ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা, টাঙ্গাইল

রাজধানীর ঢাকা থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার দাপনাজোর গ্রামে গড়ে তোলা হয়েছে পাঁচ তারকা মানের ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা (Water Garden Resort & Spa)। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সুবিশাল এই রিসোর্টে আধুনিক সকল সুযোগ-সুবিধা পাবেন।

ওয়াটার গার্ডেন রিসোর্টে আসা অতিথিদের জন্য রয়েছে সুইমিংপুল, চাইল্ড সুইমিংপুল, চাইল্ড প্লে গ্রাউন্ড, মিনি চিড়িয়াখানা, বোট রাইডিং স্পা সেন্টার, ফিটনেস সেন্টার, কনফারেন্স হল, বোর্ড মিটিং রুম সহ ইনডোর ও আউটডোর গেমস সুবিধা।

ওয়াটার গার্ডেন রিসোর্টে রাত্রিযাপন করার পাশাপাশি একদিনের ডে-ট্যুর প্যাকেজ রয়েছে। দৃষ্টিনন্দন এই রিসোর্টে প্রত্যেক দিন দেশী-বিদেশী পর্যটকেরা অবসর সময় কাটানোর জন্য এখানে ঘুরতে আসেন।

ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা রুম ভাড়া ও খরচ

ওয়াটার গার্ডেন রিসোর্টে স্ট্যান্ডার্ড, ডিলাক্স ও ফ্যামিলি ৩ টি ক্যাটাগরিতে মোট ৪২ টি রুম রয়েছে। এছাড়া ডে-ট্যুরে ভ্রমণের আলাদা প্যাকেজ রয়েছে।

Room Type / PackagePrice
Standard Room13,000 Tk
Deluxe Room14,000 Tk
Family Room16,000 Tk
Daylong Couple Package6,000 Tk
Night Stay Couple Package8,500-9,500 Tk

যোগাযোগ তথ্য

  • রিসোর্ট অফিসঃ দাপনাজোর (করটিয়ার কাছে), বাসাইল উপজেলা, টাঙ্গাইল
  • মোবাইল নাম্বারঃ 01404-451701
  • ইমেইলঃ reservation@watergardenresort.com
  • ফেসবুক পেজ
  • ওয়েবসাইট
  • ঢাকা অফিসঃ বাড়ি#৩, সড়ক#৫, ব্লক-ডি নিকেতন, গুলশান-১, ঢাকা-১২১২
  • মোবাইল নাম্বারঃ 01404-451702, 01404-451703
  • ইমেইলঃ sales@watergardenresort.com

বুকিং

রাত-দিন ২৪ ঘন্টা যেকোনো সময় ওয়াটার গার্ডেন রিসোর্ট অফিস ও ঢাকা অফিসে যোগাযোগ করে বা অনলাইন ওয়েবসাইট থেকে বুকিং করতে পারবেন। বিদেশী নাগরিকদের বুকিং করার জন্য পাসপোর্টের স্ক্যান কপি বা ফটোকপি জমা দিতে হবে।

খাবার ব্যবস্থা

রিসোর্টে আসা অতিথিদের খাবার জন্য তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। দৃষ্টিনন্দন এই রেস্টুরেন্টে দেশী-বিদেশী সব ধরনের খাবার পাবেন। অর্ডার করে আপনার পছন্দের খাবার খেতে পারবেন।

কিভাবে যাবেন

ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে নিরালা, বিনিময়, ধলেশ্বরী ইত্যাদি বাসে চড়ে টাঙ্গাইল যেতে পারবেন। জনপ্রতি ভাড়া লাগবে ২০০ থেকে ২৫০ টাকা এবং যেতে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা। টাঙ্গাইল থেকে সিএনজি করে ওয়াটার গার্ডেন রিসোর্ট যেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

এছাড়া ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে উত্তরবঙ্গগামী যেকোনো ট্রেনে চড়ে টাঙ্গাইল রেলস্টেশন নেমে যাবেন (খোঁজ নিয়ে দেখবেন কোন ট্রেন টাঙ্গাইল যাত্রাবিরতি করে)। টাঙ্গাইল রেলস্টেশন থেকে সিএনজি বা অটোরিকশা করে রিসোর্টে যেতে পারবেন।

আরো পড়ুন