ক্যাথলিক চার্চ, সৈয়দপুর

ক্যাথলিক চার্চ বা গির্জা (Catholic Church) সৈয়দপুর উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে অবস্থিত। এটিই উত্তরাঞ্চলের সর্বপ্রথম ও একমাত্র প্রাচীনতম ক্যাথলিক গির্জা। ১৮৮৬ সালে সৈয়দপুর রেলওয়ে কর্মরত প্রোটেস্ট্যান্ট খ্রিষ্টান ও অ্যাংলো ইন্ডিয়ান ক্যাথলিকদের জন্য এই গির্জা নির্মাণ করা হয়।

ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে স্থাপিত করার পর থেকে উত্তরাঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পায়। এছাড়া অতীত থেকে সৈয়দপুর ব্যবসা-বাণিজ্যের জন্য সমৃদ্ধি ছিলো। সৈয়দপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে ছোট একটি লোকোশেড স্থাপন করা হয়। এই লোকোশেড ঘিরে ১১০ একর জায়গায় উপর সৈয়দপুর রেলওয়ে কারখানা গড়ে তোলা হয়।

এই রেলওয়ে কারখানায় বাঙ্গালী ও বিহারীদের পাশাপাশি বহু রোমান ক্যাথোলিক, প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় ও অ্যাংলো ইন্ডিয়ান কাজ করতো। রেলওয়ে কর্মরত এসব খ্রিষ্টান ব্যাক্তিদের জন্য ব্রিটিশ সরকার সাহেব পাড়ার দুইপ্রান্তে রোমান ও ইউরোপীয় স্থাপত্য কলার সমন্বয়ে ২ টি চার্চ (গির্জা) নির্মাণ করেন।

রেলওয়ে কারখানার গেটের পাশের চার্চটি যিশু খ্রিষ্টের মাতা মারিয়ামের নামে উৎসর্গ করা হয়। ১৮৯২ সালে চার্চের পাশে রেলওয়ের প্রায় তিন বিঘা জায়গায় উপর ব্রিটিশ সরকার একটি পুরোহিত ভবন নির্মাণ করেন। প্রত্যেক দিন আশেপাশের বহু মানুষ প্রাচীন আমলে নির্মাণ করা এই চার্চের শিল্প কলা দেখতে আসেন।

BM Khalid Hasan Sujon

ক্যাথলিক চার্চ (গির্জা) যাওয়ার উপায়

ঢাকা থেকে বাস, ট্রেন ও আকাশ পথে সৈয়দপুর যেতে পারবেন।

ঢাকার গাবতলী, মহাখালী ও আসাদগেট থেকে হানিফ পরিবহন (01713-201732), নাবিল পরিবহন (01839-968533), শ্যামলী পরিবহন (02-8550071), এস.আর ট্র্যাভেল (01991-177411) সহ অন্য যেকোনো পরিবহনে চড়ে সরাসরি সৈয়দপুর যেতে পারবেন। নন-এসি বাস ভাড়া ৮০০ টাকা এবং এসি বাস ভাড়া ১,৬০০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ৮ ঘন্টা।

ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে চড়ে সরাসরি সৈয়দপুর যেতে পারবেন। নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) ট্রেন প্রতি সোমবার বাদে সকাল ৬:৪৫ মিনিটে এবং চিলাহাটি এক্সপ্রেস (৮০৫) প্রতি শনিবার বাদে সন্ধ্যা ৫ টায় ঢাকা থেকে সৈয়দপুর ছেড়ে যায়। ভাড়া শোভন চেয়ার ৫৬০ টাকা, স্নিগ্ধা ১০৭০ টাকা, এসি সিট ১,২৮৩ টাকা, এসি বার্থ ১,৯৭০ টাকা।

BM Khalid Hasan Sujon

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ফ্লাইট, রিজেন্ট এয়ার ওয়েজ করে সৈয়দপুর বিমানবন্দর যেতে পারবেন। বিমান ভাড়া ২,৯০০ থেকে ৫,০০০ টাকা। যেতে সময় লাগে ১ ঘন্টা।

কোথায় থাকবেন

সৈয়দপুর থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ইকু হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট (01317-121871), হোটেল প্রিমিয়াম (01886-009217), ড্রিম প্লাস হোটেল অ্যান্ড রিসোর্ট (01744-983127), আমজাদিয়া ইন্টারন্যাশনাল (01776-868442), হোটেল সৌদিয়া (01711-001414)। এছাড়া নীলফামারী থাকার জন্য অনেক হোটেল ও রিসোর্ট রয়েছে।

কোথায় খাবেন

সৈয়দপুর খাবার জন্য অনেক হোটেল রয়েছে। এর মধ্যে শাহজালাল গ্রান্ড হোটেল, খোরাক রেস্টুরেন্ট, বনফুল হোটেল, মেহমানবাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট, হানিফ উদ্দীন গ্রান্ড হোটেল, তাজির উদ্দিন গ্রান্ড হোটেল, শাহ্ হোটেল নিরিবিলি উল্লেখযোগ্য। এসব হোটেল থেকে পছন্দের খাবার অর্ডার করে কম খরচে খেতে পারবেন।

আরো পড়ুন