ফয়েজ লেক, চট্টগ্রাম – কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, টিকেট মূল্য ও রিসোর্ট ভাড়া
ফয়েজ লেক চট্টগ্রাম (Foys lake Chittagong) একটি মানবসৃষ্ট কৃত্রিম হ্রদ। এটি চট্টগ্রাম পাহাড়তলী রেলস্টেশন এর খুলশি এলাকায় অবস্থিত। চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯৯৪ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কতৃকপক্ষের তত্ত্বাবধানে এই লেক খনন করা হয়। সে সময় এই লেক পরিচিত পায় পাহাড়তলী লেক হিসাবে।
পরবর্তীতে ব্রিটিশ প্রকৌশলী ফয়েজ এর নাম অনুসারে এই লেকটির নামকরণ করা হয়, যিনি এই লেকটির নকশা তৈরি করতে সহায়তা করেছিলেন। এই লেকটি ৩৩৬ একর জমিতে পাহাড়ের এক শীর্ষ থেকে অন্য শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়ি ভাবে বাঁধ নির্মাণ করার মাধ্যমে সৃষ্ট হয়েছে।
আড়াআড়ি ভাবে বাঁধ নির্মাণের ফলে চট্টগ্রাম শহরের উত্তর দিকের পাহাড় থেকে পাহাড়ি ঢল নেমে আসার মাধ্যমে এই ফয়েজ লেক সৃষ্টি হয়। এই লেকের পাশেই চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিল। এছাড়া অরুনাময়ী, আকাশমনি, গোধূলী, মন্দাকিনী ও দক্ষিনী হ্রদ আছে। হ্রদের জলে পর্যটকদের নিয়ে ভেসে বেড়াচ্ছে সারি সারি নৌকা।
ফয়েজ লেকে ২০০৫ সালে আধুনিক একটি অ্যামিউজমেন্ট পার্ক ও কয়েকটি রিসোর্ট তৈরি করেছে। অ্যামিউজমেন্ট পার্কে আছে সার্কাস সুইং, বাম্পার কার, মিনি চিড়িয়াখানা, ওয়াটার প্লে, রোলার কোষ্টার, ফ্যামিলি ট্রেন, প্যাডেল বোট, বোট রাইডিং, ল্যান্ডস্কোপিং, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, পাইরেট শিপ সহ আরো বিভিন্ন আকর্ষনীয় সব রাইড।
এছাড়া আরো আছে পর্যবেক্ষন টাওয়ার, পিকনিক স্পট ও “সি ওয়ার্ল্ড” নামের একটি ওয়াটার থিম পার্ক। এই সী ওয়ার্ল্ডে স্প্লাশ পুল, ওয়াটার কোষ্টার রাইডারসহ আরো বিভিন্ন আকর্ষণীয় কিছু রাইড উপভোগ করতে পারবেন।
ফয়েজ লেক কিভাবে যাবেন
দেশের যেকোন স্থান থেকে ফয়েজ লেক যেতে প্রথমে চট্টগ্রাম শহরে পৌঁছাতে হবে। চট্টগ্রাম শহরের যেকোন স্থান থেকে অটোরিকশা বা সিএনজি চড়ে ফয়েজ লেক যেতে পারবেন। অটোরিকশা বা সিএনজিতে ভাড়া লাগবে ৬০ টাকা থেকে ৭০ টাকা।
বাসে ঢাকা থেকে চট্টগ্রাম
বাসে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সোহাগ, হানিফ, সৌদিয়া, গ্রীনলাইন, বিআরটিসি ইত্যাদি বাসে চট্টগ্রাম যেতে পারবেন। এসি/নন-এসি বাস ভেদে ভাড়া ৮০০ টাকা থেকে ১,৬০০ টাকা পর্যন্ত। বাসে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ৫-৬ ঘন্টা সময় লাগে।
ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম
ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে কমলাপুর রেলস্টেশন বা বিমানবন্দর রেলস্টেশন থেকে মহানগর প্রভাতি (ঢাকা ছাড়ে সকাল ৭ টা ৪০ মিনিটে), চট্টলা এক্সপ্রেস (ঢাকা ছাড়ে ৯ টা ২০ মিনিটে), মহানগর গোধূলী (ঢাকা ছাড়ে বিকাল ৩ টায়), সুবর্ণ এক্সপ্রেস (ঢাকা ছাড়ে ৪ টা ২০ মিনিটে), তূর্ণা এক্সপ্রেস (ঢাকা ছাড়ে রাত ১১ টায়) চট্টগ্রাম যেতে পারবেন। ট্রেনে এসি / নন-এসি আসনভেদে ভাড়া লাগবে ৪০৫ টাকা থেকে ১,৩৯৮ টাকা পর্যন্ত।
বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম
বিমানে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার, ইউএস-বাংলা ফ্লাইটে চট্টগ্রাম যেতে পারবেন। ভাড়া ৩,৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। সময় লাগবে ১ ঘন্টার মতো।
ফয়েজ লেক টিকেট মূল্য
ফয়েজ লেকে প্রবেশ করার জন্য টিকেট মূল্য ৩০০ টাকা। সকল রাইড সহ টিকেট মূল্য ৩৫০ টাকা, সাথে একটি আইসক্রিম ফ্রি (বোট রাইড ও বাম্পার কার ব্যতীত)। ফয়েজ লেকে নৌকা ভ্রমণ করার জন্য টিকেট মূল্য ১০০ টাকা।
এছাড়া সী ওয়ার্ল্ডে প্রবেশের টিকেট মূল্য ৪০০ টাকা, ৫০০ টাকা এবং ৬০০ টাকার ৩ টি প্যাকেজ আছে। একেকটি প্যাকেজে একেকটি সুবিধা উপভোগ করতে পারবেন।
সময়সূচী
ফয়ে’স লেক সপ্তাহে ৭ দিন সকাল ১০ টা ৩০ মিনিট সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। বিশেষ করে শুক্রবার ও শনিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফয়েজ লেক খোলা থাকে।
যোগাযোগ করুন
- চট্টগ্রাম অফিস: 01913-531554, 01913-531480, 031-2566080.
- ঢাকা অফিস: 01913-531386, 8833786, 9896482.
- ওয়েবসাইট: https://foyslake.com
- ফেসবুক পেজ: Foys Lake Concord
ফয়েজ লেকে কি কি উপভোগ করবেন
ফয়েজ লেকে দেখা বা উপভোগ করার জন্য অনেক কিছু আছে। যা একদিনে আপনি উপভোগ করে শেষ করতে পারবেন না। বাচ্চাদের জন্য আছে বিভিন্ন রকমের রাইড ব্যবস্থার পাশাপাশি বড়োরা উপভোগ করতে পারবেন পাহাড় ও লেকের মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ।
চারিদিকে পাহাড় আর মধ্যেখানে আছে গোধূলী, দক্ষিণী, মন্দাকিনী, আকাশমনি ও অলকানন্দা নামের সুন্দর হ্রদ। হ্রদে দেখতে পাবেন দেখতে পাবেন সারি সারি নৌকা। ১০ মিনিট সময় লাগবে নৌকায় যেতে।
এরপর দেখতে পাবেন দুইদিকে সবুজ পাহাড়, নাম না জানা অনেক রকমের পাখি, হরিণ বিচরণ স্থান। এছাড়া পর্যটকদের আকর্ষণ করার জন্য ছোট একটি চিড়িয়াখানা ও চিত্তবিনোদন পার্ক তৈরি করা হয়েছে।
হ্রদটির প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকায় ভ্রমণ, ল্যান্ডস্কোপিং, ভাসমান ধাপ কনসার্ট, রেস্টুরেন্ট, নাটুকে হাটার পথ সহ আরো বিভিন্ন কিছু উপভোগ করতে পারবেন। ফয়েজ লেকের সবচেয়ে বড় আকর্ষণ হল লেকের সৌন্দর্য ও পার্শ্বতর্বী সবুজ পাহাড়।
ফয়েজ লেক সি ওয়ার্ল্ড
চট্টগ্রাম হ্রদয়ে অবস্থিত ফয়েজ লেকের একটি জনপ্রিয় জল থিম পার্ক হল “সী ওয়ার্ল্ড”। এখানে ওয়াটার কোষ্টার রাইডার, স্প্লাশ পুল সহ জল থিম পার্কে যা কিছু থাকে সব কিছুই এখানে পাবেন। তাই প্রতিদিনই এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ বিদেশের বহু পর্যটকেরা ভিড় করছে।
ফয়েজ লেক রিসোর্ট ভাড়া
ফয়েজ লেকে রাতে থাকার জন্য তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিলাসবহুল কটেজ ও রিসোর্স আছে। নবদম্পতির থাকার জন্য আলাদা হানিমুন কটেজ আছে। পাহাড়ের ধারে লেকের পাশে এই কটেজ ও রিসোর্ট গুলো তৈরি করা হয়েছে।
রাত্রিযাপন করার জন্য ফয়েজ লেক রিসোর্ট ভাড়া ৪,০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। ভ্রমণ সিজন এবং অফ সিজনে রিসোর্ট ভাড়া কম বেশি হয়ে থাকে।
ফয়েজ লেক আবাসিক হোটেল ভাড়া
রুমের আকার ও ধরনের উপর ভিত্তি করে ফয়েজ লেক আবাসিক হোটেল ভাড়া এক রাতে জন্য সর্বনিন্ম ২,০০০ টাকা থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। স্ট্যান্ডর্ড রুমের ভাড়া ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত।
ডলাক্স রুমের জন্য ৩,০০০ টাকা থেকে ৭,০০০ টাকা পর্যন্ত এবং আরো উন্নত রুমের ভাড়া ৭,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত।
কোথায় খাবেন
ফয়েজ লেকে খাবার জন্য কয়েক রেস্টুরেন্টে আছে। এখানে বিভিন্ন মানের খাবার খেতে পারবেন। খাবারের দাম বাহিরের থেকে তুলনামূলক বেশি। তাই খাবার খাওয়ার আগে অবশ্যই দাম জেনে নিবেন।
ফয়েজ লেকে বাহিরে থেকে খাবার নিয়ে ভেতরে যেতে দেয় নাম। আপনাকে ভেতরের রেস্টুরেন্ট গুলো থেকে খাবার খেতে হবে। ভারি খাবার খাওয়ার জন্য চট্টগ্রাম শহরে ফিরে গিয়ে খেতে পারবেন।
চট্টগ্রাম কোথায় থাকবেন
চট্টগ্রাম শহরের থাকার জন্য বিভিন্ন মানের হোটেল আছে। নিচে মিডিয়ায় বাজেটের থাকার জন্য মান সম্পন্ন কয়েকটি হোটেলের নাম ঠিকানা দেয়া হল।
হোটেল সাফিনা: পারিবারিক পরিবেশে মিডিয়াম বাজেটের একটি হোটেল। খাওয়া জন্য ছাদের উপর সুন্দর একটি রেস্টুরেন্ট আছে। নন-এসি রুম ভাড়া ৭০০ টাকা এবং এসি রুম ভাড়া ১,৩০০ টাকা। ঠিকানা- এনায়েত বাজার, চট্টগ্রাম। অগ্রিম বুকিং করতে যোগাযোগ করুন 031-0614004 নাম্বারে।
হোটেল ল্যান্ডমার্ক: আগ্রবাদে থাকার জন্য সুন্দর একটি হোটেল। ভাড়া ২,৩০০ টাকা থেকে ৩,৫০০ টাকা পর্যন্ত। বুকিং করতে যোগাযোগ করুন 01731-886997, ঠিকানা- ৩০২৭ শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
হোটেল প্যারামাউন্ট: বাজেটের মধ্যে সেরা একটি হোটেল। নন-এসি রুম ৮০০ টাকা, এসি রুম ১,৪০০ টাকা। বুকিং করতে যোগাযোগ করুন 01713-248754, 01312-856771. ঠিকানা- স্টেশন রোড়, চট্টগ্রাম।
হোটেল এশিয়ান: ছিমছাম পরিবেশে থাকার জন্য সুন্দর একটি হোটেল। রুম ভাড়া নন-এসি ১,০০০ টাকা, এসি ১,৭০০ টাকা। অগ্রিম বুকিং করতে যোগাযোগ 01711-889555. ঠিকানা- স্টেশন রোড়, চট্টগ্রাম।
হোটেল নাবা ইন: একটু বেশি বাজেটে থাকার জন্য আদর্শ জায়গা। রুম ভাড়া ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। রুম বুকিং করতে যোগাযোগ 01755-564382. ঠিকানা- রোড নং ৫, প্লট-৬০, ও আর নিজাম রোড, চট্টগ্রাম।