alternatetext
টঙ্গী আবাসিক হোটেল

টঙ্গী আবাসিক হোটেল সমূহের ভাড়া ও মোবাইল নাম্বার

আপনারা যারা গাজীপুর টঙ্গী রাত্রিযাপন করার জন্য নিরাপদ ও ভালো মানের আবাসিক হোটেল সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভ্রমণ টিপসে টঙ্গী আবাসিক হোটেল সমূহের নাম, ঠিকানা, ভাড়া ও মোবাইল নাম্বার উল্লেখ করবো। যাতে আপনারা খুব সহজে কম টাকায় ভালো মানের আবাসিক হোটেল পান।

টঙ্গী বাজার ও রেলস্টেশনে রাত্রিযাপন করার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। কিন্তু সব আবাসিক হোটেল আপনাদের জন্য নিরাপদ নয়। তাই আজকের আর্টিকেলে এমন কয়েকটি আবাসিক হোটেল নাম, ঠিকানা, ভাড়া, মোবাইল নাম্বার উল্লেখ করবো যেখানে আপনি সম্পূর্ণ নিরাপদে রাত্রিযাপন করতে পারবেন।

এসব আবাসিক হোটেল সমূহের ভাড়া ও যোগাযোগ তথ্য তাদের অফিসিয়াল ফেসবুক পেজ, হোটেল ম্যানেজার ও গেস্ট রিভিউ থেকে সংগ্রহ করা হয়েছে। তাই সময়ের সাথে ভাড়া কম বেশি হতে পারে।

যারা ফোন করে আবাসিক হোটেল বুকিং দিবেন তারা অবশ্যই নিজ দ্বায়িত্বে ভালো করে জেনে বুঝে বুকিং দিবেন। আর যারা হোটেলে গিয়ে রুম ভাড়া নিবেন তারা অবশ্যই রুম দেখে পছন্দ হলে দামাদামি করে রুম ভাড়া নিবেন।

টঙ্গী আবাসিক হোটেল সমূহের ভাড়া ও মোবাইল নাম্বার

আজকের আর্টিকেলে টঙ্গীর সেরা ৫ টি আবাসিক হোটেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এসব আবাসিক হোটেল সমূহের ভাড়া সিজন ও অপ-সিজনের সময় কম বেশি হয়ে থাকে।

জাভান হোটেল বাংলাদেশ

জাভান হোটেল গাজীপুর টঙ্গী-কালিগঞ্জ হাইওয়ে রোড টঙ্গী রেলস্টেশনের রাস্তায় বিপরীতে অবস্থিত। বর্তমানে টঙ্গীতে যত গুলো আবাসিক হোটেল রয়েছে তার মধ্যে সেরা থ্রিস্টার হোটেল।

এখানে এসি, নন-এসি সিঙ্গেল, ডাবল, কাপল, ফ্যামেলি সব ধরনের রুম আছে। রুমের সাথে ওয়াশরুম, এসি, ফ্যান, ওয়াই-ফাই, এলইডি টিভি, ঠান্ডা ও গরম পানি, টেলিফোন, রুম সার্ভিস সহ রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

এছাড়া বিনামূল্যে সকালের নাস্তা ও গাড়ি পাকিং সুবিধা পাবেন। এখানে এসি, নন-এসি রুম ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ২,০০০ টাকা থেকে ৬,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: টঙ্গী রেলস্টেশন, গাজীপুর
  • মোবাইল নাম্বার: ০১৭১৩-৬৫৬৯০০
  • ফেসবুক পেজ

হোটেল রাজমহল আবাসিক

হোটেল রাজমহল ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে টঙ্গী বাজারে অবস্থিত। এখানে এসি, নন-এসি বিভিন্ন ধরনের সিঙ্গেল, ডাবল, কাপল, থ্রি বেড ও ফ্যামেলি রুম রয়েছে। এই হোটেলে নিরাপত্তার ব্যাপারে চিন্তা করতে হবে না।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, রুম সার্ভিস ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।

প্রত্যেকর রাতের জন্য এসি, নন-এসি রুম ভেদে ভাড়া ১,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। হোটেলে সিসি ক্যামেরা ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা সহ গাড়ি পাকিং করার সু-ব্যবস্থা রয়েছে।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: ওয়াহেদ শাহ মার্কেট, টঙ্গী বাজার, গাজীপুর
  • মোবাইল নাম্বার: ০১৭৪৭-২৬৩৫২৪
  • ফেসবুক পেজ

হোটেল স্বাগতম আবাসিক

হোটেল স্বাগতম ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে টঙ্গী বাজারে অবস্থিত। হোটেলের নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি মানের। অতিথিদের চাহিদা অনুযায়ী এখানে বিভিন্ন ক্যাটাগরির সিঙ্গেল, ডাবল, থ্রি বেড রুম ও ফ্যামেলি রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ফ্যান, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন। প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৬০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: টঙ্গী বাজার, গাজীপুর
  • মোবাইল নাম্বার: ০১৭৩০-১২৫৩২২

হোটেল মধুমতি আবাসিক

হোটেল মধুমতি ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোড পাশে টঙ্গী বাজারে অবস্থিত। এখানে এসি, নন-এসি বিভিন্ন ক্যাটাগরির সিঙ্গেল, ডাবল ও ফ্যামেলি রুম রয়েছে। হোটেলে নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ওয়াই-ফাই নেটওয়ার্ক, এলইডি টিভি, রুম সার্ভিস, ফ্যান, লাইট ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে।

প্রত্যেক রাতের জন্য এসি, নন-এসি ভেদে রুম ৭০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত। হোটেলে সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা সহ গাড়ি পাকিং সুবিধা রয়েছে।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: টঙ্গী বাজার, গাজীপুর
  • মোবাইল নাম্বার: ০১৮৫১-৯২১১২২

হোটেল চ্যানেল ইন্টারন্যাশনাল আবাসিক

হোটেল চ্যানেল ইন্টারন্যাশনাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে টঙ্গী বাজার অবস্থিত। এখানে অতিথিদের রাত্রিযাপন করার জন্য এসি, নন-এসি বিভিন্ন ধরনের সিঙ্গেল, ডাবল, কাপল ও ফ্যামেলি রুম রয়েছে।

রুমের সাথে ওয়াশরুম, ঠান্ডা ও গরম পানি, এয়ারকন্ডিশন, ফ্যান, লাইট, ওয়াই-ফাই নেটওয়ার্ক, টিভি, রুম সার্ভিস ও রুমের প্রয়োজনীয় আসবাবপত্র পাবেন।

এসি, নন-এসি ভেদে প্রত্যেক রাতের জন্য রুম ভাড়া ৭০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। সম্পূর্ণ হোটেল সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা প্রদান করা হয়।

যোগাযোগ তথ্য

  • ঠিকানা: টঙ্গী বাজার, গাজীপুর
  • মোবাইল নাম্বার: ০১৭৪৫-৯২৯০০০

গাজীপুর আরো আবাসিক হোটেল সমূহ

Similar Posts