টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্ট – Tilagaon Eco Village Resort
টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্ট (Tilagaon Eco Village Resort) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার টিলাগাঁও গ্রামে পাহাড়ি টিলার উপর অবস্থিত। প্রায় ৮ একর জায়গায় উপর প্রকৃতিক পরিবেশে এই রিসোর্টটি তৈরি করা হয়েছে। চা বাগান আর নির্জন সবুজের অরণ্যের মাঝে মাটি ও কাটের তৈরি এই রিসোর্ট।
পাহাড়ি টিলার মাঝে স্থানীয় গ্রামীন পরিবেশে গড়ে তুলেছে এই রিসোর্টটি। যেখান থেকে আপনি যেতে পারবেন প্রকৃতির খুবই কাছে, হারিয়ে যেতে পারবেন প্রকৃতির মাঝে এবং সাথে পাবেন একটি আধুনিক ইকো রিসোর্ট।
এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় হল মাটির তৈরি ঘর গুলো। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি নিজে মৌলভীবাজার ভ্রমণে গিয়ে এই রিসোর্টের মাটির ঘরে একরাত থেকেছি। এছাড়া এখানকার প্রাইভেট পুল ভিলা খুবই জনপ্রিয়। এখানে রুমের সাথে সুইমিং পুল রয়েছে।
আজকের ভ্রমণ টিপসে আপনাদের সাথে শেয়ার করবো টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্টের রুম ভাড়া, খাওয়া-দাওয়া, কিভাবে যাবেন এবং যোগাযোগ তথ্য সম্পর্কে।
টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্ট রুম ভাড়া
এই রিসোর্টে রাত্রিযাপন করার জন্য ৫ টি মাটির ঘর, ৪টি এসি ভিলা এবং ১টি প্রাইভেট পুল ভিলা রয়েছে।প্রত্যেক রুমে ২ জন করে থাকতে পারবেন। এই রুম গুলোর ভাড়া নিচে উল্লেখ করা হল।
Room Type | Weekend Price | Weekday Price |
Mud-House | 4,400 TK | 4,125 TK |
AC-Villa | 5,600 TK | 5,250 TK |
Private Pool Villa | 11,250 TK | 9,750 TK |
রিসোর্টের এই রুম গুলোর সাথে ২ জন ব্যাক্তির বিনামূল্যে সকালের নাস্তা, চা, সুইমিং পুল, মিনারেল ওয়াটার বোতল এবং ওয়েলকাম ড্রিংক পাবেন। প্রত্যেক রুমে রয়েছে বাঁশের তৈরি খাট, সোফা, টি টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি। এছাড়া স্ট্যান্ডর্ড ওয়াশরুম (ইংলিশ/হাই কমোড) রয়েছে।
রিসোর্টে চেক ইন করার সময় দুপুর 02:00 PM এবং চেক আউট করার সময় দুপুর 12:00 PM.
যোগাযোগ তথ্য
- ঠিকানা: টিলাগাঁও গ্রাম, কমলগঞ্জ উপজেলা, মৌলভীবাজার, সিলেট।
- মোবাইল নাম্বার: 01896-178151
- ইমেইল: tilagaonecovillage@gmail.com
- ওয়েবসাইট
- ফেসবুক পেজ
ঢাকা অফিস
- ঠিকানা: ২০/৫, ট্যুর গ্রুপ বিডি কর্নেল রশিদ স্কায়ার, পশ্চিম পান্থপথ, ঢাকা ১২০৫
- মোবাইল নাম্বার: 01896-178150
- ইমেইল: info@resortsbd.com
রিসোর্টের সুবিধা সমূহ
- সুইমিং পুল
- হ্যামক
- মাটির ঘর
- চা বাগান
- লাভ শেপের পুকুর
- পাখির কিচির মিচির
- প্রকৃতিক পরিবেশ টিলা বেষ্টিত সাদামাটা
- রেস্টুরেন্ট
- ব্যাকপ্যাকার্স ট্রাভেলার্সদের তাবুর সুবিধা
- প্রাইভেট সুইমিং পুল ভিলা
ইকো ভিলেজ রিসোর্টে খাবার ব্যবস্থা
এই রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। যেখান থেকে বিভিন্ন প্যাকেজের খাবার অর্ডার দিয়ে পছন্দের খাবার খেতে পারবেন। গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না করা খাবার খেতে পারবেন। খাবার আগেই অর্ডার দিতে হবে।
সকালের নাস্তা: ভুনা খিচুড়ি, ডিম ভাজি, চাটনি, চা অথবা পরোটা, ডিম ভাজি, সবজি, চা। রুমের সাথে সকালের নাস্তা দুই জনের জন্য বিনামূল্যে প্রদান করা হবে।
দুপুরের খাবার: সাদা ভাত, ডাল, বেগুন ভর্তা, সবজি, আলু ভাজি, দেশি মুরগির মাংস, হাসের মাংস (প্যাকেজ মূল্য ৩৫০ টাকা)। সাদা ভাত, বেগুন ভর্তা, ডাল, সবজি, আলু ভাজি, রুই মাছ, দেশি মুরগির মাংস (প্যাকেজ মূল্য ৩০০ টাকা)।
রাতের খাবার: সাদা ভাত, ডাল, সবজি, লাউ চিংড়ি, দেশি মুরগির মাংস /গরুর মাংস / রুই মাছ (প্যাকেজ মূল্য ৩০০ টাকা)। এছাড়া সন্ধ্যায় বারবিকিউ ১/৪ পিস, পরোটা ৩ পিস, সালাত, বুটের ডাল / সবজি, সফট ড্রিংকস (প্যাকেজ মূল্য ৩০০ টাকা)।
কিভাবে টিলাগাঁও রিসোর্টে যাবেন
টিলাগাঁও রিসোর্টে যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে শ্রীমঙ্গল শহরে। শহর থেকে ১৫ কিলোমিটার দূরে টিলাগাঁও রিসোর্ট অবস্থিত। সিএনজি বা অটোরিকশা ভাড়া নিয়ে রাস্তার দুপাশের প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে রিসোর্টে যেতে পারবেন। ভাড়া লাগবে ১৫০ টাকা থেকে ২০০ টাকার মত।
ঢাকা থেকে বাসে শ্রীমঙ্গল যেতে ঢাকার গাবতলী, আব্দুল্লাহপুর, সায়েদাবাদ, কলাবাগান, ফকিরাপুল বাস টার্মিনাল থেকে হানিফ, সৌদিয়া, শ্যামলী, সোহাগ, এস আলম, গ্রীন লাইন, মর্ডান পরিবহনে শ্রীমঙ্গল যেতে পারবেন। এসি নন এসি বাস ভেদে ভাড়া ৬০০ টাকা থেকে ১,২০০ টাকা পর্যন্ত।
ঢাকা থেকে ট্রেনে শ্রীমঙ্গল যেতে ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে জয়ন্তিকা এক্সেপ্রেস, কালনী এক্সেপ্রেস, পারাবত এক্সেপ্রেস ও উপবন এক্সৈপ্রেসে শ্রীমঙ্গল যেতে পারবেন। এসি নন এসি সিট ক্লাস ভেদে ভাড়া ২৬৫ টাকা থেকে ১,০৯৯ টাকা পর্যন্ত।
আরো পড়ুন
- গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্ট
- জৈন্তা হিল রিসোর্ট
- ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্ট
- মৌলভীবাজার রিসোর্ট
- রাঙ্গাউটি রিসোর্ট
- অরণ্যের দিনরাত্রি রিসোর্ট
- লেমন গার্ডেন রিসোর্ট
- নভেম ইকো রিসোর্ট