alternatetext
ঢাকা টু কক্সবাজারগামী সকল ট্রেনের নাম

ঢাকা টু কক্সবাজারগামী সকল ট্রেনের নাম সমূহ

আপনারা যারা ঢাকা থেকে ট্রেনে পর্যটন নগরী কক্সবাজার ভ্রমণে যেত চাচ্ছেন তাদের মধ্যে অনেকে জানতে চাচ্ছে ঢাকা টু কক্সবাজারগামী সকল ট্রেনের নাম, সময়সূচী ও ভাড়া সম্পর্কে।

বর্তমানে ঢাকা টু কক্সবাজার সরাসরি চলাচলকারী বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন রয়েছে। এসব ট্রেন বিভিন্ন সময়সূচী অনুযায়ী চলাচল করে। আজকের ভ্রমণ টিপসে আপনাদের জানাবো ঢাকা টু কক্সবাজার ট্রেনের নাম, সময়সূচী, ভাড়া সহ প্রয়োজনীয় তথ্য।

ঢাকা থেকে কক্সবাজারগামী সরাসরি ট্রেন সার্ভিস চালু হওয়ায় পর্যটকদের সহজে কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। কারণ ট্রেন ভ্রমণ অনেক আরামদায়ক ও ভাড়া সাশ্রয়ী।

ঢাকা টু কক্সবাজারগামী সকল ট্রেনের নাম

সরাসরি ঢাকা টু কক্সবাজারগামী ট্রেনের নাম সমূহ হল কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। নিচে এই ট্রেন সমূহের সময়সূচী ও ভাড়া উল্লেখ করা হয়েছে।

কক্সবাজার এক্সপ্রেস

কক্সবাজার এক্সপ্রেস ২০২৩ সালের ১ লা ডিসেম্বর থেকে ঢাকা টু কক্সবাজার সরাসরি চলাচল করছে। এটি বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অন্তর্গত একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন।

কক্সবাজার এক্সপ্রেস সময়সূচী

প্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্যযাত্রা শেষ
ঢাকারাত ১০:৩০ মিনিটকক্সবাজারসকাল ০৭:২০ মিনিট
কক্সবাজারদুপুর ১২:৩০ মিনিটঢাকারাত ০৯:৩০ মিনিট

কক্সবাজার এক্সপ্রেস ভাড়া

ঢাকা টু কক্সবাজারগামী শোভন চেয়ার ৬৯৫ টাকা, স্নিগ্ধা ১,৩২৫ টাকা ও এসি বার্থ ২,৩৮০ টাকা। আবার কক্সবাজার টু ঢাকাগামী শোভন চেয়ার ৬৯৫ টাকা, স্নিগ্ধা ১,৩২৫ টাকা ও এসি সিট ১,৫৯০ টাকা। চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রামগামী শোভন চেয়ার ২৫০ টাকা ও স্নিগ্ধা ৪৭০ টাকা।

BM Khalid Hasan Sujon

পর্যটক এক্সপ্রেস

পর্যটক এক্সপ্রেস ২০২৪ সালের ১০ জানুয়ারি ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল শুরু করে। এটি একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন যা বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের অন্তর্গত। এই রুটে এটি দ্বিতীয় বাণিজ্যিক ট্রেন হিসাবে কক্সবাজারে রেল পরিবহন সেবা দিচ্ছে।

পর্যটক এক্সপ্রেস সময়সূচী

প্রারম্ভিক স্টেশনযাত্রা শুরুগন্তব্য স্টেশনযাত্রা শেষ
ঢাকাভোর ০৬: ১৫ মিনিটকক্সবাজারবিকাল ০৩:০০ টা
কক্সবাজাররাত ০৮:০০ টাঢাকাভোর রাত ০৪:৩০ মিনিট

পর্যটক এক্সপ্রেস ভাড়া

পর্যটক এক্সপ্রেস ঢাকা টু কক্সবাজার শোভন চেয়ার ৬৯৫ টাকা, স্নিগ্ধা এসি ১,৩২৫ টাকা, এসি সিট ১,৫৯০ টাকা। আবার কক্সবাজার টু ঢাকা শোভন চেয়ার ৬৯৫ টাকা, স্নিগ্ধা এসি ১,৩২৫ টাকা ও এসি বার্থ ২,৩৮০ টাকা।

এছাড়া কাটা লাইনে ঢাকা থেকে বিভিন্ন ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। এজন্য আপনাকে বিভিন্ন স্টেশনে মেনে মেনে পরবর্তী ট্রেনে চড়ে ঢাকা টু কক্সবাজার যেতে হবে।

BM Khalid Hasan Sujon

আরো পড়ুন

Similar Posts