alternatetext
ঢাকা টু কক্সবাজার ট্রেন সময়সূচী

ঢাকা টু কক্সবাজার ট্রেন সময়সূচী ২০২৫

পর্যটন নগরী কক্সবাজার বাংলাদেশের সেরা পর্যটন স্পট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন হাজার হাজার পর্যটকেরা কক্সবাজার ভ্রমণ করে। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম হলো ট্রেন ভ্রমণ। বর্তমানে ঢাকা টু কক্সবাজার বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। আজকের আর্টিকেলে ঢাকা টু কক্সবাজার ট্রেন সময়সূচী উল্লেখ করবো।

ঢাকা টু কক্সবাজার সরাসরি চলাচল করে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ও পর্যটক এক্সপ্রেস ট্রেন। এছাড়া মহানগর প্রভাতী এক্সপ্রেস, মহানগর গোধূলী এক্সপ্রেস ও তৃর্ণা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন ঢাকাচট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করে।

আজকের আর্টিকেলে ঢাকা টু কক্সবাজার চলাচলকারী সকল ট্রেনের সময়সূচী সম্পর্কে বিস্তারিত তথ্য উল্লেখ করবো। যাতে আপনারা সঠিক সময়সূচী জেনে নিশ্চিতে ট্রেন ভ্রমণ করতে পারেন।

ঢাকা টু কক্সবাজার ট্রেন সময়সূচী ২০২৫

ঢাকা থেকে কক্সবাজার রুটে কয়েকটি ট্রেন নিয়মিত চলাচল করে। নিচে এসব ট্রেনের সময়সূচী পর্যায়ক্রমে উল্লেখ করা হল।

কক্সবাজার এক্সপ্রেস ঢাকা টু কক্সবাজার ট্রেন সময়সূচী

কক্সবাজার এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে প্রতি সোমবার বাদে রাত ১০ টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রাপথে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে।

আবার একই ট্রেন কক্সবাজার রেলস্টেশন থেকে দুপর ১২ টা ৩০ মিনিটে ছেড়ে এসে রাত ৯ টা ৩০ মিনিটে ঢাকা পৌঁছায়। যাত্রাপথে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে। সাপ্তাহিক বন্ধের দিন মঙ্গলবার।

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়গন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
ঢাকারাত ১০:৩০ মিনিটকক্সবাজারসকাল ০৭:২০ মিনিট
কক্সবাজারদুপুর ১২:৩০ মিনিটঢাকারাত ০৯:৩০ মিনিট

BM Khalid Hasan Sujon

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

পর্যটক এক্সপ্রেস সাপ্তাহিক ছুটির দিন রবিবার বাদে ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬ টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে বিকাল ৩ টায় কক্সবাজার পৌঁছায়। যাত্রা পথে বিমানবন্দর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করে।

আবার কক্সবাজার রেলস্টেশন থেকে রাত ৮ টায় ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে রাত ৪ টা ৩০ মিনিটে ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। যাত্রা পথে চট্টগ্রাম রেলস্টেশন ও বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি করে। এই দুই স্টেশন ছাড়া বাকি সময় ট্রেনটি বিরতিহীন চলাচল করে।

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়গন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
ঢাকাভোর ০৬: ১৫ মিনিটকক্সবাজারবিকাল ০৩:০০ টা
কক্সবাজাররাত ০৮:০০ টাঢাকাভোর রাত ০৪:৩০ মিনিট

তৃর্ণা এক্সপ্রেস ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী

তূর্ণা এক্সপ্রেস ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে রাত ১১ টা মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ৮ টায় কক্সবাজার পৌঁছাবর। যাত্রাপথে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করবে।

BM Khalid Hasan Sujon

আবার কক্সবাজার রেলস্টেশন থেকে সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ভোর ৫ টা ১৫ মিনিটে ঢাকা পৌঁছাবে। যাত্রাপথে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করবে।

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়মধ্যবর্তী স্টেশনগন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
ঢাকারাত ১১:১৫ মিনিটচট্টগ্রামকক্সবাজারসকাল ০৮:০০ টায়
কক্সবাজারসন্ধ্যা ০৭:৩০ মিনিটচট্টগ্রামঢাকাভোর ০৫:১৫ মিনিট

মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন সময়সূচী

মহানগর প্রভাতী এক্সপ্রেস ঢাকা থেকে সকাল ৭ টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ৮ টা ৩০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। যাত্রাপথে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করবে।

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়মধ্যবর্তী স্টেশনগন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
ঢাকাসকাল ০৭:৪৫ মিনিটচট্টগ্রামকক্সবাজারসকাল ০৮:৩০ মিনিট

মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেন কক্সবাজার রেলস্টেশনে থেকে দুপুর ১২ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রাত ৮ টা ৫৫ মিনিটে ঢাকা পৌঁছাবে। যাত্রাপথে চট্টগ্রাম রেলস্টেশনে যাত্রাবিরতি করবে।

প্রারম্ভিক স্টেশনছাড়ার সময়মধ্যবর্তী স্টেশনগন্তব্য স্টেশনপৌঁছানোর সময়
কক্সবাজারদুপুর ১২:০০ টায়চট্টগ্রামঢাকারাত ০৮:৫৫ মিনিট

টিকেট কাটার নিয়ম

ঢাকা টু কক্সবাজার এবং কক্সবাজার টু ঢাকাগামী ট্রেন টিকেট অন্যান্য ট্রেনের মতো রেলস্টেশন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া অনলাইনে টিকেট বুকিং করতে বাংলাদেশ রেলওয়ে eticket.railway.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।

আরো পড়ুন

Similar Posts