরী গো রাউন্ড, ক্যাপসুল, 9ডি সিনেমা হল সহ ২৪ টির অধিক আকর্ষণীয় রাইড, ফুড কোর্ট, নৌঘাট, বসার স্থান ও নদীর তীরে হাটার জন্য চমৎকার রাস্তা।
বুড়িগঙ্গা ইকোপার্ক কিভাবে যাবেন
রাজধানী ঢাকার যেকোনো স্থান থেকে যাত্রাবাড়ি হয়ে এই পার্কে আসতে পারবেন। বাস, সিএনজি বা প্রাইভেট কারে চড়ে এই ইকো পার্ক আসতে পারবেন। গেন্ডারিয়া থানা থেকে এই পার্কের দূরত্ব মাত্র ৭০০ মিটার।
সময়সূচী ও প্রবেশ টিকেট মূল্য
সপ্তাহের সাত দিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। পার্কে প্রবেশ টিকেট মূল্য ৫০ টাকা। এছাড়া বিভিন্ন রাইড উপভোগ করতে চাইলে রাইড ভেদে ৩০, ৫০ ও ১০০ টাকা।
তবে ভোর বেলা মনিং ওয়ার্ক বা খেলাধুলা করার জন্য আগমনকারীদের কোনো প্রবেশ ফি প্রদান করতে হয় না।
কোথায় খাবেন
ইকো পার্কের ভেতর দর্শনার্থীদের খাবার জন্য খাবার জন্য ফুসকা, চটপটি, আইসক্রিম সহ আরো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। আপনি চাইলে এথানে থেকে এসব খাবার গুলো খেতে পারবেন।
যেহেতু রাজধানী ঢাকার কাছাকাছি তাই অধিকাংশ দর্শনার্থীরা ঢাকায় ফিরে গিয়ে খাবার খায়। ঢাকায় বিভিন্ন মানের আধুনিক রেস্টুরেন্টে রয়েছে।
কোথায় থাকবেন
পার্কে রাত্রিযাপন করার জন্য কোনো ব্যবস্থা নেই। কারণ অধিকাংশ দর্শনার্থীরা ঢাকার আশেপাশে থেকে ঘুরতে এসে ঘুরে ফিরে চলে যায়। যারা একান্তই রাত্রিযাপন করতে চাচ্ছেন তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবস্থিত হোটেলে থাকতে পারবেন।
আরো পড়ুন